কলকাতা, 20 : জুলাই : আজ লাল-হলুদের অনুশীলনে যোগ দিতে চলেছেন বোরহা । গতকালই শহরে এসেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার । এদিকে আগামী সোমবারের মধ্যে কলকাতায় আসতে চলেছেন ইস্টবেঙ্গলের আরেক বিদেশি কাসিম আইদারাও । 2018-19 আই লিগে ইস্টবেঙ্গলের ভালো পারফরমেন্সের অন্যতম কারণ ছিল রক্ষণে বোরহা ও মাঝমাঠে কাসিমের দুর্দান্ত বোঝাপড়া ।
এই দুই বিদেশি দেরিতে যোগ দিলেও প্রথম দিন থেকে অনুশীলনে হাজির জেমস কোলাডো । ইতিমধ্যে সহকারী কোচ কোকোর অধীনে নিজেকে গুছিয়ে নিয়েছেন কোলাডো । অনুশীলন শুরুর প্রায় দিন দশেক পরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন বোরহা । কাসিম যোগ দেবেন আরও দুই থেকে তিন দিন পর । দলের সঙ্গে তাঁদের দ্রুত মানিয়ে নেওয়ার ওপর নির্ভর করছে কলকাতা লিগে লাল-হলুদের পারফরমেন্স । কারণ সোমবার প্রিমিয়ার লিগের ক্রীড়াসূচি তৈরি হবে । 26 জুলাই থেকে বল গড়ানো শুরু হবে এবারের লিগে ।
ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ সম্ভবত 31 জুলাই । ফলে হাতে সময় রয়েছে দিন দশেক । এর মধ্যেই দলের সঙ্গে বোরহা-কাসিমের বোঝাপড়া তৈরি না হলে শুরুতেই হোঁচটের আশঙ্কা থাকবে । তবে আলেয়ান্দ্রোর ডেপুটি কোকো আশাবাদী । তাঁর মতে, বোরহা ও কাসিম পেশাদার ফুটবলার । তাই দলের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না । এদিকে দলের প্রস্তুতির ফাঁকে লাল হলুদ শিবিরে একটাই প্রশ্ন ঘুরে ফিরে বেরাচ্ছে । সকলে তো প্রায় হাজির, কবে আসবেন লাল-হলুদের কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ? ক্লাব সূত্রে খবর, সম্ভবত আগামী সপ্তাহের মধ্যভাগে শহরে আসছেন লাল-হলুদ কোচ । শোনা যাচ্ছে একজন স্প্যানিশ স্ট্রাইকারকে নাকি সঙ্গে নিয়ে আসছেন মেনেনদেস ।