ETV Bharat / sports

আজ অনুশীলনে নামছেন বোরহা, ইস্টবেঙ্গলে আসছেন আরও এক স্প্যানিশ স্ট্রাইকার ! - colado

শতবর্ষ রাঙিয়ে রাখতে প্রস্তুতি তুঙ্গে লাল-হলুদ শিবিরে । আজ অনুশীলনে নামতে চলেছেন বোরহা গোমেজ । ক্লাব সূত্রে খবর স্প্যানিশ স্ট্রাইকারকে সঙ্গে নিয়ে আগামী সপ্তাহে আসছেন আলেয়ান্দ্রো ।

বোরহা-কাশিম
author img

By

Published : Jul 20, 2019, 5:06 AM IST

কলকাতা, 20 : জুলাই : আজ লাল-হলুদের অনুশীলনে যোগ দিতে চলেছেন বোরহা । গতকালই শহরে এসেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার । এদিকে আগামী সোমবারের মধ্যে কলকাতায় আসতে চলেছেন ইস্টবেঙ্গলের আরেক বিদেশি কাসিম আইদারাও । 2018-19 আই লিগে ইস্টবেঙ্গলের ভালো পারফরমেন্সের অন্যতম কারণ ছিল রক্ষণে বোরহা ও মাঝমাঠে কাসিমের দুর্দান্ত বোঝাপড়া ।

এই দুই বিদেশি দেরিতে যোগ দিলেও প্রথম দিন থেকে অনুশীলনে হাজির জেমস কোলাডো । ইতিমধ্যে সহকারী কোচ কোকোর অধীনে নিজেকে গুছিয়ে নিয়েছেন কোলাডো । অনুশীলন শুরুর প্রায় দিন দশেক পরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন বোরহা । কাসিম যোগ দেবেন আরও দুই থেকে তিন দিন পর । দলের সঙ্গে তাঁদের দ্রুত মানিয়ে নেওয়ার ওপর নির্ভর করছে কলকাতা লিগে লাল-হলুদের পারফরমেন্স । কারণ সোমবার প্রিমিয়ার লিগের ক্রীড়াসূচি তৈরি হবে । 26 জুলাই থেকে বল গড়ানো শুরু হবে এবারের লিগে ।

ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ সম্ভবত 31 জুলাই । ফলে হাতে সময় রয়েছে দিন দশেক । এর মধ্যেই দলের সঙ্গে বোরহা-কাসিমের বোঝাপড়া তৈরি না হলে শুরুতেই হোঁচটের আশঙ্কা থাকবে । তবে আলেয়ান্দ্রোর ডেপুটি কোকো আশাবাদী । তাঁর মতে, বোরহা ও কাসিম পেশাদার ফুটবলার । তাই দলের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না । এদিকে দলের প্রস্তুতির ফাঁকে লাল হলুদ শিবিরে একটাই প্রশ্ন ঘুরে ফিরে বেরাচ্ছে । সকলে তো প্রায় হাজির, কবে আসবেন লাল-হলুদের কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ? ক্লাব সূত্রে খবর, সম্ভবত আগামী সপ্তাহের মধ্যভাগে শহরে আসছেন লাল-হলুদ কোচ । শোনা যাচ্ছে একজন স্প্যানিশ স্ট্রাইকারকে নাকি সঙ্গে নিয়ে আসছেন মেনেনদেস ।

কলকাতা, 20 : জুলাই : আজ লাল-হলুদের অনুশীলনে যোগ দিতে চলেছেন বোরহা । গতকালই শহরে এসেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার । এদিকে আগামী সোমবারের মধ্যে কলকাতায় আসতে চলেছেন ইস্টবেঙ্গলের আরেক বিদেশি কাসিম আইদারাও । 2018-19 আই লিগে ইস্টবেঙ্গলের ভালো পারফরমেন্সের অন্যতম কারণ ছিল রক্ষণে বোরহা ও মাঝমাঠে কাসিমের দুর্দান্ত বোঝাপড়া ।

এই দুই বিদেশি দেরিতে যোগ দিলেও প্রথম দিন থেকে অনুশীলনে হাজির জেমস কোলাডো । ইতিমধ্যে সহকারী কোচ কোকোর অধীনে নিজেকে গুছিয়ে নিয়েছেন কোলাডো । অনুশীলন শুরুর প্রায় দিন দশেক পরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন বোরহা । কাসিম যোগ দেবেন আরও দুই থেকে তিন দিন পর । দলের সঙ্গে তাঁদের দ্রুত মানিয়ে নেওয়ার ওপর নির্ভর করছে কলকাতা লিগে লাল-হলুদের পারফরমেন্স । কারণ সোমবার প্রিমিয়ার লিগের ক্রীড়াসূচি তৈরি হবে । 26 জুলাই থেকে বল গড়ানো শুরু হবে এবারের লিগে ।

ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ সম্ভবত 31 জুলাই । ফলে হাতে সময় রয়েছে দিন দশেক । এর মধ্যেই দলের সঙ্গে বোরহা-কাসিমের বোঝাপড়া তৈরি না হলে শুরুতেই হোঁচটের আশঙ্কা থাকবে । তবে আলেয়ান্দ্রোর ডেপুটি কোকো আশাবাদী । তাঁর মতে, বোরহা ও কাসিম পেশাদার ফুটবলার । তাই দলের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না । এদিকে দলের প্রস্তুতির ফাঁকে লাল হলুদ শিবিরে একটাই প্রশ্ন ঘুরে ফিরে বেরাচ্ছে । সকলে তো প্রায় হাজির, কবে আসবেন লাল-হলুদের কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া ? ক্লাব সূত্রে খবর, সম্ভবত আগামী সপ্তাহের মধ্যভাগে শহরে আসছেন লাল-হলুদ কোচ । শোনা যাচ্ছে একজন স্প্যানিশ স্ট্রাইকারকে নাকি সঙ্গে নিয়ে আসছেন মেনেনদেস ।

Intro:অবশেষে প্র্যাকটিস এ যোগ দিতে চলেছেন বোরহা ফার্নান্দেজ। শুক্রবার শহরে এসেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার। তিনি শনিবার থেকে মাঠে নামবেন। বোরহার সম্ভাব্য প্র্যাকটিসে নামার দুদিনের মধ্যে কলকাতায় আসছেন ইস্টবেঙ্গলের আরেক বিদেশি কাসিম আইদারা।গত মরসুমের আই লিগে ইস্টবেঙ্গলের ভালো পারফরম্যান্স এর অন্যতম কারন ছিল রক্ষণে বোরহা ও মাঝমাঠে কাসিমের ভালো পারফরম্যান্স। এই দুই বিদেশি দেরিতে যোগ দিলেও প্রথম দিন থেকে অনুশীলনে জেমস কোলাডো। ইতিমধ্যে সহকারী কোচ কোকোর অধীনে প্র্যাকটিস করে অনেকটাই নিজেকে গুছিয়ে নিয়েছেন তিনি। প্রায় দিন দশেক পরে দলের সঙ্গে যোগ দিয়ে বোরহা বা কাসিমের দ্রুত মানিয়ে নেওয়ার ওপর অনেক কিছু নির্ভর করবে। আলেয়ান্দ্রো র ডেপুটি কোকো বলছেন পেশাদার ফুটবলার সবাই। তাই মানিয়ে নিতে সমস্যা হবেনা। দলের প্রস্তুতি র ফাকে লাল হলুদ শিবিরের একটাই প্রশ্ন কবে কলকাতায় আসছেন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। সম্ভবত নতুন সপ্তাহের মধ্য ভাগে লাল হলুদ কোচ আসছেন। শোনা যাচ্ছে একজন স্প্যানিশ স্ট্রাইকার নিয়ে আসছেন। সোমবার প্রিমিয়ার লিগের ক্রীড়াসূচি তৈরি হবে।26জুলাই থেকে বল গড়ানো শুরু।ইস্টবেঙ্গল এর প্রথম ম্যাচ সম্ভবত 31 জুলাই।


Body:কাশিম


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.