ETV Bharat / sports

Messi : বার্সায় শুরু মেসি পরবর্তী যুগ - জোয়ান গাম্পার ট্রফি জিতল বার্সেলোনা

রবিবার জুভেন্তাসকে হারিয়ে মরসুম শুরুর জোয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা ৷

Barca
Barca
author img

By

Published : Aug 9, 2021, 8:35 AM IST

মাদ্রিদ, 9 অগস্ট : আলাদা হয়ে গিয়েছে দুটি পথ ৷ 21 বছরের বন্ধন ছিন্ন করেছেন চোখের জলে ৷ ভগ্ন হৃদয়ে 21 বছরের ক্লাব বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি ৷ লিও বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ন্যু ক্যাম্পে নেমে পড়ল বার্সেলোনা ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসকে 3-0 গোলে হারিয়ে মরসুম শুরুর জোয়ান গাম্পার ট্রফি জিতলেন আন্তোনিও গ্রিজম্যান, জেরার্ড পিকেরা ৷ এরই সঙ্গে এফসি বার্সেলোনায় শুরু হল মেসি পরবর্তী যুগ ৷

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব ৷ যার নামের সঙ্গে যুক্ত ছিল লিওনেল মেসি নামক গর্বের ৷ সেই মেসি আজ অতীত ৷ ঘোষণা আগেই হয়ে গিয়েছিল ৷ রবিবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন মেসি ৷ কান্নাভেজা চোখে জানিয়েছিলেন, বার্সেলোনায় থেকে যাওয়ার সর্বশেষ চেষ্টা করে গিয়েছেন ৷ কারও জন্য কোনও কিছু আটকে থাকে না ৷ মেসি নিজেও সেটা মনে করেন ৷ তাই দলের সর্বশ্রেষ্ঠ ফুটবলারটিকে ছাড়াই এবার থেকে মাঠে নামতে হবে বার্সাকে ৷

তাঁকে ছাড়া বার্সেলোনা কীভাবে চলবে তা যাওয়ার আগে জানিয়ে গিয়েছেন মেসি ৷ বললেন, তাঁকে ছাড়া বার্সার চলার পথে কোনও সমস্যা হবে না ৷ তবে এত বছরের অভ্যাস একটু একটু করে বদলাতে হবে ৷ গোল করা, গোল করানোর জন্য এতদিন এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের দিকে তাকিয়ে থাকতেন ফুটবলপ্রেমীরা ৷ তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল সবসময়ই বেশি ৷ সেই জায়গাটার পরিবর্তন হবে ৷ বার্সেলোনা সমর্থকদের ভরসা করার জন্য অন্য কাউকে খুঁজে নিতে হবে ৷ মেসি ছাড়া বার্সেলোনা, যাঁরা এখনও এই বাস্তবটা মেনে নিতে পারছেন না একদিন তাঁদেরও বিষয়টা গা সওয়া হয়ে যাবে ৷

আরও পড়ুন : Lionel Messi : বার্সেলোনায় বিদায়বেলায় কান্নায় ভাসলেন ফুটবল ঈশ্বর

জুভেন্তাসের বিরুদ্ধে রবিবারের ফ্রেন্ডলি ম্যাচে চোখ রেখেছিলেন মেসি অনুরাগীরা ৷ মেসিকে ছাড়া বার্সাকে কেমন দেখতে লাগে বুঝতে চেয়েছিলেন ৷ বা হয়তো বল সামনে রেখে জুতোর ফিতে বেঁধে নেওয়ার অছিলায় বিপক্ষের ডিফেন্সের ফাঁকফোকর দেখে নেওয়া মানুষটিকে বারবার খুঁজে বেড়িয়েছেন ৷

মাদ্রিদ, 9 অগস্ট : আলাদা হয়ে গিয়েছে দুটি পথ ৷ 21 বছরের বন্ধন ছিন্ন করেছেন চোখের জলে ৷ ভগ্ন হৃদয়ে 21 বছরের ক্লাব বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি ৷ লিও বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ন্যু ক্যাম্পে নেমে পড়ল বার্সেলোনা ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসকে 3-0 গোলে হারিয়ে মরসুম শুরুর জোয়ান গাম্পার ট্রফি জিতলেন আন্তোনিও গ্রিজম্যান, জেরার্ড পিকেরা ৷ এরই সঙ্গে এফসি বার্সেলোনায় শুরু হল মেসি পরবর্তী যুগ ৷

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব ৷ যার নামের সঙ্গে যুক্ত ছিল লিওনেল মেসি নামক গর্বের ৷ সেই মেসি আজ অতীত ৷ ঘোষণা আগেই হয়ে গিয়েছিল ৷ রবিবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন মেসি ৷ কান্নাভেজা চোখে জানিয়েছিলেন, বার্সেলোনায় থেকে যাওয়ার সর্বশেষ চেষ্টা করে গিয়েছেন ৷ কারও জন্য কোনও কিছু আটকে থাকে না ৷ মেসি নিজেও সেটা মনে করেন ৷ তাই দলের সর্বশ্রেষ্ঠ ফুটবলারটিকে ছাড়াই এবার থেকে মাঠে নামতে হবে বার্সাকে ৷

তাঁকে ছাড়া বার্সেলোনা কীভাবে চলবে তা যাওয়ার আগে জানিয়ে গিয়েছেন মেসি ৷ বললেন, তাঁকে ছাড়া বার্সার চলার পথে কোনও সমস্যা হবে না ৷ তবে এত বছরের অভ্যাস একটু একটু করে বদলাতে হবে ৷ গোল করা, গোল করানোর জন্য এতদিন এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের দিকে তাকিয়ে থাকতেন ফুটবলপ্রেমীরা ৷ তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল সবসময়ই বেশি ৷ সেই জায়গাটার পরিবর্তন হবে ৷ বার্সেলোনা সমর্থকদের ভরসা করার জন্য অন্য কাউকে খুঁজে নিতে হবে ৷ মেসি ছাড়া বার্সেলোনা, যাঁরা এখনও এই বাস্তবটা মেনে নিতে পারছেন না একদিন তাঁদেরও বিষয়টা গা সওয়া হয়ে যাবে ৷

আরও পড়ুন : Lionel Messi : বার্সেলোনায় বিদায়বেলায় কান্নায় ভাসলেন ফুটবল ঈশ্বর

জুভেন্তাসের বিরুদ্ধে রবিবারের ফ্রেন্ডলি ম্যাচে চোখ রেখেছিলেন মেসি অনুরাগীরা ৷ মেসিকে ছাড়া বার্সাকে কেমন দেখতে লাগে বুঝতে চেয়েছিলেন ৷ বা হয়তো বল সামনে রেখে জুতোর ফিতে বেঁধে নেওয়ার অছিলায় বিপক্ষের ডিফেন্সের ফাঁকফোকর দেখে নেওয়া মানুষটিকে বারবার খুঁজে বেড়িয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.