ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স লিগ: নাপোলি ম্যাচের আগে কোরোনা পরীক্ষা মেসিদের - Napoli

ইতালিতে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 80 ছাড়িয়েছে ৷ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুজনের ৷ বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বার্সেলোনা বনাম নাপোলি ম্য়াচের আগে তাই মেসি-পিকেদের স্বাস্থ্য পরীক্ষা করল ইতালি সরকার ৷

barcelona
মেসি
author img

By

Published : Feb 25, 2020, 12:41 PM IST

নাপেলস, 25 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স লিগে বুধবার স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি ৷ প্রথম লিগের এই ম্যাচের জন্য ইতিমধ্যেই নাপেলস উড়ে গিয়েছেন মেসি, জেরার্ড পিকেরা ৷ কিন্তু নাপোলির বিরুদ্ধে নামার আগে অন্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁদের ৷ মেসিরা ইতালিতে কোরোনা ভাইরাস বয়ে এনেছে কি না তা পরীক্ষা করা হয়েছে ৷

গোটা বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের আতঙ্ক ৷ খেলাধুলোর জগতে এর প্রভাব পড়েছে মারাত্মক ৷ একের পর এক অলিম্পিক্স কোয়ালিফায়ার টুর্নামেন্টগুলি বাতিল হয়েছে ৷ দক্ষিণ ইতালিতে কোরেনার প্রাদুর্ভাব ঠেকাতে সম্প্রতি 'সিরি এ' লিগের তিনটি ম্যাচ স্থগিত করে দিয়েছিল ইতালি সরকার ৷ দেশটিতে এই মারণ ভাইরাস কোনওভাবেই যাতে ছড়িয়ে পড়তে না পারে তার সবরকম ব্যবস্থা করা হয়েছে ৷ তাই বাদ যাননি মেসিরাও ৷ সোমবার নাপেলস বিমানবন্দরে নামতেই দীর্ঘ স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদের ৷ অসুস্থতার লক্ষ্মণ দেখলেই হাসপাতালে ভরতির ব্যবস্থাও ছিল ৷ যদিও বার্সা সমর্থকদের আশ্বস্ত করে তেমন অঘটন ঘটেনি ৷ মঙ্গলবার সকালে স্তাদিও সান পাউলো স্টেডিয়ামে অনুশীলন সারতে দেখা গিয়েছে মেসিদের ৷

তবে বার্সেলোনা কোচ কুইক সেটিয়েন দলের খেলোয়াড়দের নিয়ে খুব একটা চিন্তিত নন ৷ তিনি বলেছেন, "টিম নিয়ে আমি খুব একটা ভাবছি না ৷ তবে যারা কোরোনা আক্রান্ত তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই প্রার্থনাই করব ৷" গত জানুয়ারিতে বার্সা থেকে আর্নেস্তো ভালভার্দের বিদায়ের পর কোচ হিসেবে প্রাক্তন রিয়াল বেটিস ম্যানেজার কুইক সেটিয়েনকে বহাল করা হয় ৷ বুধবার নাপোলির বিরুদ্ধে ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগে তাঁর প্রথম ম্যাচ ৷

নাপেলস, 25 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স লিগে বুধবার স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি ৷ প্রথম লিগের এই ম্যাচের জন্য ইতিমধ্যেই নাপেলস উড়ে গিয়েছেন মেসি, জেরার্ড পিকেরা ৷ কিন্তু নাপোলির বিরুদ্ধে নামার আগে অন্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁদের ৷ মেসিরা ইতালিতে কোরোনা ভাইরাস বয়ে এনেছে কি না তা পরীক্ষা করা হয়েছে ৷

গোটা বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের আতঙ্ক ৷ খেলাধুলোর জগতে এর প্রভাব পড়েছে মারাত্মক ৷ একের পর এক অলিম্পিক্স কোয়ালিফায়ার টুর্নামেন্টগুলি বাতিল হয়েছে ৷ দক্ষিণ ইতালিতে কোরেনার প্রাদুর্ভাব ঠেকাতে সম্প্রতি 'সিরি এ' লিগের তিনটি ম্যাচ স্থগিত করে দিয়েছিল ইতালি সরকার ৷ দেশটিতে এই মারণ ভাইরাস কোনওভাবেই যাতে ছড়িয়ে পড়তে না পারে তার সবরকম ব্যবস্থা করা হয়েছে ৷ তাই বাদ যাননি মেসিরাও ৷ সোমবার নাপেলস বিমানবন্দরে নামতেই দীর্ঘ স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁদের ৷ অসুস্থতার লক্ষ্মণ দেখলেই হাসপাতালে ভরতির ব্যবস্থাও ছিল ৷ যদিও বার্সা সমর্থকদের আশ্বস্ত করে তেমন অঘটন ঘটেনি ৷ মঙ্গলবার সকালে স্তাদিও সান পাউলো স্টেডিয়ামে অনুশীলন সারতে দেখা গিয়েছে মেসিদের ৷

তবে বার্সেলোনা কোচ কুইক সেটিয়েন দলের খেলোয়াড়দের নিয়ে খুব একটা চিন্তিত নন ৷ তিনি বলেছেন, "টিম নিয়ে আমি খুব একটা ভাবছি না ৷ তবে যারা কোরোনা আক্রান্ত তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই প্রার্থনাই করব ৷" গত জানুয়ারিতে বার্সা থেকে আর্নেস্তো ভালভার্দের বিদায়ের পর কোচ হিসেবে প্রাক্তন রিয়াল বেটিস ম্যানেজার কুইক সেটিয়েনকে বহাল করা হয় ৷ বুধবার নাপোলির বিরুদ্ধে ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগে তাঁর প্রথম ম্যাচ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.