বার্সেলোনা, 15 ডিসেম্বর : মরশুমের শুরুতে ম্যাঞ্চেস্টার সিটি থেকে যখন বার্সেলোনায় যোগ দিয়েছিলেন তখন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি এমনটা হতে চলেছে ৷ কয়েকদিনে বদলে গেল সমস্ত চিত্রটা ৷ হৃদযন্ত্রের সমস্যায় মাত্র 33 বছর বয়সে কেরিয়ারে ইতি টানলেন ম্যাঞ্চেস্টার সিটির সর্বকালের সর্বাধিক গোলস্কোরার সার্জিও আগুয়েরো (Sergio Aguero announces retirement due to heart condition) ৷
লিও মেসির প্রাণের ক্লাব থেকে বুধবার চোখের জলে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মেসির জাতীয় দলের সতীর্থ ৷ গত 30 অক্টোবর আলাভেসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাৎই বুকে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন আগুয়েরো ৷ ঘটনা পরম্পরায় জানা যায় অনিয়মিত হৃদস্পন্দন বা 'কার্ডিয়াক অ্যারিথমিয়া'য় আক্রান্ত তিনি ৷
প্রাথমিকভাবে আগুয়েরোকে তিন মাসের বিশ্রাম নিতে বলা হলেও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভবিষ্যতে কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন তা নিয়ে সন্দিহান ছিলেন আগুয়েরো স্বয়ং ৷ তাই ঘনিষ্ঠমহলে ফুটবল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন আগেই ৷ বুধবার ঘটনায় সিলমোহর পড়ল ৷
-
Add one more Culer to the Barça Family @aguerosergiokun pic.twitter.com/IvO9RyxgRe
— FC Barcelona (@FCBarcelona) December 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Add one more Culer to the Barça Family @aguerosergiokun pic.twitter.com/IvO9RyxgRe
— FC Barcelona (@FCBarcelona) December 15, 2021Add one more Culer to the Barça Family @aguerosergiokun pic.twitter.com/IvO9RyxgRe
— FC Barcelona (@FCBarcelona) December 15, 2021
আরও পড়ুন : Sergio Aguero : হৃদযন্ত্রের সমস্যায় কেরিয়ারে সম্ভবত ইতি টানছেন আগুয়েরো
ক্যাম্প ন্যু'তে সাংবাদিক সম্মেলনে এদিন আগুয়েরো জানান দিনদশেক আগে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন তিনি (Aguero says he made the decision around 10 days ago) ৷ 18 বছরের ফুটবল কেরিয়ারে চারশোরও বেশি গোলের মালিক বলেন, " আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি ফুটবল ছাড়ার সিদ্ধান্তের কথা জানাচ্ছি ৷ মুহূর্তটা আমার কাছে কঠিন হলেও আমি খুশিমনে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি ৷ স্বাস্থ্যের কথা চিন্তা করে চিকিৎসকদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমি ৷"