ETV Bharat / sports

চার দিনে দ্বিতীয় এল ক্লাসিকো হার রিয়াল মাদ্রিদের - real madrid

তিন দিন আগেই কোপা ডেল রে'র সেমিফাইনালে ঘরের মাঠে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। আর সেই রেশ কাটতে না কাটতেই লা লিগায় আবারও আরেকটি এল ক্লাসিকো। এই ম্যাচটিতেও হেরে গেল রিয়াল মাদ্রিদ। গতরাতে নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ হারল ০-১ গোলের ব্যবধানে। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ইভান রাকিটিচ।

ইভান রাকিটিচ
author img

By

Published : Mar 3, 2019, 11:58 AM IST

মাদ্রিদ, ৩ মার্চ : তিন দিন আগেই কোপা ডেল রে'র সেমিফাইনালে ঘরের মাঠে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। আর সেই রেশ কাটতে না কাটতেই লা লিগায় আবারও আরেকটি এল ক্লাসিকো। এই ম্যাচটিতেও হেরে গেল রিয়াল মাদ্রিদ। গতরাতে নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ হারল ০-১ গোলের ব্যবধানে। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ইভান রাকিটিচ।

শুরুর কিছু সময় বার্সেলোনার রক্ষণকে চাপে রেখেছিল রিয়াল। কিন্তু, ম্যাচের প্রথমার্ধেই গোল পায় বার্সেলোনা। ১৫তম মিনিটে বার্সেলোনার হয়ে গোলমুখে প্রথম শট নেন সুয়ারেজ়। যদিও বল জালে জড়াতে পারেননি তিনি। এর পরে ২৬তম মিনিটে সার্জিও রবার্তোর পাস থেকে একটি শটে গোল করেন রাকিটিচ। তবে প্রথম গোলের পর বল জালে জড়াতে পারেনি কোনো দলই।

এদিকে প্রথমার্ধে রামোস আর মেসির কথা কাটাকাটিতে মাঠে কিছুটা উত্তেজনা ছড়ায়। অবশ্য দ্বিতীয়ার্ধে খেলা মন্থর গতিতে চলে। খেলার শেষদিকে আক্রমণ পালটা আক্রমণেও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। এই জয়ের ফলে শীর্ষস্থান আরও মজবুত করে নিল গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দুই নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্টের ব্যবধান ১০। তালিকার তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহে ৪৮ পয়েন্ট।

undefined

মাদ্রিদ, ৩ মার্চ : তিন দিন আগেই কোপা ডেল রে'র সেমিফাইনালে ঘরের মাঠে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। আর সেই রেশ কাটতে না কাটতেই লা লিগায় আবারও আরেকটি এল ক্লাসিকো। এই ম্যাচটিতেও হেরে গেল রিয়াল মাদ্রিদ। গতরাতে নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ হারল ০-১ গোলের ব্যবধানে। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ইভান রাকিটিচ।

শুরুর কিছু সময় বার্সেলোনার রক্ষণকে চাপে রেখেছিল রিয়াল। কিন্তু, ম্যাচের প্রথমার্ধেই গোল পায় বার্সেলোনা। ১৫তম মিনিটে বার্সেলোনার হয়ে গোলমুখে প্রথম শট নেন সুয়ারেজ়। যদিও বল জালে জড়াতে পারেননি তিনি। এর পরে ২৬তম মিনিটে সার্জিও রবার্তোর পাস থেকে একটি শটে গোল করেন রাকিটিচ। তবে প্রথম গোলের পর বল জালে জড়াতে পারেনি কোনো দলই।

এদিকে প্রথমার্ধে রামোস আর মেসির কথা কাটাকাটিতে মাঠে কিছুটা উত্তেজনা ছড়ায়। অবশ্য দ্বিতীয়ার্ধে খেলা মন্থর গতিতে চলে। খেলার শেষদিকে আক্রমণ পালটা আক্রমণেও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। এই জয়ের ফলে শীর্ষস্থান আরও মজবুত করে নিল গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দুই নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্টের ব্যবধান ১০। তালিকার তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহে ৪৮ পয়েন্ট।

undefined

Ranchi (Jharkhand), Mar 02 (ANI): Congress president Rahul Gandhi took jibe at PM Modi while addressing a public rally in Ranchi. He accused Prime Minister Narendra Modi for stealing money from the Indian Air Force. He said, "Our pilots sacrifice their lives but Modi steals money from the Air Force and puts it in Anil Ambani's pockets, which is a shame."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.