ETV Bharat / sports

ড্র বার্সার, রিয়ালের কাছে শীর্ষস্থানে ফেরার সুযোগ - বার্সেলোনা

লা লিগা ফিরতেই ফের শুরু লিগ জয়ের ইঁদুর দৌড় ৷ লকডাউনের পর প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়ালের থেকে দূরত্ব বজায় রেখেছিল বার্সা ৷ কিন্তু তৃতীয় ম্যাচে আটকে গেল কিকে সেতিয়েনের ছেলেরা ৷

image
ড্র বার্সার
author img

By

Published : Jun 21, 2020, 5:42 AM IST

Updated : Jun 21, 2020, 6:46 AM IST

বার্সেলোনা, 21 জুন : দিন দুই আগেই কেরিয়ারের 30 তম মেজর ট্রফি ছুঁয়ে দেখা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ কাপ আর ঠোঁটের মাঝে ছোট্ট দুরত্বটা তৈরি করে দেয় নেপোলি ৷ এবার সেই একই পরিস্থিতির সম্মুখীন লিওনেল মেসি ৷ কেরিয়ারের 700 গোল করার সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেভিলার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন এল এম টেন ৷ কিন্তু গোটা ম্যাচে গোল করাতো দূর বরং বারংবার মেজাজ হারাতে দেখা গেল তাঁকে ৷ একই সঙ্গে বার্সেলোনা ড্র করায় ফের লা লিগার শীর্যস্থান দখলের আশায় রিয়াল মাদ্রিদ ৷

কোরোনা পরবর্তী পরিস্থিতিতে প্রায় তিন মাস পর স্পেনের মাঠে পেশাদার ফুটবল ফিরেছে ৷ আর লা লিগা ফিরতেই ফের শুরু লিগ জয়ের ইঁদুর দৌড় ৷ লকডাউনের পর প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়ালের থেকে দূরত্ব বজায় রেখেছিল বার্সা ৷ কিন্তু তৃতীয় ম্যাচে আটকে গেল কিকে সেতিয়েনের ছেলেরা ৷ ফলে ফের শীর্যস্থান দখল করার সুবর্ণ সুযোগ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের কাছে ৷ রিয়াল সোসিদাদের বিপক্ষে জিতলেই সবার উপরে চলে আসবে রিয়াল ৷

ম্যাচের পর নিজের হতাশা লোকাননি জেরার্ড পিকে ৷ বললেন., ‘‘শেষ দুটি ম্যাচে আমরা যা খেললাম তাতে এবার লিগ জেতা বেশ কঠিন ৷ রিয়ালকে দেখে মনে হচ্ছে না ওরা পয়েন্ট নষ্ট করবে ৷’’যদিও দলের এই নির্ভরযোগ্য ফুটবলাররের সঙ্গে সহমত নন কোচ কিকে ৷ তাঁর মতে রিয়ালও পয়েন্ট খোয়াবে ৷ সেভিয়া, ঘরের মাঠে বার্সেলোনাকে প্রায় বোতলবন্দি করে রাখল ৷ সারা ম্যাচে মেসির দুটো ফ্রি- কিক ছাড়া প্রায় খুঁজে পাওয়া গেলনা ৷ লুই সুয়ারেজ একটি সুযোগ তীরি করেছিলেন ঠিকই, কিন্তু ক্যাতালান জায়েন্টদের জন্য সেটা যথেতষ্ট ছিল না ৷ অন্যদিকে ঘরের মাঠে দাপিয়ে খেলল সেভিলা ৷ অতিরিক্ত সময়ে সার্জিও রেগুইলন দিনের সহজতম সুযোগটা কাজে লাগাতে পারলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত সেভিলা ৷

তবে গোল করে ম্যাচ জেতাতে না পারলেও বিতর্কে জড়ালনে মেসি ৷ সুয়ারেজকে ফাউল করায় সেভিলা দিয়াগো কার্লোসের উপর রেগে গিয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দিলেন মেসি ৷ ফুটবল বিশেষজ্ঞদের দাবি লাল কার্ড দেখার মতো অপরাধ করেছিলেন এল এম টেন ৷ যদিও বার্সা অধিনায়ককে কোনও কার্ডই দেখাননি রেফারি ৷

বার্সেলোনা, 21 জুন : দিন দুই আগেই কেরিয়ারের 30 তম মেজর ট্রফি ছুঁয়ে দেখা হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ কাপ আর ঠোঁটের মাঝে ছোট্ট দুরত্বটা তৈরি করে দেয় নেপোলি ৷ এবার সেই একই পরিস্থিতির সম্মুখীন লিওনেল মেসি ৷ কেরিয়ারের 700 গোল করার সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেভিলার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন এল এম টেন ৷ কিন্তু গোটা ম্যাচে গোল করাতো দূর বরং বারংবার মেজাজ হারাতে দেখা গেল তাঁকে ৷ একই সঙ্গে বার্সেলোনা ড্র করায় ফের লা লিগার শীর্যস্থান দখলের আশায় রিয়াল মাদ্রিদ ৷

কোরোনা পরবর্তী পরিস্থিতিতে প্রায় তিন মাস পর স্পেনের মাঠে পেশাদার ফুটবল ফিরেছে ৷ আর লা লিগা ফিরতেই ফের শুরু লিগ জয়ের ইঁদুর দৌড় ৷ লকডাউনের পর প্রথম দুটি ম্যাচে জয় তুলে নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়ালের থেকে দূরত্ব বজায় রেখেছিল বার্সা ৷ কিন্তু তৃতীয় ম্যাচে আটকে গেল কিকে সেতিয়েনের ছেলেরা ৷ ফলে ফের শীর্যস্থান দখল করার সুবর্ণ সুযোগ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের কাছে ৷ রিয়াল সোসিদাদের বিপক্ষে জিতলেই সবার উপরে চলে আসবে রিয়াল ৷

ম্যাচের পর নিজের হতাশা লোকাননি জেরার্ড পিকে ৷ বললেন., ‘‘শেষ দুটি ম্যাচে আমরা যা খেললাম তাতে এবার লিগ জেতা বেশ কঠিন ৷ রিয়ালকে দেখে মনে হচ্ছে না ওরা পয়েন্ট নষ্ট করবে ৷’’যদিও দলের এই নির্ভরযোগ্য ফুটবলাররের সঙ্গে সহমত নন কোচ কিকে ৷ তাঁর মতে রিয়ালও পয়েন্ট খোয়াবে ৷ সেভিয়া, ঘরের মাঠে বার্সেলোনাকে প্রায় বোতলবন্দি করে রাখল ৷ সারা ম্যাচে মেসির দুটো ফ্রি- কিক ছাড়া প্রায় খুঁজে পাওয়া গেলনা ৷ লুই সুয়ারেজ একটি সুযোগ তীরি করেছিলেন ঠিকই, কিন্তু ক্যাতালান জায়েন্টদের জন্য সেটা যথেতষ্ট ছিল না ৷ অন্যদিকে ঘরের মাঠে দাপিয়ে খেলল সেভিলা ৷ অতিরিক্ত সময়ে সার্জিও রেগুইলন দিনের সহজতম সুযোগটা কাজে লাগাতে পারলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত সেভিলা ৷

তবে গোল করে ম্যাচ জেতাতে না পারলেও বিতর্কে জড়ালনে মেসি ৷ সুয়ারেজকে ফাউল করায় সেভিলা দিয়াগো কার্লোসের উপর রেগে গিয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দিলেন মেসি ৷ ফুটবল বিশেষজ্ঞদের দাবি লাল কার্ড দেখার মতো অপরাধ করেছিলেন এল এম টেন ৷ যদিও বার্সা অধিনায়ককে কোনও কার্ডই দেখাননি রেফারি ৷

Last Updated : Jun 21, 2020, 6:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.