কলকাতা, 25 মে: আড়াই মাসের লোকসভা নির্বাচনে বাংলার 2 ফুটবলার দিল্লি যাওয়ার দৌড়ে নামলেও জয়ী হয়েছেন প্রসূন ব্যানার্জি । পাহাড়ি বিছে বাইচুং 2014-র লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও যেতে পারেননি সংসদে । আর বাংলার আরও এক ফুটবলার কল্যাণ চৌবেও এবার ভোট ময়দানে নেমে গোল করতে ব্যর্থ হয়েছেন । সংসদে যাওয়ার জন্য একমাত্র ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ই এগিয়ে রয়েছেন ।
কল্যাণ চৌবে BJP-র টিকিটে কৃষ্ণনগর লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হননি । "পাহাড়ি বিছে" বাইচুং ভুটিয়াও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন । কিন্তু পরে তৃণমূল থেকে সরে যান বাইচুং । অবসরের পর বাইচুং সিকিমের প্রশাসনিক সমস্যা দূর করতে নতুন দল তৈরি করেন । যার নাম "হামারো সিকিম" । গত পরশু (23 মে) লোকসভা ভোটের ফলপ্রকাশের দিনই সিকিমে বিধানসভা নির্বাচন হয় । 28 আসনের সিকিম বিধানসভা নির্বাচনে একটি আসনেও দাঁত ফোটাতে পারেনি "হামারো সিকিম" । লড়াইটা মূলত হয় মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সিকিম ডেমোক্র্যেটিক ফ্রন্ট ও ক্রান্তিকারী মোর্চারা ।
তৃণমূল কংগ্রেসের 22 জন সাংসদের তালিকায় প্রসূন ব্যানার্জি উজ্বল নাম । কল্যাণের সংসদে যাওয়ার স্বপ্ন অধরা । সিকিমের রাজনীতির ময়দান দখল করতে আরও সময় লাগবে পাহাড়ি বিছের । তাই বঙ্গের প্রতিভাবান খেলোয়ারদের কথা সংসদে তুলে ধরার ভার এখন প্রসূনের কাঁধে ।