ETV Bharat / sports

বদলে যাওয়া ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হাবাসের চাঁদমারি তিন পয়েন্ট - আক্রমণাত্মক ফুটবল

প্রতি আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ছক ছেড়ে, এখন আক্রমণাত্মক ফুটবল খেলার নির্দেশ দিয়েছেন সবুজ মেরুন কোচ আন্তেনিও লোপেজ হাবাস ৷ নিজের আক্রমণাত্মক ফুটবল ছক নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই বললেন তিনি ৷

attacking play is key strategy antenio lopez habas
বদলে যাওয়া ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হাবাসের চাদমারি তিন পয়েন্ট
author img

By

Published : Feb 18, 2021, 7:16 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : পয়েন্ট টেবিলে সবার ওপরে আরও জাকিয়ে বসতে ডার্বির তিন পয়েন্টে পাখির চোখ আন্তেনিও লোপেজ হাবাসের। গত কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলে থাকার কারণে স্প্যানিশ কোচ এই দেশের ফুটবলের স্পন্দন বুঝতে পারেন। এবার বাঙালির চিরকালীন লড়াইয়ের উত্তাপ টের পাচ্ছেন তিনি । শুক্রবার তাই আইএসএলের মঞ্চে দ্বিতীয়বার লাল হলুদ ব্রিগেডের মুখোমুখি হওয়ার আগে হাবাস সতর্ক, একই সঙ্গে দৃঢ়প্রতিজ্ঞ।

প্রথমবার এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে ছিলেন। কিন্তু মাঝের সময়ে রবি ফাওলারের দলে অনেক বদল হয়েছে। বেশ কয়েকজন নতুন ফুটবলারের সংযোজন ইস্টবেঙ্গলকে বদলে দিয়েছে। তাই হাবাস বলছেন, ‘‘শুক্রবারের ম্যাচটি সম্পূর্ণভাবে আলাদা । যার সঙ্গে অন্য ম্যাচের তুলনা হয় না। তাই এই ম্যাচ সামলানোর অঙ্ক ভিন্ন। কোনও সন্দেহ নেই একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে।’’

প্রতি আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ছক ছেড়ে এখন আক্রমণাত্মক ফুটবল খেলার নির্দেশ দিয়েছেন সবুজ মেরুন কোচ। নিজের আক্রমণাত্মক ফুটবল ছক নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘‘আক্রমণ এবং রক্ষণভাগের মধ্যে ভারসাম্য জরুরি। পুরো দলের মধ্যে নিজেদের বদলে ফেলার মানসিকতা জরুরি।’’ রয় কৃষ্ণের স্কোরিং বুট খুঁজে পাওয়ার পাশাপাশি মার্সেলিনহো, ডেভিড উইলিয়ামস, মনদীপ সিংরা গোলের মধ্যে রয়েছেন। এডু গার্সিয়াকে চোটের জন্য আরও কয়েকদিন মাঠের বাইরে থাকবে। তবুও মাঝমাঠে প্রত্যাশিত ছন্দ ফিরেছে । রক্ষণে তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটালদের গোল করা প্রতিপক্ষ স্ট্রাইকারদের দুশ্চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট । তবুও, বলা হচ্ছে এটিকে মোহনবাগান গোল করার জন্য রয় কৃষ্ণের ওপর নির্ভরশীল। যদিও এই মতের বিপরীত বিন্দুতে হাবাস।

আরও পড়ুন : তাঁরা নয়, চাপে ইস্টবেঙ্গল, বলছে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন ব্রিগেড

‘‘কোনও সন্দেহ নেই রয় কৃষ্ণ সেরা ফুটবলার। আমাদের দলের ক্ষেত্রে একজন ফুটবলারের ওপরে নির্ভরশীল হওয়া ঠিক নয়। রয় কৃষ্ণের ভালো পারফরম্যান্সের পিছনে বাকি দশজনের সাহায্য প্রয়োজন। আমি রয় কৃষ্ণের পারফরম্যান্সে খুশি এবং আমি চাই তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকুক," মন্তব্য সবুজ মেরুন হেডস্যারের।

প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের বদলে যাওয়া ছবি নজর এড়ায়নি এটিকে মোহনবাগান থিঙ্কট্যাঙ্কের। শুক্রবারের ম্যাচের প্রেক্ষাপট আলাদা হলেও, তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য থেকে দল সরছে না বলে জানিয়েছেন হাবাস। তবে, ইস্টবেঙ্গল যে ভালো দল তা বারবার বলেছেন তিনি।

আরও পড়ুন : ডার্বি নিয়ে বাড়তি চিন্তা নেই হাবাসের

কলকাতা, 18 ফেব্রুয়ারি : পয়েন্ট টেবিলে সবার ওপরে আরও জাকিয়ে বসতে ডার্বির তিন পয়েন্টে পাখির চোখ আন্তেনিও লোপেজ হাবাসের। গত কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলে থাকার কারণে স্প্যানিশ কোচ এই দেশের ফুটবলের স্পন্দন বুঝতে পারেন। এবার বাঙালির চিরকালীন লড়াইয়ের উত্তাপ টের পাচ্ছেন তিনি । শুক্রবার তাই আইএসএলের মঞ্চে দ্বিতীয়বার লাল হলুদ ব্রিগেডের মুখোমুখি হওয়ার আগে হাবাস সতর্ক, একই সঙ্গে দৃঢ়প্রতিজ্ঞ।

প্রথমবার এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে ছিলেন। কিন্তু মাঝের সময়ে রবি ফাওলারের দলে অনেক বদল হয়েছে। বেশ কয়েকজন নতুন ফুটবলারের সংযোজন ইস্টবেঙ্গলকে বদলে দিয়েছে। তাই হাবাস বলছেন, ‘‘শুক্রবারের ম্যাচটি সম্পূর্ণভাবে আলাদা । যার সঙ্গে অন্য ম্যাচের তুলনা হয় না। তাই এই ম্যাচ সামলানোর অঙ্ক ভিন্ন। কোনও সন্দেহ নেই একটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে।’’

প্রতি আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ছক ছেড়ে এখন আক্রমণাত্মক ফুটবল খেলার নির্দেশ দিয়েছেন সবুজ মেরুন কোচ। নিজের আক্রমণাত্মক ফুটবল ছক নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘‘আক্রমণ এবং রক্ষণভাগের মধ্যে ভারসাম্য জরুরি। পুরো দলের মধ্যে নিজেদের বদলে ফেলার মানসিকতা জরুরি।’’ রয় কৃষ্ণের স্কোরিং বুট খুঁজে পাওয়ার পাশাপাশি মার্সেলিনহো, ডেভিড উইলিয়ামস, মনদীপ সিংরা গোলের মধ্যে রয়েছেন। এডু গার্সিয়াকে চোটের জন্য আরও কয়েকদিন মাঠের বাইরে থাকবে। তবুও মাঝমাঠে প্রত্যাশিত ছন্দ ফিরেছে । রক্ষণে তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটালদের গোল করা প্রতিপক্ষ স্ট্রাইকারদের দুশ্চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট । তবুও, বলা হচ্ছে এটিকে মোহনবাগান গোল করার জন্য রয় কৃষ্ণের ওপর নির্ভরশীল। যদিও এই মতের বিপরীত বিন্দুতে হাবাস।

আরও পড়ুন : তাঁরা নয়, চাপে ইস্টবেঙ্গল, বলছে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন ব্রিগেড

‘‘কোনও সন্দেহ নেই রয় কৃষ্ণ সেরা ফুটবলার। আমাদের দলের ক্ষেত্রে একজন ফুটবলারের ওপরে নির্ভরশীল হওয়া ঠিক নয়। রয় কৃষ্ণের ভালো পারফরম্যান্সের পিছনে বাকি দশজনের সাহায্য প্রয়োজন। আমি রয় কৃষ্ণের পারফরম্যান্সে খুশি এবং আমি চাই তাঁর পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকুক," মন্তব্য সবুজ মেরুন হেডস্যারের।

প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের বদলে যাওয়া ছবি নজর এড়ায়নি এটিকে মোহনবাগান থিঙ্কট্যাঙ্কের। শুক্রবারের ম্যাচের প্রেক্ষাপট আলাদা হলেও, তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য থেকে দল সরছে না বলে জানিয়েছেন হাবাস। তবে, ইস্টবেঙ্গল যে ভালো দল তা বারবার বলেছেন তিনি।

আরও পড়ুন : ডার্বি নিয়ে বাড়তি চিন্তা নেই হাবাসের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.