ETV Bharat / sports

রবিবার শুরু ISL, মুখোমুখি ATK ও কেরালা ব্লাস্টার্স - এটিকে

ISL এর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি দুবারের চ্যাম্পিয়ন ATK । গ্যালারিতে থাকবেন সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সৌরভ গাঙ্গুলি ।

ATK
author img

By

Published : Oct 19, 2019, 10:56 PM IST

কলকাতা, 19 অক্টোবর : হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে ষষ্ঠ IPL-এ নামছে অ্যাতলেতিকো দে কলকাতা ৷ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ISL এর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি দুবারের চ্যাম্পিয়ন ATK । ISL মানেই ফুটবল ও বিনোদনের যুগলবন্দী । তাই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে টাইগার শ্রফ ও দিশা পাটানির পারফরমেন্স ৷ এছাড়াও গ্যালারিতে থাকবেন সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সৌরভ গাঙ্গুলি । রাঁচিতে টেস্ট ম্যাচ দেখার পরিকল্পনা বাতিল করেই কেরালা যাচ্ছেন ATK-র অন্যতম মালিক ।

দুবার ISL চ্যাম্পিয়ন হলেও ISL-র শেষ দু'বারের পারফরমেন্স যথেষ্ট হতাশ জনক ৷ গত দু'বছর কোচ বদল ও ফুটবলার পরিবর্তন, চোট আঘাত ATK-র সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল । অবস্থা সামাল দিতে যার হাত ধরে প্রথম ট্রফি এসেছিল সেই আন্তেনিও লোপেজ হাবাসকেই কোচ হিসেবে ফিরিয়ে এনেছে ATK ৷ রয় কৃষ্ণ , ডেভিড উইলিয়ামস, জবি জাস্টিনদের নিয়ে গড়া লাল-সাদা শিবিরের আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী । এছাড়াও আনাস এডাথোডিকাদের , জন জনসন, প্রবীর দাসদের নিয়ে গড়া ATK রক্ষণ কেরালার স্ট্রাইকারদের পরীক্ষা নিতে তৈরি । তবে মাঝমাঠে লানসারোতের অনুপস্থিতি ATK কোচের কপালে ভাঁজ ফেলেছে৷

কেরালা ব্লাস্টার্স দুবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি ৷ দুবারই কেরালা হেরেছে ATK-র বিরুদ্ধে । অতীত ভুলে নতুন ভাবে নতুন মরশুম শুরু করতে চায় কেরালা ব্লাস্টার্স । কোচের চেয়ারে এলকো শাতোরির উপস্থিতি ইয়েলো ব্রিগেডের শক্তি । কারন ডাচ কোচ ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন ৷ গোলের জন্যে বার্থেলোমিউর দিকে তাকিয়ে কেরালা শিবির । তবে এলকোর শাতোরির চিন্তা বাড়িয়েছে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের চোট ।

কলকাতা, 19 অক্টোবর : হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে ষষ্ঠ IPL-এ নামছে অ্যাতলেতিকো দে কলকাতা ৷ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ISL এর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি দুবারের চ্যাম্পিয়ন ATK । ISL মানেই ফুটবল ও বিনোদনের যুগলবন্দী । তাই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে টাইগার শ্রফ ও দিশা পাটানির পারফরমেন্স ৷ এছাড়াও গ্যালারিতে থাকবেন সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সৌরভ গাঙ্গুলি । রাঁচিতে টেস্ট ম্যাচ দেখার পরিকল্পনা বাতিল করেই কেরালা যাচ্ছেন ATK-র অন্যতম মালিক ।

দুবার ISL চ্যাম্পিয়ন হলেও ISL-র শেষ দু'বারের পারফরমেন্স যথেষ্ট হতাশ জনক ৷ গত দু'বছর কোচ বদল ও ফুটবলার পরিবর্তন, চোট আঘাত ATK-র সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল । অবস্থা সামাল দিতে যার হাত ধরে প্রথম ট্রফি এসেছিল সেই আন্তেনিও লোপেজ হাবাসকেই কোচ হিসেবে ফিরিয়ে এনেছে ATK ৷ রয় কৃষ্ণ , ডেভিড উইলিয়ামস, জবি জাস্টিনদের নিয়ে গড়া লাল-সাদা শিবিরের আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী । এছাড়াও আনাস এডাথোডিকাদের , জন জনসন, প্রবীর দাসদের নিয়ে গড়া ATK রক্ষণ কেরালার স্ট্রাইকারদের পরীক্ষা নিতে তৈরি । তবে মাঝমাঠে লানসারোতের অনুপস্থিতি ATK কোচের কপালে ভাঁজ ফেলেছে৷

কেরালা ব্লাস্টার্স দুবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি ৷ দুবারই কেরালা হেরেছে ATK-র বিরুদ্ধে । অতীত ভুলে নতুন ভাবে নতুন মরশুম শুরু করতে চায় কেরালা ব্লাস্টার্স । কোচের চেয়ারে এলকো শাতোরির উপস্থিতি ইয়েলো ব্রিগেডের শক্তি । কারন ডাচ কোচ ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন ৷ গোলের জন্যে বার্থেলোমিউর দিকে তাকিয়ে কেরালা শিবির । তবে এলকোর শাতোরির চিন্তা বাড়িয়েছে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের চোট ।

Intro:হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে কেরলে যাত্রা শুরু করতে চলেছে এটিকে। আইএসএল এর উদ্বোধনী দিনে দুবারের চ্যাম্পিয়ন এটিকে মুখোমুখি হচ্ছে কেরল ব্লাস্টার্সের। 10দলের আইএসএল কে এখন দেশের একনম্বর লিগ। যা স্বীকৃতি পেয়েছে এএফসির। আইএসএল মানেই ফুটবল ও বিনোদনের যুগলবন্দী। তাই উদ্বোধনী অনুষ্ঠানে টাইগার শ্রুফ ও দিশা পাটানির পারফরম্যান্স থাকছে। এছাড়াও গ্যালারিতে থাকবেন সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।রাচিতে টেস্ট ম্যাচ দেখার পরিকল্পনা বাতিল করেই তিনি কেরলে। প্রাক্তন ক্রিকেট তারকা এটিকের কো-ওনারও বটে। জহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের টিকিট নিশেষিত। প্রথম আই এসএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল এটিকে ও কেরল ব্লাস্টার্স। তখন থেকেই এই দুই দলের মেঠো লড়াই অন্য মাত্রা যোগ করে আসছে।
দুবার আইএসএল চ্যাম্পিয়ন হলেও এটিকের শেষ দুবারের পারফরম্যান্স হতাশ হওয়ার পক্ষে যথেষ্ট। কোচ বদল ও ফুটবলার পরিবর্তন, চোট আঘাত এটিকের সাফল্যের পথে অন্তরায় হয়ে দাড়িয়েছিল। কিন্তু অবস্থা সামাল দিতে যার হাত ধরে ট্রফি এসেছিল সেই আন্তেনিও লোপেজ হাবাসকেই কোচ হিসেবে এটিকে কে ফিরিয়ে নিয়ে এসেছে।রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, জবি জাস্টিনদের নিয়ে গড়া লাল সাদা জার্সির আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী। এছাড়াও আনাস,জন জনসন,এডাথোডিকাদের নিয়ে গড়া এটিকে রক্ষণ কেরলের স্ট্রাইকারদের পরীক্ষা নিতে তৈরি। তবে মাঝমাঠে লানসারোতের অনুপস্থিতি এটিকের দূর্বলতা।
কেরল ব্লাস্টার্স দুবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে ব্যর্থ।দুবারই তারা এটিকের কাছে পরাজিত হয়েছিল। অতীতের কথা ভুলে নতুন ভাবে তৈরি হতে চায় কেরল ব্লাস্টার্স।কোচের চেয়ারে এলকো সাতোরির উপস্থিতি ইয়েলো ব্রিগেডের শক্তি।কারন ডাচ কোচ ভারতীয় ফুটবল সম্পর্কে অবহিত।গোলের জন্যে বার্থেলোমিউ এর দিকে তাকিয়ে কেরালা।তবে এবারের আই এসএলে এলকো সাতোরির বড় ধাক্কা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের চোট।তাই শক্তি দূর্বলতা ছাপিয়ে উজার করে দেওয়ার মধ্যেই রবিবাসরীয় ফুটবল যুদ্ধের সাফল্য লুকিয়ে।


Body:এটিকে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.