ETV Bharat / sports

ডার্বি নিয়ে খোঁজ খবর শুরু করেছেন জনি - kolkata derby

নতুন পরিবেশে নতুন ফুটবল সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ডার্বি নিয়ে খবর নিয়েছেন জনি । ডার্বির প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল সম্বন্ধেও খবর নিচ্ছেন ।

joni kauko egar to play kolkata derby
joni kauko egar to play kolkata derby
author img

By

Published : Jul 14, 2021, 10:43 AM IST

কলকাতা, 14 জুলাই : এটিকে মোহনবাগানের জার্সিতে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন জনি কাউকো । ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপের খেলা শেষ করে সবুজ মেরুনে যোগ দিয়েছেন কাউকো । তাঁর অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াচ্ছে, এই বিষয়ে নিশ্চিত কোচ আন্তেনিও লোপেজ হাবাস ।

দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই ভারতীয় ফুটবল ঘিরে যাবতীয় খোঁজ খবর নিতে শুরু করেছেন জনি কাউকো । শুধু তাই নয় এটিকে মোহনবাগানের বিরাট সংখ্যক সমর্থককুলের আবেগ দেখে আপ্লুত তিনি । তাই নতুন মরসুমে নিজের লক্ষের কথা প্রথম থেকেই খোলাখুলি জানিয়ে দিচ্ছেন জনি । তিরিশ বছর বয়সি কাউকো বলেছেন, "এই মরশুমে প্রধান লক্ষ্য আইএসএল খেতাব জয় । এই কারনেই আমি ট্রফি ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে সামিল হতে চাই । "

ছোটবেলা থেকেই নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চেয়েছিলেন জনি । বয়স বাড়ার সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচিত হতে চাইছেন ফুটবলকে আকড়ে । "আমি সব সময় নতুন সংষ্কৃতি,ভাষার সঙ্গে পরিচিত হতে চেয়েছিলাম । নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছে রয়েছে । ভারতের ফুটবল লিগে খেলার এটা অন্যতম কারণ । এটিকে মোহনবাগান আমার ব্যাপারে আগ্রহী হওয়ায় আমিও বিষয়টি নিয়ে চিন্তা শুরু করেছিলাম এবং শেষপর্যন্ত সম্মত হই ৷" বলেছেন সবুজ মেরুনের ফিনিশ মিডফিল্ডার ।

নতুন পরিবেশে নতুন ফুটবল সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ডার্বি নিয়ে খবর নিয়েছেন জনি । ডার্বির প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল সম্বন্ধেও খবর নিচ্ছেন ।" ডার্বি সম্বন্ধে এবং প্রতিপক্ষ সম্পর্কে শুনেছি । ফিনল্যান্ডেও এরকম ডার্বি হয় । একই শহর থেকে দুটো দল রয়েছে । তাই এইরকম প্রতিদ্বন্দ্বিতা সম্বন্ধে পরিচিত । তাই এই ম্যাচে ভাল খেলা যে কোনও ফুটবলারের কাছেই বিশেষ তাৎপর্য বহন করে । এই ম্যাচে পয়েন্ট টেবিলের অবস্থান নির্ভর করে না । ডার্বি সব সময়ই নতুন ম্যাচ । যা খুশি হতে পারে । আমি তাই ডার্বির জন্য মুখিয়ে রয়েছি ৷" উন্মাদনা কাউকোর গলায় ।

আরও পড়ুন : দল ছাড়লেন ব্রাইট , এবার কি তবে মাঠে নামবে না ইস্টবেঙ্গল ?

ইতিমধ্যেই ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডারকে ঘিরে সবুজ মেরুন সমর্থকদের উন্মাদনা তুঙ্গে । সোশ্যাল মিডিয়ায় তার প্রতিফলন চোখে পড়েছে কাউকোর । তবে এই নিয়ে মোটেও চাপে নেই তিনি ।

কলকাতা, 14 জুলাই : এটিকে মোহনবাগানের জার্সিতে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন জনি কাউকো । ফিনল্যান্ডের হয়ে ইউরো কাপের খেলা শেষ করে সবুজ মেরুনে যোগ দিয়েছেন কাউকো । তাঁর অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াচ্ছে, এই বিষয়ে নিশ্চিত কোচ আন্তেনিও লোপেজ হাবাস ।

দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই ভারতীয় ফুটবল ঘিরে যাবতীয় খোঁজ খবর নিতে শুরু করেছেন জনি কাউকো । শুধু তাই নয় এটিকে মোহনবাগানের বিরাট সংখ্যক সমর্থককুলের আবেগ দেখে আপ্লুত তিনি । তাই নতুন মরসুমে নিজের লক্ষের কথা প্রথম থেকেই খোলাখুলি জানিয়ে দিচ্ছেন জনি । তিরিশ বছর বয়সি কাউকো বলেছেন, "এই মরশুমে প্রধান লক্ষ্য আইএসএল খেতাব জয় । এই কারনেই আমি ট্রফি ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে সামিল হতে চাই । "

ছোটবেলা থেকেই নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চেয়েছিলেন জনি । বয়স বাড়ার সঙ্গে বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচিত হতে চাইছেন ফুটবলকে আকড়ে । "আমি সব সময় নতুন সংষ্কৃতি,ভাষার সঙ্গে পরিচিত হতে চেয়েছিলাম । নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছে রয়েছে । ভারতের ফুটবল লিগে খেলার এটা অন্যতম কারণ । এটিকে মোহনবাগান আমার ব্যাপারে আগ্রহী হওয়ায় আমিও বিষয়টি নিয়ে চিন্তা শুরু করেছিলাম এবং শেষপর্যন্ত সম্মত হই ৷" বলেছেন সবুজ মেরুনের ফিনিশ মিডফিল্ডার ।

নতুন পরিবেশে নতুন ফুটবল সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ডার্বি নিয়ে খবর নিয়েছেন জনি । ডার্বির প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল সম্বন্ধেও খবর নিচ্ছেন ।" ডার্বি সম্বন্ধে এবং প্রতিপক্ষ সম্পর্কে শুনেছি । ফিনল্যান্ডেও এরকম ডার্বি হয় । একই শহর থেকে দুটো দল রয়েছে । তাই এইরকম প্রতিদ্বন্দ্বিতা সম্বন্ধে পরিচিত । তাই এই ম্যাচে ভাল খেলা যে কোনও ফুটবলারের কাছেই বিশেষ তাৎপর্য বহন করে । এই ম্যাচে পয়েন্ট টেবিলের অবস্থান নির্ভর করে না । ডার্বি সব সময়ই নতুন ম্যাচ । যা খুশি হতে পারে । আমি তাই ডার্বির জন্য মুখিয়ে রয়েছি ৷" উন্মাদনা কাউকোর গলায় ।

আরও পড়ুন : দল ছাড়লেন ব্রাইট , এবার কি তবে মাঠে নামবে না ইস্টবেঙ্গল ?

ইতিমধ্যেই ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডারকে ঘিরে সবুজ মেরুন সমর্থকদের উন্মাদনা তুঙ্গে । সোশ্যাল মিডিয়ায় তার প্রতিফলন চোখে পড়েছে কাউকোর । তবে এই নিয়ে মোটেও চাপে নেই তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.