ETV Bharat / sports

চোট গুরুতর, সম্ভবত ISLএ নেই সোসাইরাজ - SC ইস্টবেঙ্গল

চলতি ISL-র প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে চোট পেয়ে বাইরে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সোসাইরাজ । তাঁর চোটের গভীরতা বেশি তখনই বোঝা গিয়েছিল । এমনকি 27 নভেম্বরের ডার্বিতে তিনি অনিশ্চিত তা অনুমান করাই যাচ্ছিল ৷ কিন্তু তার চলতি ISLএ খেলাটাই যে বড় সমস্যা হয়ে দাঁড়াবে তা অনুমান করা যায়নি ।

atk-mohunbagan-player-sosairaj-out-of-isl-deu-to-his-injury
চোট গুরুতর, সম্ভবত ISLএ নেই সোসাইরাজ
author img

By

Published : Nov 24, 2020, 5:14 PM IST

কলকাতা, 24 নভেম্বর : ডার্বির আগে চোটের বড় ধাক্কা ATK মোহনবাগান শিবিরে। চোটের কারণে ISL থেকে সম্ভবত ছিটকে গেলেন সোসাইরাজ ৷ তাঁর ACL গ্রেড থ্রি ইনজুরি হয়েছে বলে ATK মোহনবাগানের তরফে জানানো হয়েছে ৷ যা ঠিক হতে প্রায় ছ’মাস সময় লাগবে । আগামী সপ্তাহে সোসাইরাজের চোট পাওয়া জায়গায় অস্ত্রোপচার হবে বলে শোনা যাচ্ছে । ডার্বির আগে এই চোটের ধাক্কা সবুজ মেরুন শিবিরের জন্য খারাপ খবর ।

চলতি ISL-র প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে চোট পেয়ে বাইরে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সোসাইরাজ । তাঁর চোটের গভীরতা বেশি তখনই বোঝা গিয়েছিল । এমনকি 27 নভেম্বরের ডার্বিতে তিনি অনিশ্চিত তা অনুমান করাই যাচ্ছিল ৷ কিন্তু তার চলতি ISLএ খেলাটাই যে বড় সমস্যা হয়ে দাঁড়াবে তা অনুমান করা যায়নি । চোট পাওয়া জায়গা ফুলে থাকায় MRI করা সম্ভব হচ্ছিল না । প্রসঙ্গত জবি জাস্টিন ISLএ বল গড়ানোর আগেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন । তারও অস্ত্রোপচার হয়েছে । ATK মোহনবাগানের কোচ আন্তেনিয় লোপেজ় হাবাস ইতিমধ্যে বলেছেন প্রতিযোগিতার এই পর্যায়ে কোনও ফুটবলারের মাঠের বাইরে থাকা পছন্দের নয় । সোসাইরাজও অস্বস্তিতে রয়েছেন । তবে সেদিনের ওই ট্যাকেলের পরে রেফারির ফাউল দেওয়া উচিত ছিল বলে মনে করেন হাবাস । সোসাইরাজ বেরিয়ে যাওয়ার পরে শুভাশিস বসু পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন । তাঁর ভালো খেলা অবশ্য় হাবাসের চিন্তা অনেকটাই কমিয়েছে ।

27 নভেম্বরের ডার্বিতে শুভাশিস SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অন্যতম তাস হতে চলেছেন হাবাসের । এখনও পর্যন্ত একটি মাত্র ডার্বিতে মাঠে নামা বাঙালি ফুটবলারটি বলেছেন, তিনি দলের প্রয়োজনে যেকোনও দায়িত্ব পালনে রাজি । প্রথম ম্যাচে জয় পাওয়ায় ATK মোহনবাগানে এখন খুশি এবং আত্মবিশ্বাসের হাওয়া । গতবারের চ্যাম্পিয়নরা ইতিমধ্যে জানিয়েছে, তারা ডার্বিতে চ্যাম্পিয়নের মতই ফিরবেন । তাই সোসাইরাজের চোট খারাপ খবর হলেও, সবুজ মেরুন ব্রিগেড ISL-র প্রথম ডার্বি জয় দিয়ে লিখতে চায় ।

কলকাতা, 24 নভেম্বর : ডার্বির আগে চোটের বড় ধাক্কা ATK মোহনবাগান শিবিরে। চোটের কারণে ISL থেকে সম্ভবত ছিটকে গেলেন সোসাইরাজ ৷ তাঁর ACL গ্রেড থ্রি ইনজুরি হয়েছে বলে ATK মোহনবাগানের তরফে জানানো হয়েছে ৷ যা ঠিক হতে প্রায় ছ’মাস সময় লাগবে । আগামী সপ্তাহে সোসাইরাজের চোট পাওয়া জায়গায় অস্ত্রোপচার হবে বলে শোনা যাচ্ছে । ডার্বির আগে এই চোটের ধাক্কা সবুজ মেরুন শিবিরের জন্য খারাপ খবর ।

চলতি ISL-র প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে চোট পেয়ে বাইরে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সোসাইরাজ । তাঁর চোটের গভীরতা বেশি তখনই বোঝা গিয়েছিল । এমনকি 27 নভেম্বরের ডার্বিতে তিনি অনিশ্চিত তা অনুমান করাই যাচ্ছিল ৷ কিন্তু তার চলতি ISLএ খেলাটাই যে বড় সমস্যা হয়ে দাঁড়াবে তা অনুমান করা যায়নি । চোট পাওয়া জায়গা ফুলে থাকায় MRI করা সম্ভব হচ্ছিল না । প্রসঙ্গত জবি জাস্টিন ISLএ বল গড়ানোর আগেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন । তারও অস্ত্রোপচার হয়েছে । ATK মোহনবাগানের কোচ আন্তেনিয় লোপেজ় হাবাস ইতিমধ্যে বলেছেন প্রতিযোগিতার এই পর্যায়ে কোনও ফুটবলারের মাঠের বাইরে থাকা পছন্দের নয় । সোসাইরাজও অস্বস্তিতে রয়েছেন । তবে সেদিনের ওই ট্যাকেলের পরে রেফারির ফাউল দেওয়া উচিত ছিল বলে মনে করেন হাবাস । সোসাইরাজ বেরিয়ে যাওয়ার পরে শুভাশিস বসু পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন । তাঁর ভালো খেলা অবশ্য় হাবাসের চিন্তা অনেকটাই কমিয়েছে ।

27 নভেম্বরের ডার্বিতে শুভাশিস SC ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অন্যতম তাস হতে চলেছেন হাবাসের । এখনও পর্যন্ত একটি মাত্র ডার্বিতে মাঠে নামা বাঙালি ফুটবলারটি বলেছেন, তিনি দলের প্রয়োজনে যেকোনও দায়িত্ব পালনে রাজি । প্রথম ম্যাচে জয় পাওয়ায় ATK মোহনবাগানে এখন খুশি এবং আত্মবিশ্বাসের হাওয়া । গতবারের চ্যাম্পিয়নরা ইতিমধ্যে জানিয়েছে, তারা ডার্বিতে চ্যাম্পিয়নের মতই ফিরবেন । তাই সোসাইরাজের চোট খারাপ খবর হলেও, সবুজ মেরুন ব্রিগেড ISL-র প্রথম ডার্বি জয় দিয়ে লিখতে চায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.