ETV Bharat / sports

প্রকাশ পেল এটিকে মোহনবাগানের নতুন থিম সং

গানটির সুর করেছেন শান্তনু মৈত্র ৷ গেয়েছেন ঊষা উত্থুপ ৷ গানটির শুরু হয়েছে উলু ও শঙ্খধ্বনি ৷

এটিকে মোহনবাগান
এটিকে মোহনবাগান
author img

By

Published : Nov 22, 2020, 12:57 PM IST

কলকাতা, 22 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগে ধামাকাদার শুরু করেছে এটিকে মোহনবাগান ৷ প্রথম ম্যাচেই অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল হারিয়েছে কেরালা ব্লাস্টার্সকে ৷ রয় কৃষ্ণাদের খেলায় খুশি সমর্থকরা ৷ এরই মধ্যে প্রকাশ হল এটিকে মোহনবাগানের নতুন থিম সং ৷

বর্তমান পরিস্থিতিতে মাঠে খেলা দেখার উপায় নেই ৷ তাই দর্শকদের ভরসা সোশাল মিডিয়া বা টেলিভিশনের পর্দা ৷ সোশাল মিডিয়ার জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে ৷ তাই এটিকে মোহনবাগান কর্তারা নতুন থিম সং প্রকাশ করার জন্য বেছে নিল সেই সোশাল মিডিয়াকেই ৷

গানটির সুর করেছেন শান্তনু মৈত্র ৷ গেয়েছেন ঊষা উত্থুপ ৷ উলু ও শঙ্খধ্বনি দিয়ে শুরু হয়েছে গানের ৷ এতদিন মোহনবাগানের নির্দিষ্ট কোনও থিম সং ছিল না ৷ তবে ‘‘এগারো’’ সিনেমার গান ‘‘আমাদের সূর্য মেরুন’’ বাগান সমর্থকদের মনে দারুণভাবে জায়গা করে নিয়েছিল ৷ মোহনবাগানের খেলার সময় মাঠে শোনা যেত এই গান ৷

তবে অনেকে নতুন থিম সংটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা তাঁদের অপছন্দের কথা জানিয়েছেন ৷

কলকাতা, 22 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগে ধামাকাদার শুরু করেছে এটিকে মোহনবাগান ৷ প্রথম ম্যাচেই অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল হারিয়েছে কেরালা ব্লাস্টার্সকে ৷ রয় কৃষ্ণাদের খেলায় খুশি সমর্থকরা ৷ এরই মধ্যে প্রকাশ হল এটিকে মোহনবাগানের নতুন থিম সং ৷

বর্তমান পরিস্থিতিতে মাঠে খেলা দেখার উপায় নেই ৷ তাই দর্শকদের ভরসা সোশাল মিডিয়া বা টেলিভিশনের পর্দা ৷ সোশাল মিডিয়ার জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে ৷ তাই এটিকে মোহনবাগান কর্তারা নতুন থিম সং প্রকাশ করার জন্য বেছে নিল সেই সোশাল মিডিয়াকেই ৷

গানটির সুর করেছেন শান্তনু মৈত্র ৷ গেয়েছেন ঊষা উত্থুপ ৷ উলু ও শঙ্খধ্বনি দিয়ে শুরু হয়েছে গানের ৷ এতদিন মোহনবাগানের নির্দিষ্ট কোনও থিম সং ছিল না ৷ তবে ‘‘এগারো’’ সিনেমার গান ‘‘আমাদের সূর্য মেরুন’’ বাগান সমর্থকদের মনে দারুণভাবে জায়গা করে নিয়েছিল ৷ মোহনবাগানের খেলার সময় মাঠে শোনা যেত এই গান ৷

তবে অনেকে নতুন থিম সংটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা তাঁদের অপছন্দের কথা জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.