ETV Bharat / sports

দলের সমস্যা মেরামতে সময় দরকার, বলছেন হাবাস - এটিকে মোহনবাগানের পারফরম্যান্সে খুশি নন হাবাস

জামশেদপুর এফসির কাছে পরাজিত হওয়ার পরে যে কোনও মূল্যে হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে চেয়েছিলেন । সেই লক্ষ্য পূরণ না হওয়াতে ক্ষোভ রয়েছে ।

habas
habas
author img

By

Published : Dec 12, 2020, 4:05 PM IST

পানাজি, 12 ডিসেম্বর : গোল করার তৃপ্তি মাত্র দশ মিনিটেই শেষ । তাঁর গোল এবং ভুল- দল প্রথমে গোল করেও জয় পেতে ব্যর্থ । তাই মন ভালো নেই মনবীর সিংয়ের । ডার্বিতে গোলের পরে ফের হায়দরাবাদ এফসির বিরুদ্ধে গোল করেছিলেন । প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়ে মাঝমাঠ থেকে লম্বা দৌড় এবং গোল । যার হদিশ সুব্রত পালের মতো গোলরক্ষকের কাছে ছিল না । দুরন্ত গোল করেও নায়ক হওয়া হয়নি তরুণ স্ট্রাইকারের । ম্যাচের শেষে হতাশা গোপন করতে পারলেন না তিনি । স্ট্রাইকার হিসেবে গোল করে আনন্দিত । তবে তাঁর ভুলে প্রতিপক্ষ পেনাল্টি পাওয়ায় খারাপ লাগছে । সদস্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে আগামী ম্যাচে সুযোগ পেলে আরও গোল করার আশ্বাস মনবীরের ।

আন্তেনিও লোপেজ হাবাস অবশ্য দলের পারফরম্যান্সে খুশি । কিন্তু, জামশেদপুর এফসির কাছে পরাজিত হওয়ার পরে যে কোনও মূল্যে হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে চেয়েছিলেন । সেই লক্ষ্য পূরণ না হওয়ায় ক্ষোভ রয়েছে । বলছেন, "ম্যাচটা আমরা ছুড়ে দিয়ে এলাম ।" প্রায় একই সঙ্গে বলেছেন, "আমাদের আক্রমণ যথেষ্ট ভালো হয়েছে । তবে, সুযোগ তৈরি করলেও একের বেশি গোল করতে পারিনি । বরং ভুলের খেসারত দিয়ে গোল হজম করে ফেলেছি ।"

চোট আঘাত সমস্যা বেড়ে চলেছে সবুজ মেরুন শিবিরে । শুক্রবারের ম্যাচে তিনি খেলতে পারেননি । তাঁর চোট নিয়ে স্পষ্ট উত্তর হাবাসের মুখেও পাওয়া যায়নি । তবে, জাভি হার্নান্দেজ যে দশ দিন মাঠের বাইরে, তা স্পষ্ট ।

রক্ষণ এবং আক্রমণভাগের মধ্যে ভারসাম্য এখনও গড়ে ওঠেনি । এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে বিষয়টি ঠিক করে নেওয়ার পক্ষে জোর দিচ্ছেন । প্রস্তুতির খামতি মেটানো দরকার, বলছেন সবুজ মেরুন হেডস্যার ।

হায়দরাবাদের আক্রমণভাগ সন্দেশ ঝিঙ্গানদের সমস্যায় ফেলতে পারেনি বলে মনে করা হচ্ছে । কারণ, অরিন্দম ভট্টাচার্যকে সে ভাবে কোনও পরীক্ষায় পড়তে হয়নি । দুই ম্যাচে পাঁচ পয়েন্ট খোয়াতে হয়েছে এটিকে মোহনবাগান কে । জয়ের হ্যাটট্রিকের আনন্দ ক্রমেই ফিকে হচ্ছে । বিষয়টি বুঝতে পেরে হাবাস বলছেন,"আমাদের অনেক সমস্যা রয়েছে । সেগুলো মেরামত করতে সময় দরকার ।"

পানাজি, 12 ডিসেম্বর : গোল করার তৃপ্তি মাত্র দশ মিনিটেই শেষ । তাঁর গোল এবং ভুল- দল প্রথমে গোল করেও জয় পেতে ব্যর্থ । তাই মন ভালো নেই মনবীর সিংয়ের । ডার্বিতে গোলের পরে ফের হায়দরাবাদ এফসির বিরুদ্ধে গোল করেছিলেন । প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়ে মাঝমাঠ থেকে লম্বা দৌড় এবং গোল । যার হদিশ সুব্রত পালের মতো গোলরক্ষকের কাছে ছিল না । দুরন্ত গোল করেও নায়ক হওয়া হয়নি তরুণ স্ট্রাইকারের । ম্যাচের শেষে হতাশা গোপন করতে পারলেন না তিনি । স্ট্রাইকার হিসেবে গোল করে আনন্দিত । তবে তাঁর ভুলে প্রতিপক্ষ পেনাল্টি পাওয়ায় খারাপ লাগছে । সদস্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে আগামী ম্যাচে সুযোগ পেলে আরও গোল করার আশ্বাস মনবীরের ।

আন্তেনিও লোপেজ হাবাস অবশ্য দলের পারফরম্যান্সে খুশি । কিন্তু, জামশেদপুর এফসির কাছে পরাজিত হওয়ার পরে যে কোনও মূল্যে হায়দরাবাদের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে চেয়েছিলেন । সেই লক্ষ্য পূরণ না হওয়ায় ক্ষোভ রয়েছে । বলছেন, "ম্যাচটা আমরা ছুড়ে দিয়ে এলাম ।" প্রায় একই সঙ্গে বলেছেন, "আমাদের আক্রমণ যথেষ্ট ভালো হয়েছে । তবে, সুযোগ তৈরি করলেও একের বেশি গোল করতে পারিনি । বরং ভুলের খেসারত দিয়ে গোল হজম করে ফেলেছি ।"

চোট আঘাত সমস্যা বেড়ে চলেছে সবুজ মেরুন শিবিরে । শুক্রবারের ম্যাচে তিনি খেলতে পারেননি । তাঁর চোট নিয়ে স্পষ্ট উত্তর হাবাসের মুখেও পাওয়া যায়নি । তবে, জাভি হার্নান্দেজ যে দশ দিন মাঠের বাইরে, তা স্পষ্ট ।

রক্ষণ এবং আক্রমণভাগের মধ্যে ভারসাম্য এখনও গড়ে ওঠেনি । এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে বিষয়টি ঠিক করে নেওয়ার পক্ষে জোর দিচ্ছেন । প্রস্তুতির খামতি মেটানো দরকার, বলছেন সবুজ মেরুন হেডস্যার ।

হায়দরাবাদের আক্রমণভাগ সন্দেশ ঝিঙ্গানদের সমস্যায় ফেলতে পারেনি বলে মনে করা হচ্ছে । কারণ, অরিন্দম ভট্টাচার্যকে সে ভাবে কোনও পরীক্ষায় পড়তে হয়নি । দুই ম্যাচে পাঁচ পয়েন্ট খোয়াতে হয়েছে এটিকে মোহনবাগান কে । জয়ের হ্যাটট্রিকের আনন্দ ক্রমেই ফিকে হচ্ছে । বিষয়টি বুঝতে পেরে হাবাস বলছেন,"আমাদের অনেক সমস্যা রয়েছে । সেগুলো মেরামত করতে সময় দরকার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.