ETV Bharat / sports

আরও এক মরসুম এটিকে মোহনবাগানের দায়িত্বে হাবাস - এটিকে মোহনবাগান

2014 এবং 2019 সালে এটিকে-র ডাগ আউটে বসে আইএসএল খেতাব জিতেছেন হাবাস ৷ এই মুহূর্তে মাদ্রিদে রয়েছেন তিনি ।

habas
habas
author img

By

Published : Apr 1, 2021, 6:25 AM IST

কলকাতা, 1 এপ্রিল : আন্তেনিও লোপেজ হাবাসের কাঁধে ফের দায়িত্ব দিল এটিকে মোহনবাগান । এই নিয়ে দ্বিতীয় ইনিংসে টানা তিনবছর কোচের দায়িত্ব পালন করবেন স্প্যানিশ কোচ । সদ্য শেষ হওয়া মরসুমে এটিকে মোহনবাগান তাঁর কোচিংয়ে রানার্স হয়েছে । ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হারলেও পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল সবুজ মেরুন জার্সির দাপট । তাই নতুন মরসুমে ফের হাবাসকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত ছিল সময়ের অপেক্ষা ।

2014 এবং 2019 সালে এটিকে-র ডাগ আউটে বসে আইএসএল খেতাব জিতেছেন হাবাস ৷ এই মুহূর্তে মাদ্রিদে রয়েছেন তিনি । সেখান থেকে বললেন, "টিম ম্যানেজমেন্ট আমার এবং পুরো সাপোর্ট স্টাফদের ওপর ভরসা রাখায় আমি খুশি । এই আস্থা এএফসি কাপের আগে আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে । আমাদের লড়াই করার সাহস জোগাবে । এখন একটাই লক্ষ্য, ক্লাবের জন্য আর্ন্তজাতিক পর্যায়ে সাফল্য নিয়ে আসা ।"

আরও পড়ুন : হোলির আনন্দে হারের বিষাদ, হাফ ডজন গোলে পরাজয় ভারতের

তিনি আরও বলেছেন, নতুন মরসুমে সমর্থকদের আশা পূরণ পাখির চোখ । এপ্রিল মাসে এএফসি কাপের জন্য প্রস্তুতি শুরু করার কথা বলেছেন হাবাস । সম্ভবত কলকাতায় তিনি শিবির করবেন । তবে তাঁর শিবিরের জন্য প্রয়োজনীয় মাঠ পাওয়া নিয়ে সমস্যা রয়েছে । শুধু কোচ নয়, এর সঙ্গে নয় ফুটবলারদের সঙ্গে চুক্তি করার পথে এটিকে মোহনবাগানের কর্তারা । ফের শক্তিশালী দল গঠন পাখির চোখ তাঁদের ।

কলকাতা, 1 এপ্রিল : আন্তেনিও লোপেজ হাবাসের কাঁধে ফের দায়িত্ব দিল এটিকে মোহনবাগান । এই নিয়ে দ্বিতীয় ইনিংসে টানা তিনবছর কোচের দায়িত্ব পালন করবেন স্প্যানিশ কোচ । সদ্য শেষ হওয়া মরসুমে এটিকে মোহনবাগান তাঁর কোচিংয়ে রানার্স হয়েছে । ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হারলেও পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল সবুজ মেরুন জার্সির দাপট । তাই নতুন মরসুমে ফের হাবাসকে দায়িত্বে রাখার সিদ্ধান্ত ছিল সময়ের অপেক্ষা ।

2014 এবং 2019 সালে এটিকে-র ডাগ আউটে বসে আইএসএল খেতাব জিতেছেন হাবাস ৷ এই মুহূর্তে মাদ্রিদে রয়েছেন তিনি । সেখান থেকে বললেন, "টিম ম্যানেজমেন্ট আমার এবং পুরো সাপোর্ট স্টাফদের ওপর ভরসা রাখায় আমি খুশি । এই আস্থা এএফসি কাপের আগে আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে । আমাদের লড়াই করার সাহস জোগাবে । এখন একটাই লক্ষ্য, ক্লাবের জন্য আর্ন্তজাতিক পর্যায়ে সাফল্য নিয়ে আসা ।"

আরও পড়ুন : হোলির আনন্দে হারের বিষাদ, হাফ ডজন গোলে পরাজয় ভারতের

তিনি আরও বলেছেন, নতুন মরসুমে সমর্থকদের আশা পূরণ পাখির চোখ । এপ্রিল মাসে এএফসি কাপের জন্য প্রস্তুতি শুরু করার কথা বলেছেন হাবাস । সম্ভবত কলকাতায় তিনি শিবির করবেন । তবে তাঁর শিবিরের জন্য প্রয়োজনীয় মাঠ পাওয়া নিয়ে সমস্যা রয়েছে । শুধু কোচ নয়, এর সঙ্গে নয় ফুটবলারদের সঙ্গে চুক্তি করার পথে এটিকে মোহনবাগানের কর্তারা । ফের শক্তিশালী দল গঠন পাখির চোখ তাঁদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.