ETV Bharat / sports

ISL খেলতে কাল গোয়ায় এটিকে-মোহনবাগান

সহকারী কোচ সঞ্জয় সেন শনিবার দলের সঙ্গে যাচ্ছেন না। তিনি ব্যক্তিগত কিছু কাজ মিটিয়ে কয়েকদিন পরে দলের সঙ্গে যোগ দেবেন। নিউ নর্মাল পরিবেশে এবারের ISL। অন্যান্য বছর দেশজুড়ে টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার কোরোনা ভাইরাস অতিমারিতে একটি রাজ্যে ISL হবে।

এটিকে-মোহনবাগান
এটিকে-মোহনবাগান
author img

By

Published : Sep 25, 2020, 11:46 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : ISL-র প্রস্তুতির সলতে পাকানোর কাজ শুরু এটিকে-মোহনবাগান শিবিরে । শনিবার ISL-র প্রথম দল হিসেবে গোয়া যাচ্ছে সবুজ মেরুন শিবির। প্রণয় হালদার, প্রবীর দাস সহ পুরো ভারতীয় ব্রিগেড গোয়ায় যাচ্ছে ।

যদিও সহকারী কোচ সঞ্জয় সেন শনিবার দলের সঙ্গে যাচ্ছেন না। তিনি ব্যক্তিগত কিছু কাজ মিটিয়ে কয়েকদিন পরে দলের সঙ্গে যোগ দেবেন। নিউ নর্মাল পরিবেশে এবারের ISL। অন্যান্য বছর দেশজুড়ে টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার কোরোনা ভাইরাস প্যানডেমিকে একটি রাজ্যে ISL হবে। প্রতিটি দলকে বিধিনিষেধের ঘেরাটোপে থাকতে হবে। টুর্নামেন্ট চলাকালীন জৈব বলয়ে থাকতে দলের সবাইকে। তাই প্রতিটি দলকে অনেক আগে পৌঁছে যেতে হবে।

ভারতীয় ব্রিগেডকে নিয়ে এটিকে-মোহনবাগান গোয়ায় পৌঁছলেও দলের বিদেশিরা কবে আসছেন তা নিয়ে কোনও খবর নেই । কোচ আন্তেনিও লোপেজ হাবাস, রয় কৃষ্ণ,ডেভিড উইলিয়ামস, তিরি, লুই গার্সিয়াদের ভারতে পা দেওয়ার বিষয়টি ভারত সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কারণ এখনও বিদেশিদের এই দেশে পা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানায়নি সরকার। এই ব্যাপারে ছবি পরিষ্কার হলে বিদেশি ফুটবলাররা সরসরি গোয়ায় যোগ দেবেন ।

নভেম্বরে তৃতীয় সপ্তাহের শুরুতে ISL। এগারো দলের টুর্নামেন্ট। প্রতিটি দল তাদের মত করে দল গোছাচ্ছে । গতবছরের চ্যাম্পিয়ন এটিকে-মোহনবাগান পিছিয়ে নেই । পুরোনো দলের সবাইকে ধরে রাখার পাশাপাশি বেশ কয়েকজন ফুটবলারকে দলে নিয়েছে সবুজ মেরুন। জাতীয় দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের যোগদানের বিষয়টি এখন সময়ের অপেক্ষা। চুক্তির শেষপর্ব মিটলে তিনিও গোয়ায় সরাসরি যোগ দেবেন ।

আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বেঁধে ISL চ্যাম্পিয়ন এটিকে এবার নতুনভাবে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ নিতে নামবে। প্রত্যাশার চাপ এবার বাড়বে জানেন আন্তেনিও লোপেজ হাবাস। প্রত্যাশা পূরণে তাই সলতে পাকানোর কাজ শুরু এটিকে মোহনবাগানে।

কলকাতা, 25 সেপ্টেম্বর : ISL-র প্রস্তুতির সলতে পাকানোর কাজ শুরু এটিকে-মোহনবাগান শিবিরে । শনিবার ISL-র প্রথম দল হিসেবে গোয়া যাচ্ছে সবুজ মেরুন শিবির। প্রণয় হালদার, প্রবীর দাস সহ পুরো ভারতীয় ব্রিগেড গোয়ায় যাচ্ছে ।

যদিও সহকারী কোচ সঞ্জয় সেন শনিবার দলের সঙ্গে যাচ্ছেন না। তিনি ব্যক্তিগত কিছু কাজ মিটিয়ে কয়েকদিন পরে দলের সঙ্গে যোগ দেবেন। নিউ নর্মাল পরিবেশে এবারের ISL। অন্যান্য বছর দেশজুড়ে টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার কোরোনা ভাইরাস প্যানডেমিকে একটি রাজ্যে ISL হবে। প্রতিটি দলকে বিধিনিষেধের ঘেরাটোপে থাকতে হবে। টুর্নামেন্ট চলাকালীন জৈব বলয়ে থাকতে দলের সবাইকে। তাই প্রতিটি দলকে অনেক আগে পৌঁছে যেতে হবে।

ভারতীয় ব্রিগেডকে নিয়ে এটিকে-মোহনবাগান গোয়ায় পৌঁছলেও দলের বিদেশিরা কবে আসছেন তা নিয়ে কোনও খবর নেই । কোচ আন্তেনিও লোপেজ হাবাস, রয় কৃষ্ণ,ডেভিড উইলিয়ামস, তিরি, লুই গার্সিয়াদের ভারতে পা দেওয়ার বিষয়টি ভারত সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কারণ এখনও বিদেশিদের এই দেশে পা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানায়নি সরকার। এই ব্যাপারে ছবি পরিষ্কার হলে বিদেশি ফুটবলাররা সরসরি গোয়ায় যোগ দেবেন ।

নভেম্বরে তৃতীয় সপ্তাহের শুরুতে ISL। এগারো দলের টুর্নামেন্ট। প্রতিটি দল তাদের মত করে দল গোছাচ্ছে । গতবছরের চ্যাম্পিয়ন এটিকে-মোহনবাগান পিছিয়ে নেই । পুরোনো দলের সবাইকে ধরে রাখার পাশাপাশি বেশ কয়েকজন ফুটবলারকে দলে নিয়েছে সবুজ মেরুন। জাতীয় দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের যোগদানের বিষয়টি এখন সময়ের অপেক্ষা। চুক্তির শেষপর্ব মিটলে তিনিও গোয়ায় সরাসরি যোগ দেবেন ।

আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বেঁধে ISL চ্যাম্পিয়ন এটিকে এবার নতুনভাবে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ নিতে নামবে। প্রত্যাশার চাপ এবার বাড়বে জানেন আন্তেনিও লোপেজ হাবাস। প্রত্যাশা পূরণে তাই সলতে পাকানোর কাজ শুরু এটিকে মোহনবাগানে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.