ETV Bharat / sports

AFC Cup 2021 : ভাল খেলার প্রত্যাশা নিয়ে আজ মালদ্বীপ যাচ্ছে এটিকে মোহনবাগান

author img

By

Published : Aug 14, 2021, 7:54 AM IST

এবারের দলে জনি কাউকো, হুগো বুমোসের মত তারকা বিদেশি ফুটবলার ছাড়াও অমরিন্দার সিং, লিস্টন কোলাসোর মত প্রতিভাবান ভারতীয় ফুটবলার রয়েছে ।

ATKMB
ATKMB

কলকাতা, 14 অগস্ট : আজ এএফসি কাপে অংশগ্রহণ করতে মালদ্বীপ রওনা হচ্ছে এটিকে মোহনবাগান । সপ্তাহ দুয়েকের অনুশীলনে নিজেদের তৈরি করে নিয়েছে দল ৷ প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি অথবা মালদ্বীপ ঈগলস ক্লাব । এএফসি কাপের গ্রুপ ডি-র ম্যাচগুলি হবে 18, 21 এবং 24 অগস্ট । 21 অগস্ট সবুজ মেরুন খেলবে মালদ্বীপের মাজিয়া এসআরসির বিরুদ্ধে । 24 অগস্ট বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবেন হুগো বুমোস, জনি কাউকোরা ।

রয় কৃষ্ণ বলছেন, "প্রথমবার এএফসি কাপে খেলব । এশিয়ার ফুটবল মানচিত্রে নিজেদের প্রমাণ করার সুযোগ আমাদের সামনে । প্রতিপক্ষ দলগুলো সকলেই তৈরি হয়ে আসবে জানি । আমরাও ভাল ফলের ব্যাপারে আশাবাদী এবং আত্মবিশ্বাসী ।" ডেভিড উইলিয়ামসের ফিটনেস নিয়ে সন্দেহ থাকলেও মাঠে তাঁকে দেখে খুশি কোচ আন্তেনিও লোপেজ হাবাস‌ । অস্ট্রেলীয় তারকা বৃহস্পতিবার কলকাতায় পা দিয়েই শুক্রবার দলের অনুশীলনে যোগ দিয়েছেন । ডেভিড উইলিয়ামস বলছেন, এএফসি কাপে ভাল ফল করার সুযোগ তাঁদের সামনে রয়েছে ।

বর্তমান পরিস্থিতিতে ফুটবলটা মানসিক অবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছে । কোভিড বিধিনিষেধ এবং জৈব বলয়ের ঝক্কি সামলে নব্বই মিনিটে ভাল পারফরম্যান্স কঠিন চ্যালেঞ্জ । তা সত্ত্বেও ভাল কিছু করার ক্ষমতা দলের রয়েছে বলে মনে করেন ডেভিড উইলিয়ামস । টানা তিন বছর হাবাসের অধীনে খেলাই নয়, রয় কৃষ্ণের সঙ্গে জুটি বাঁধছেন । কঠিন ম্যাচে গোল করার সুঅভ্যাস রয়েছে তাঁর । এবারের দলে জনি কাউকো, হুগো বুমোসের মত তারকা বিদেশি ফুটবলার ছাড়াও অমরিন্দার সিং, লিস্টন কোলাসোর মত প্রতিভাবান ভারতীয় ফুটবলার রয়েছে । তাঁদের যোগদানে দল যে শক্তিশালী সেব্যাপারে নিশ্চিত অজি ফুটবলারটি ।

আরও পড়ুন : East Bengal : কালই লাল-হলুদের চুক্তি জটে ইতি ?

ভারতের ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে আর্ন্তজাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত হুগো বুমোস । সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামার জন্য মুখিয়ে তিনি । তবে প্রথম ম্যাচে যেকোনও টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ । তাই প্রথম ম্যাচে যেকোনও মূল্যে জয় পাখির চোখ প্রথমবার এটিকে মোহনবাগানের হয়ে খেলতে আসা ফুটবলারটির । গোলরক্ষক অমরিন্দার সিং তার প্রাক্তন ক্লাবের হয়ে এএফসি কাপে দু'বার খেলেছেন । একবার রানার্স হওয়ার অভিজ্ঞতা রয়েছে । এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন তাঁর চোখে ।

কলকাতা, 14 অগস্ট : আজ এএফসি কাপে অংশগ্রহণ করতে মালদ্বীপ রওনা হচ্ছে এটিকে মোহনবাগান । সপ্তাহ দুয়েকের অনুশীলনে নিজেদের তৈরি করে নিয়েছে দল ৷ প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি অথবা মালদ্বীপ ঈগলস ক্লাব । এএফসি কাপের গ্রুপ ডি-র ম্যাচগুলি হবে 18, 21 এবং 24 অগস্ট । 21 অগস্ট সবুজ মেরুন খেলবে মালদ্বীপের মাজিয়া এসআরসির বিরুদ্ধে । 24 অগস্ট বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলবেন হুগো বুমোস, জনি কাউকোরা ।

রয় কৃষ্ণ বলছেন, "প্রথমবার এএফসি কাপে খেলব । এশিয়ার ফুটবল মানচিত্রে নিজেদের প্রমাণ করার সুযোগ আমাদের সামনে । প্রতিপক্ষ দলগুলো সকলেই তৈরি হয়ে আসবে জানি । আমরাও ভাল ফলের ব্যাপারে আশাবাদী এবং আত্মবিশ্বাসী ।" ডেভিড উইলিয়ামসের ফিটনেস নিয়ে সন্দেহ থাকলেও মাঠে তাঁকে দেখে খুশি কোচ আন্তেনিও লোপেজ হাবাস‌ । অস্ট্রেলীয় তারকা বৃহস্পতিবার কলকাতায় পা দিয়েই শুক্রবার দলের অনুশীলনে যোগ দিয়েছেন । ডেভিড উইলিয়ামস বলছেন, এএফসি কাপে ভাল ফল করার সুযোগ তাঁদের সামনে রয়েছে ।

বর্তমান পরিস্থিতিতে ফুটবলটা মানসিক অবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছে । কোভিড বিধিনিষেধ এবং জৈব বলয়ের ঝক্কি সামলে নব্বই মিনিটে ভাল পারফরম্যান্স কঠিন চ্যালেঞ্জ । তা সত্ত্বেও ভাল কিছু করার ক্ষমতা দলের রয়েছে বলে মনে করেন ডেভিড উইলিয়ামস । টানা তিন বছর হাবাসের অধীনে খেলাই নয়, রয় কৃষ্ণের সঙ্গে জুটি বাঁধছেন । কঠিন ম্যাচে গোল করার সুঅভ্যাস রয়েছে তাঁর । এবারের দলে জনি কাউকো, হুগো বুমোসের মত তারকা বিদেশি ফুটবলার ছাড়াও অমরিন্দার সিং, লিস্টন কোলাসোর মত প্রতিভাবান ভারতীয় ফুটবলার রয়েছে । তাঁদের যোগদানে দল যে শক্তিশালী সেব্যাপারে নিশ্চিত অজি ফুটবলারটি ।

আরও পড়ুন : East Bengal : কালই লাল-হলুদের চুক্তি জটে ইতি ?

ভারতের ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে আর্ন্তজাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত হুগো বুমোস । সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামার জন্য মুখিয়ে তিনি । তবে প্রথম ম্যাচে যেকোনও টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ । তাই প্রথম ম্যাচে যেকোনও মূল্যে জয় পাখির চোখ প্রথমবার এটিকে মোহনবাগানের হয়ে খেলতে আসা ফুটবলারটির । গোলরক্ষক অমরিন্দার সিং তার প্রাক্তন ক্লাবের হয়ে এএফসি কাপে দু'বার খেলেছেন । একবার রানার্স হওয়ার অভিজ্ঞতা রয়েছে । এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন তাঁর চোখে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.