ETV Bharat / sports

জয়ের হ্যাটট্রিক দিয়ে বছর শেষ করতে চান হাবাস

আটদিন বিশ্রামের পর কাল এটিকে-মোহনবাগান মাঠে নামছে ।

H
H
author img

By

Published : Dec 28, 2020, 7:33 PM IST

Updated : Dec 28, 2020, 10:03 PM IST

পানাজি, 28 ডিসেম্বর : ফের জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এটিকে-মোহনবাগান । মঙ্গলবার আন্তেনিও লোপেজ হাবাসের দলের প্রতিপক্ষ চেন্নায়িন এফসি ।

দুবারের আইএসএল চ্যাম্পিয়নরা চলতি আইএসএলে সেভাবে ছন্দে নেই । এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও তারা জিততে পারেনি । তাছাড়া ব্যস্ত সূচির ক্লান্তি রয়েছে । প্রতিপক্ষের বেকায়দা অবস্থা নিয়ে আত্মতুষ্ট হওয়ার পরিবর্তে আরও বেশি সতর্ক ও সমীহ সবুজ মেরুন শিবিরে । কোচ হাবাস বলছেন, "আমার দলে কোনও আত্মতুষ্টি নেই । আমাদের অনেক দূর যেতে হবে । সেভাবেই তৈরি হচ্ছি । চেন্নায়িনের বিরুদ্ধে জয় তুলে নেওয়াই আমাদের লক্ষ্য ।"

দলে চোট আঘাতের সমস্যা নেই । ভারতীয় এবং বিদেশি ফুটবলাররা সকলেই চোট সারিয়ে মাঠে দৌড়চ্ছেন দেখে এটিকে-মোহনবাগান কোচ খুশি । তাই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা একাদশে বদলের ইঙ্গিত নেই । ফলে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস এবং মনবীর তিন স্ট্রাইকারে ভর দিয়ে চেন্নাইয়িনের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ঝাঁপাতে চাইছে তিনবারের আইএসএল চ্যাম্পিয়নরা ।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম মিনিট থেকে প্রেসিং ফুটবলে ভর দিয়ে ম্যাচের রাশ তুলে নিয়েছিলেন রয় কৃষ্ণরা । প্রতিপক্ষকে প্রথম থেকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার পরিকল্পনা থাকলেও হাবাস বলছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে । কারণ বেঙ্গালুরু এফসি এবং চেন্নায়িনের খেলার ধরন আলাদা । আইএসএলে প্রথমবার এটিকে-মোহনবাগান বিরতির আগে গোল করেছে । দ্রুত গোল পাওয়া যে কোনও দলের লক্ষ্য থাকে । তাঁর কথায়, "দ্রুত গোল পাওয়ার একটা চেষ্টা থাকবে । তবে তা বাস্তবায়িত হবেই বলা যায় না । কারণ, প্রতিপক্ষ নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামে ।"

আটদিন বিশ্রামের পরে এটিকে-মোহনবাগান মাঠে নামছে । অন্যদিকে চেন্নায়িন মাত্র দুদিন বিশ্রাম পাচ্ছে । গতবছর আইএসএল ফাইনালে চেন্নায়িনের বিরুদ্ধে জয় পেয়েই চ্যাম্পিয়ন হয়েছিল হাবাসের দল । ফলে মানসিকভাবে এগিয়ে থাকবে তারা । যদিও হাবাস বলছেন, "নতুন টুর্নামেন্ট, নতুন দল তাই আগে কি হয়েছিল তা মনে রাখার কারণ নেই । আমরা জানি ওরাও জেতার জন্য মাঠে নামবে । এবং ওদের সেই চেষ্টা আমাদের থামাতে হবে ।"

ইস্টবেঙ্গল দুটো গোল করেছে চেন্নাইয়িনের রক্ষণ টপকে । তবে তা নিয়ে বাড়তি শব্দ খরচ করতে নারাজ হাবাস । তিনি শুধু বলেছেন চেন্নায়িনের বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে । তাই হালকাভাবে নেওয়ার জায়গা নেই ।

কোচের সতর্কতার সুর ডেভিড উইলিয়ামসের গলাতেও । বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোল করে আইএসএলে প্রথম গোলের অ্যাকাউন্ট খুলেছেন । স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসী ডেভিড । তিনি বলেছেন, "দল হিসেবে চেন্নায়িন শক্তিশালী । তাই নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে সতর্ক থাকতে হবে । দল হিসেবে চেন্নায়িন শক্তিশালী । তাই হালকাভাবে নেওয়ার জায়গা নেই ।"

বছর শেষে প্রতিপক্ষ চেন্নাইয়িনের বিরুদ্ধে তিন পয়েন্ট মানেই ফের জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করা। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাওয়া । এই জোড়া লক্ষ্য পূরণে মাঠে নামতে চাইছে এটিকে-মোহনবাগান । আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সতর্ক থাকতে হবে । দল হিসেবে চেন্নায়িন শক্তিশালী । তাই হালকাভাবে নেওয়ার জায়গা নেই ।"

বছর শেষে প্রতিপক্ষ চেন্নাইয়িনের বিরুদ্ধে তিন পয়েন্ট মানেই ফের জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করা। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাওয়া । এই জোড়া লক্ষ্য পূরণে মাঠে নামতে চাইছে এটিকে-মোহনবাগান ।

পানাজি, 28 ডিসেম্বর : ফের জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এটিকে-মোহনবাগান । মঙ্গলবার আন্তেনিও লোপেজ হাবাসের দলের প্রতিপক্ষ চেন্নায়িন এফসি ।

দুবারের আইএসএল চ্যাম্পিয়নরা চলতি আইএসএলে সেভাবে ছন্দে নেই । এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও তারা জিততে পারেনি । তাছাড়া ব্যস্ত সূচির ক্লান্তি রয়েছে । প্রতিপক্ষের বেকায়দা অবস্থা নিয়ে আত্মতুষ্ট হওয়ার পরিবর্তে আরও বেশি সতর্ক ও সমীহ সবুজ মেরুন শিবিরে । কোচ হাবাস বলছেন, "আমার দলে কোনও আত্মতুষ্টি নেই । আমাদের অনেক দূর যেতে হবে । সেভাবেই তৈরি হচ্ছি । চেন্নায়িনের বিরুদ্ধে জয় তুলে নেওয়াই আমাদের লক্ষ্য ।"

দলে চোট আঘাতের সমস্যা নেই । ভারতীয় এবং বিদেশি ফুটবলাররা সকলেই চোট সারিয়ে মাঠে দৌড়চ্ছেন দেখে এটিকে-মোহনবাগান কোচ খুশি । তাই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা একাদশে বদলের ইঙ্গিত নেই । ফলে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস এবং মনবীর তিন স্ট্রাইকারে ভর দিয়ে চেন্নাইয়িনের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ঝাঁপাতে চাইছে তিনবারের আইএসএল চ্যাম্পিয়নরা ।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম মিনিট থেকে প্রেসিং ফুটবলে ভর দিয়ে ম্যাচের রাশ তুলে নিয়েছিলেন রয় কৃষ্ণরা । প্রতিপক্ষকে প্রথম থেকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার পরিকল্পনা থাকলেও হাবাস বলছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে । কারণ বেঙ্গালুরু এফসি এবং চেন্নায়িনের খেলার ধরন আলাদা । আইএসএলে প্রথমবার এটিকে-মোহনবাগান বিরতির আগে গোল করেছে । দ্রুত গোল পাওয়া যে কোনও দলের লক্ষ্য থাকে । তাঁর কথায়, "দ্রুত গোল পাওয়ার একটা চেষ্টা থাকবে । তবে তা বাস্তবায়িত হবেই বলা যায় না । কারণ, প্রতিপক্ষ নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামে ।"

আটদিন বিশ্রামের পরে এটিকে-মোহনবাগান মাঠে নামছে । অন্যদিকে চেন্নায়িন মাত্র দুদিন বিশ্রাম পাচ্ছে । গতবছর আইএসএল ফাইনালে চেন্নায়িনের বিরুদ্ধে জয় পেয়েই চ্যাম্পিয়ন হয়েছিল হাবাসের দল । ফলে মানসিকভাবে এগিয়ে থাকবে তারা । যদিও হাবাস বলছেন, "নতুন টুর্নামেন্ট, নতুন দল তাই আগে কি হয়েছিল তা মনে রাখার কারণ নেই । আমরা জানি ওরাও জেতার জন্য মাঠে নামবে । এবং ওদের সেই চেষ্টা আমাদের থামাতে হবে ।"

ইস্টবেঙ্গল দুটো গোল করেছে চেন্নাইয়িনের রক্ষণ টপকে । তবে তা নিয়ে বাড়তি শব্দ খরচ করতে নারাজ হাবাস । তিনি শুধু বলেছেন চেন্নায়িনের বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে । তাই হালকাভাবে নেওয়ার জায়গা নেই ।

কোচের সতর্কতার সুর ডেভিড উইলিয়ামসের গলাতেও । বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোল করে আইএসএলে প্রথম গোলের অ্যাকাউন্ট খুলেছেন । স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসী ডেভিড । তিনি বলেছেন, "দল হিসেবে চেন্নায়িন শক্তিশালী । তাই নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে সতর্ক থাকতে হবে । দল হিসেবে চেন্নায়িন শক্তিশালী । তাই হালকাভাবে নেওয়ার জায়গা নেই ।"

বছর শেষে প্রতিপক্ষ চেন্নাইয়িনের বিরুদ্ধে তিন পয়েন্ট মানেই ফের জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করা। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাওয়া । এই জোড়া লক্ষ্য পূরণে মাঠে নামতে চাইছে এটিকে-মোহনবাগান । আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সতর্ক থাকতে হবে । দল হিসেবে চেন্নায়িন শক্তিশালী । তাই হালকাভাবে নেওয়ার জায়গা নেই ।"

বছর শেষে প্রতিপক্ষ চেন্নাইয়িনের বিরুদ্ধে তিন পয়েন্ট মানেই ফের জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করা। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাওয়া । এই জোড়া লক্ষ্য পূরণে মাঠে নামতে চাইছে এটিকে-মোহনবাগান ।

Last Updated : Dec 28, 2020, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.