ETV Bharat / sports

ডার্বি নিয়ে বাড়তি ভাবনা নেই হাবাসের - ডার্বি নিয়ে বাড়তি ভাবনা নেই হাবাসের

গ্যালারিতে উপস্থিত সমর্থকদের চিৎকার হাবাসের পছন্দ । তিনি সমর্থকদের দ্বাদশ ব্যক্তি বলে উল্লেখ করেন ।

ডার্বি নিয়ে বাড়তি ভাবনা নেই হাবাসের
ডার্বি নিয়ে বাড়তি ভাবনা নেই হাবাসের
author img

By

Published : Oct 8, 2020, 8:08 PM IST

গোয়া, 8 অক্টোবর : বাধ্যতামূলক কোয়ারানটিনে থাকলেও দলের প্রস্তুতি থেকে নিজেকে সরিয়ে রাখেননি ATK-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । গত রবিবার এদেশে পা দিয়েছেন তিনি । এই মুহূর্তে গোয়ায় সবুজ মেরুন ব্রিগেড ঘাঁটি গেড়েছে । সেখানেই চলছে তাদের প্রিসিজ়ন কন্ডিশনিংয়ের প্রথম পর্ব । তিন স্প্যানিশ ফুটবলারকে নিয়ে হাবাস গোয়ায় পা দিয়েই ফুটবলারদের অনুশীলন সরজমিনে দেখেছেন । যদিও এর আগে স্পেন থেকে অনলাইনে ফুটবলারদের অনুশীলনের উপর নজর রেখেছিলেন তিনি ।

তিনি যোগ দিতেই ATK-মোহনবাগানের ছবি বদলে গেছে । হাবাস দলের প্রস্তুতি, টিম ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় খুশি । তিনি জানেন, চলতি ISL-এর ছবি সবদিক থেকে আলাদা । সদস্য-সমর্থকদের প্রত্যাশার চাপ রয়েছে । ইস্টবেঙ্গলের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জ সামলাতে হবে । কিন্তু হাবাস বলে দিচ্ছেন, তিনি শুধু ডার্বি নিয়ে চিন্তিত নন । প্রতিযোগিতার অন্য ম্যাচগুলোর মতো ইস্টবেঙ্গল ম্যাচও একটি ম্যাচ । ডার্বির ইতিহাস তাঁর জানা রয়েছে । তাই যখন সময় আসবে তখন এই ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা করবেন । আপাতত প্রিসিজ়ন কন্ডিশনিংয়ের পরিকল্পনা নিয়েই ভাবছেন হাবাস ।

সাধারণত 45 দিনের প্রিসিজ়ন কন্ডিশনিং পছন্দ করলেও বর্তমান অবস্থায় তা সম্ভব নয় । সব ফুটবলারকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না । কোয়ারানটিন পর্ব শেষে সবাইকে যখন একসঙ্গে পাওয়া যাবে তখন হাতে আর সময় থাকবে না । একইভাবে প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ নেই । এতকিছু প্রতিবন্ধকতা থাকলেও তা নিয়ে অভিযোগ তুলতে চান না হাবাস । বরং বলছেন, কঠিন পরিস্থিতির মধ্যে নতুন ব্যবস্থা এবং অভ্যাসে সকলকে মানিয়ে নিতে হবে ।

গ্যালারিতে উপস্থিত সমর্থকদের চিৎকার হাবাসের পছন্দ । তিনি সমর্থকদের দ্বাদশ ব্যক্তি বলে উল্লেখ করেন । কিন্তু এই মরশুমের ISL ফাঁকা স্টেডিয়ামে খেলতে হবে । এবছর সমর্থকদের না পাওয়ার আক্ষেপ থাকলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন হাবাস । তবে সবুজ মেরুন সমর্থকদের আবেগ উৎসাহ দেখে খুশি তিনি । তাদের সাফল্য উপহার দিতে প্রথম দিন থেকে ATK-মোহনবাগানের হেডস্যার কড়া হাতে রাশ ধরতে চান ।

গোয়া, 8 অক্টোবর : বাধ্যতামূলক কোয়ারানটিনে থাকলেও দলের প্রস্তুতি থেকে নিজেকে সরিয়ে রাখেননি ATK-মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । গত রবিবার এদেশে পা দিয়েছেন তিনি । এই মুহূর্তে গোয়ায় সবুজ মেরুন ব্রিগেড ঘাঁটি গেড়েছে । সেখানেই চলছে তাদের প্রিসিজ়ন কন্ডিশনিংয়ের প্রথম পর্ব । তিন স্প্যানিশ ফুটবলারকে নিয়ে হাবাস গোয়ায় পা দিয়েই ফুটবলারদের অনুশীলন সরজমিনে দেখেছেন । যদিও এর আগে স্পেন থেকে অনলাইনে ফুটবলারদের অনুশীলনের উপর নজর রেখেছিলেন তিনি ।

তিনি যোগ দিতেই ATK-মোহনবাগানের ছবি বদলে গেছে । হাবাস দলের প্রস্তুতি, টিম ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় খুশি । তিনি জানেন, চলতি ISL-এর ছবি সবদিক থেকে আলাদা । সদস্য-সমর্থকদের প্রত্যাশার চাপ রয়েছে । ইস্টবেঙ্গলের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জ সামলাতে হবে । কিন্তু হাবাস বলে দিচ্ছেন, তিনি শুধু ডার্বি নিয়ে চিন্তিত নন । প্রতিযোগিতার অন্য ম্যাচগুলোর মতো ইস্টবেঙ্গল ম্যাচও একটি ম্যাচ । ডার্বির ইতিহাস তাঁর জানা রয়েছে । তাই যখন সময় আসবে তখন এই ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা করবেন । আপাতত প্রিসিজ়ন কন্ডিশনিংয়ের পরিকল্পনা নিয়েই ভাবছেন হাবাস ।

সাধারণত 45 দিনের প্রিসিজ়ন কন্ডিশনিং পছন্দ করলেও বর্তমান অবস্থায় তা সম্ভব নয় । সব ফুটবলারকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না । কোয়ারানটিন পর্ব শেষে সবাইকে যখন একসঙ্গে পাওয়া যাবে তখন হাতে আর সময় থাকবে না । একইভাবে প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ নেই । এতকিছু প্রতিবন্ধকতা থাকলেও তা নিয়ে অভিযোগ তুলতে চান না হাবাস । বরং বলছেন, কঠিন পরিস্থিতির মধ্যে নতুন ব্যবস্থা এবং অভ্যাসে সকলকে মানিয়ে নিতে হবে ।

গ্যালারিতে উপস্থিত সমর্থকদের চিৎকার হাবাসের পছন্দ । তিনি সমর্থকদের দ্বাদশ ব্যক্তি বলে উল্লেখ করেন । কিন্তু এই মরশুমের ISL ফাঁকা স্টেডিয়ামে খেলতে হবে । এবছর সমর্থকদের না পাওয়ার আক্ষেপ থাকলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন হাবাস । তবে সবুজ মেরুন সমর্থকদের আবেগ উৎসাহ দেখে খুশি তিনি । তাদের সাফল্য উপহার দিতে প্রথম দিন থেকে ATK-মোহনবাগানের হেডস্যার কড়া হাতে রাশ ধরতে চান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.