ETV Bharat / sports

জাভির জোড়া গোলে তৃতীয় বার ISL জয়ী ATK

ISL WIN
ছবি
author img

By

Published : Mar 14, 2020, 9:32 PM IST

Updated : Mar 14, 2020, 10:14 PM IST

21:26 March 14

তৃতীয়বার ISL চ্যাম্পিয়ন ATK

গোয়া , 14 মার্চ : চেন্নাইয়ান FCকে হারিয়ে তৃতীয়বার ISL চ্যাম্পিয়ন ATK ।  ম্যাচের ফল 3-1 । প্রথমার্ধের 10 মিনিটে জাভি হার্নান্ডেজের গোলে এগিয়ে যায় ATK  । দ্বিতীয়ার্ধের 48 মিনিটে ATKর ব্যবধান বাড়ান এডু গার্সিয়া। 69 মিনিয়ে চেন্নাইয়ান এফসির ব্যবধান কমান নেরিজাস ভালসকিস । ম্যাচের যোগ করা সময়ে চেন্নাইয়ান শিবিরে শেষ আঘাত হানেন জাভি হার্নান্ডেজ ।

কেউ বনে সুন্দর, কেউ মায়ের কোলে । আন্তেনিও লোপেজ হাবাস সুন্দর লাল-সাদা জার্সির ডাগ আউটে।

ফের হাবাসের হাত ধরে কলকাতায় ফিরল ISL ট্রফি । শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে চেন্নাইয়িন FC-কে 3-1 গোলে হারাল ATK। জোড়া গোল জাভি হার্নান্দেজের এবং বাকিটি এডু গার্সিয়ার । চেন্নাইয়িন FC-র গোলদাতা ভালসকিস। 2014-'15, 2016-'17 মরশুমের পর ফের ISL ট্রফির রং লাল-সাদা।

কোরোনা ভাইরাসের কারণে ফতোরদা স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু, 2015-16 এবং 2017-18 মরশুমের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন FC-র বিরুদ্ধে কলকাতার লড়াইটা সহজ ছিল না। কারণ, গ্রুপ লিগের ফিরতি ম্যাচে কলকাতায় হাবাসের দুর্গ থেকে পয়েন্ট নিয়ে গেছিল অভিষেক বচ্চনের চেন্নাইয়িন।

ISL-এর লড়াইয়ে ফুটবল দ্বৈরথ মানেই স্ট্রাইকারদের দাপট। কিন্তু, রয় কৃষ্ণ বা ডেভিড উইলিয়ামস নন, কলকাতার জয়ের গোলের ছবি আঁকলেন জেভিয়ার হার্নান্দেজ এবং এডু গার্সিয়া। দশ মিনিটে ATK-র প্রথম গোল হার্নান্দেজের। দ্রুত গোল হজম করার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল চেন্নাইয়িন। কিন্তু ফাইনালে ATK-র লড়াইয়ে পালটা দিলেন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য এবং জন জনসনের নেতৃত্বাধীন ব্যাকফোর। পুরো নব্বই মিনিটে অন্তত তিনটি গোল বাঁচালেন অরিন্দম।

রয় কৃষ্ণ এই ম্যাচে সেভাবে খেলতে পারেননি। ডেভিড উইলিয়ামস গোলের মুখ খুলতে পারছিলেন না। এই অবস্থায় কলকাতাকে ফের ট্রফি এনে দিলেন জাভি হার্নান্দেজ। দশ মিনিটে দলের প্রথম গোল করার পর ম্যাচের অতিরিক্ত সময়ে দলের তিন নম্বর গোলও তাঁর। 48মিনিটে ম্যাচের সেরা গোল এডু গার্সিয়ার।

দু'গোলে পিছিয়েপড়ার পর সমতায় ফেরার চেষ্টা করেছিল চেন্নাইয়িন FC । ভালসকিসের গোল সেই চেষ্টার ফসল। কিন্তু, হাবাস প্রণয় হালদারকে পরিবর্ত হিসেবে নামিয়ে চেন্নাইয়িনকে ফের ব্যাকফুটে ঠেলে দেন।

দলের ধারাবাহিক ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার দিনে প্রবীর দাসের পারফরম্যান্সের কথা বলতেই হবে। চোট সারিয়ে একবছর পর ফিরে এসে মরশুম জুড়ে দুরন্ত ফুটবল উপহার দিলেন তিনি।

মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন, ATK আইএসএল সেরা। দুটো দল নতুন মরশুমে গাঁটছড়া বেঁধেছে। জোড়া চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নতুন মরশুমে যাত্রা আদতে বাংলার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, "হাবাসের কোচিং ও দলের ধারাবাহিক ভালো ফুটবলের ফসল এই ট্রফি।"

মোহনবাগান সচিব বলছেন, "আই লিগ এবং ISL ট্রফি কলকাতায়। দুটো ট্রফি একই ক্যাবিনেটে। যা প্রমাণ করে নতুন মরশুমে তারা কতটা শক্তিশালী হয়ে শুরু করতে চলেছেন।"

21:26 March 14

তৃতীয়বার ISL চ্যাম্পিয়ন ATK

গোয়া , 14 মার্চ : চেন্নাইয়ান FCকে হারিয়ে তৃতীয়বার ISL চ্যাম্পিয়ন ATK ।  ম্যাচের ফল 3-1 । প্রথমার্ধের 10 মিনিটে জাভি হার্নান্ডেজের গোলে এগিয়ে যায় ATK  । দ্বিতীয়ার্ধের 48 মিনিটে ATKর ব্যবধান বাড়ান এডু গার্সিয়া। 69 মিনিয়ে চেন্নাইয়ান এফসির ব্যবধান কমান নেরিজাস ভালসকিস । ম্যাচের যোগ করা সময়ে চেন্নাইয়ান শিবিরে শেষ আঘাত হানেন জাভি হার্নান্ডেজ ।

কেউ বনে সুন্দর, কেউ মায়ের কোলে । আন্তেনিও লোপেজ হাবাস সুন্দর লাল-সাদা জার্সির ডাগ আউটে।

ফের হাবাসের হাত ধরে কলকাতায় ফিরল ISL ট্রফি । শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে চেন্নাইয়িন FC-কে 3-1 গোলে হারাল ATK। জোড়া গোল জাভি হার্নান্দেজের এবং বাকিটি এডু গার্সিয়ার । চেন্নাইয়িন FC-র গোলদাতা ভালসকিস। 2014-'15, 2016-'17 মরশুমের পর ফের ISL ট্রফির রং লাল-সাদা।

কোরোনা ভাইরাসের কারণে ফতোরদা স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু, 2015-16 এবং 2017-18 মরশুমের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন FC-র বিরুদ্ধে কলকাতার লড়াইটা সহজ ছিল না। কারণ, গ্রুপ লিগের ফিরতি ম্যাচে কলকাতায় হাবাসের দুর্গ থেকে পয়েন্ট নিয়ে গেছিল অভিষেক বচ্চনের চেন্নাইয়িন।

ISL-এর লড়াইয়ে ফুটবল দ্বৈরথ মানেই স্ট্রাইকারদের দাপট। কিন্তু, রয় কৃষ্ণ বা ডেভিড উইলিয়ামস নন, কলকাতার জয়ের গোলের ছবি আঁকলেন জেভিয়ার হার্নান্দেজ এবং এডু গার্সিয়া। দশ মিনিটে ATK-র প্রথম গোল হার্নান্দেজের। দ্রুত গোল হজম করার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল চেন্নাইয়িন। কিন্তু ফাইনালে ATK-র লড়াইয়ে পালটা দিলেন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য এবং জন জনসনের নেতৃত্বাধীন ব্যাকফোর। পুরো নব্বই মিনিটে অন্তত তিনটি গোল বাঁচালেন অরিন্দম।

রয় কৃষ্ণ এই ম্যাচে সেভাবে খেলতে পারেননি। ডেভিড উইলিয়ামস গোলের মুখ খুলতে পারছিলেন না। এই অবস্থায় কলকাতাকে ফের ট্রফি এনে দিলেন জাভি হার্নান্দেজ। দশ মিনিটে দলের প্রথম গোল করার পর ম্যাচের অতিরিক্ত সময়ে দলের তিন নম্বর গোলও তাঁর। 48মিনিটে ম্যাচের সেরা গোল এডু গার্সিয়ার।

দু'গোলে পিছিয়েপড়ার পর সমতায় ফেরার চেষ্টা করেছিল চেন্নাইয়িন FC । ভালসকিসের গোল সেই চেষ্টার ফসল। কিন্তু, হাবাস প্রণয় হালদারকে পরিবর্ত হিসেবে নামিয়ে চেন্নাইয়িনকে ফের ব্যাকফুটে ঠেলে দেন।

দলের ধারাবাহিক ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার দিনে প্রবীর দাসের পারফরম্যান্সের কথা বলতেই হবে। চোট সারিয়ে একবছর পর ফিরে এসে মরশুম জুড়ে দুরন্ত ফুটবল উপহার দিলেন তিনি।

মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন, ATK আইএসএল সেরা। দুটো দল নতুন মরশুমে গাঁটছড়া বেঁধেছে। জোড়া চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে নতুন মরশুমে যাত্রা আদতে বাংলার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, "হাবাসের কোচিং ও দলের ধারাবাহিক ভালো ফুটবলের ফসল এই ট্রফি।"

মোহনবাগান সচিব বলছেন, "আই লিগ এবং ISL ট্রফি কলকাতায়। দুটো ট্রফি একই ক্যাবিনেটে। যা প্রমাণ করে নতুন মরশুমে তারা কতটা শক্তিশালী হয়ে শুরু করতে চলেছেন।"

Last Updated : Mar 14, 2020, 10:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.