ETV Bharat / sports

আনওয়ার আলিকে ফুটবলে ছাড় দিল্লি হাইকোর্টের - মহামেডান

গত মরসুমে ISL-এ খেলার সময় আনওয়ার আলির শারীরিক পরীক্ষায় জটিল হৃদরোগের সমস্যা সামনে আসে ৷ এমনকি সেই রিপোর্টকে পরবর্তীকালে ফ্রান্সের সেন্টার বিশ্ববিদ্য়ালয়ের হাসপাতাল থেকেও নিশ্চিত করা হয় ৷

anwar-ali-free-to-play-football-until-aiff-takes-final-call-delhi-high-court
আনওয়ার আলিকে ফুটবল খেলায় ছাড় দিল্লি হাইকোর্টের
author img

By

Published : Oct 20, 2020, 7:26 PM IST

দিল্লি, 20 অক্টোবর : মহামেডান ফুটবলার আনওয়ার আলির খেলায় ছাড়পত্র দিল দিল্লি হাইকোর্ট ৷ অ্য়াসোসিয়েশন অফ ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের গঠিত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আনওয়ার আলির খেলায় কোনও বাধা থাকবে না ৷ প্রসঙ্গত, মহামেডান খেলোয়াড়ের একটি জটিল হৃদরোগের সমস্য়া রয়েছে ৷ ডাক্তারি ভাষায় যার নাম, অ্যাপিক্যাল হাইপারকার্ডিও মায়োপ্য়াথি ৷ যে কারণে গত 7 সেপ্টেম্বর AIFF মহামেডানকে চিঠি দিয়ে তাঁর খেলায় নিষেধাজ্ঞা জারি করে ৷ যেখানে আনওয়ার আলিকে দলের প্র্য়াকটিসে বা ম্য়াচে না রাখার নির্দেশ দেওয়া হয় ৷ একই সঙ্গে তাঁর খেলা নিয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য় ফেডারেশনের চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় ৷

anwar-ali-free-to-play-football-until-aiff-takes-final-call-delhi-high-court
আনওয়ার আলিকে ফুটবল খেলায় ছাড় দিল্লি হাইকোর্টের

তবে, ফেডারেশনের এই সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেন আনওয়ার ৷ সেই পিটিশনের প্রেক্ষিতে এ দিন আদালত জানায়, কমিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত AIFF-র সিদ্ধান্ত খারিজ করা হল ৷ ততদিন আনওয়ার আলি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন ৷ এমনকি তাঁকে ম্য়াচেও খেলাতে পারবে তাঁর দল ৷ তবে, ফেডারেশন চাইলে আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে ৷ তবে, আনওয়ার আলির খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির উপরেই ছেড়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷

তবে, আনওয়ার আলির AIFF-র সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ জানানোয়, অবাকই হয়েছিল কলকাতা ময়দান ৷ কেন নিজের জীবন ঝুঁকি নিয়ে খেলতে চাইছেন বছর কুড়ির এই তরুণ ফুটবলার, তা ভাবিয়েছিল ময়দানের সবাইকেই ৷ গত মরসুমে ISL-এ খেলার সময় আনওয়ারের শারীরিক পরীক্ষায় জটিল হৃদরোগের সমস্যা সামনে আসে ৷ এমনকি সেই রিপোর্টকে পরবর্তীকালে ফ্রান্সের সেন্টার বিশ্ববিদ্য়ালয়ের হাসপাতাল থেকেও নিশ্চিত করা হয় ৷ তারপরেও আনওয়ারের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই অবাক করে সবাইকে ৷ সেখানকার রিপোর্টে বলা হয়, অল্প বয়স হওয়ায় আনওয়ারের বর্তমানে কোনো বিপদ নেই ৷ ভবিষ্য়তে তাঁর বিপদ ক্রমশ বাড়বে ৷ তবে, দিল্লি হাইকোর্টের রায়ে আপাতত পেশাদার ফুটবলে ফিরে আসতে পারবেন মহামেডানের এই ফুটবলার ৷

দিল্লি, 20 অক্টোবর : মহামেডান ফুটবলার আনওয়ার আলির খেলায় ছাড়পত্র দিল দিল্লি হাইকোর্ট ৷ অ্য়াসোসিয়েশন অফ ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের গঠিত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আনওয়ার আলির খেলায় কোনও বাধা থাকবে না ৷ প্রসঙ্গত, মহামেডান খেলোয়াড়ের একটি জটিল হৃদরোগের সমস্য়া রয়েছে ৷ ডাক্তারি ভাষায় যার নাম, অ্যাপিক্যাল হাইপারকার্ডিও মায়োপ্য়াথি ৷ যে কারণে গত 7 সেপ্টেম্বর AIFF মহামেডানকে চিঠি দিয়ে তাঁর খেলায় নিষেধাজ্ঞা জারি করে ৷ যেখানে আনওয়ার আলিকে দলের প্র্য়াকটিসে বা ম্য়াচে না রাখার নির্দেশ দেওয়া হয় ৷ একই সঙ্গে তাঁর খেলা নিয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য় ফেডারেশনের চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় ৷

anwar-ali-free-to-play-football-until-aiff-takes-final-call-delhi-high-court
আনওয়ার আলিকে ফুটবল খেলায় ছাড় দিল্লি হাইকোর্টের

তবে, ফেডারেশনের এই সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেন আনওয়ার ৷ সেই পিটিশনের প্রেক্ষিতে এ দিন আদালত জানায়, কমিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত AIFF-র সিদ্ধান্ত খারিজ করা হল ৷ ততদিন আনওয়ার আলি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন ৷ এমনকি তাঁকে ম্য়াচেও খেলাতে পারবে তাঁর দল ৷ তবে, ফেডারেশন চাইলে আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবে ৷ তবে, আনওয়ার আলির খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির উপরেই ছেড়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷

তবে, আনওয়ার আলির AIFF-র সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ জানানোয়, অবাকই হয়েছিল কলকাতা ময়দান ৷ কেন নিজের জীবন ঝুঁকি নিয়ে খেলতে চাইছেন বছর কুড়ির এই তরুণ ফুটবলার, তা ভাবিয়েছিল ময়দানের সবাইকেই ৷ গত মরসুমে ISL-এ খেলার সময় আনওয়ারের শারীরিক পরীক্ষায় জটিল হৃদরোগের সমস্যা সামনে আসে ৷ এমনকি সেই রিপোর্টকে পরবর্তীকালে ফ্রান্সের সেন্টার বিশ্ববিদ্য়ালয়ের হাসপাতাল থেকেও নিশ্চিত করা হয় ৷ তারপরেও আনওয়ারের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই অবাক করে সবাইকে ৷ সেখানকার রিপোর্টে বলা হয়, অল্প বয়স হওয়ায় আনওয়ারের বর্তমানে কোনো বিপদ নেই ৷ ভবিষ্য়তে তাঁর বিপদ ক্রমশ বাড়বে ৷ তবে, দিল্লি হাইকোর্টের রায়ে আপাতত পেশাদার ফুটবলে ফিরে আসতে পারবেন মহামেডানের এই ফুটবলার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.