ETV Bharat / sports

চিন্তা সেই রক্ষণ, ছোট ভুল নিয়ে সতর্ক হাবাস - isl

তায় কলমে এটিকে মোহনবাগানের তুলনায় খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড পিছিয়ে । যদিও এই কথা মানতে নারাজ হাবাস । তবে আসন্ন ম্যাচেও চোটের জন্য নেই সন্দেশ ঝিঙ্গান । অনিশ্চিত এডু গার্সিয়া । ফলে রক্ষণ যে ফের এটিকে মোহনবাগানের মাথা ব্যাথার কারণ তা বলার অপেক্ষা রাখে না ।

habas
habas
author img

By

Published : Mar 8, 2021, 10:24 PM IST

কলকাতা, 8 মার্চ : বড় একটি সুযোগের সামনে দাঁড়িয়ে সকলে । এই সুযোগ হয়তো আবার নাও আসতে পারে । তাই চাপ নয় । নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করার কথা ফুটবলারদের বলছেন আন্তেনিও লোপেজ হাবাস । তারপর ফাইনালের জন্য প্রস্তুতি ।

শেষ মিনিটের গোলে প্রথম পর্বের প্লে অফ ম্যাচে জয় হাতছাড়া করেছে এটিকে মোহনবাগান । তাই ছোট ভুলে বড় ক্ষতি না হওয়ার জন্য সতর্কতার কথা সবুজ মেরুন স্প্যানিশ কোচ । নিজেদের পারফরমেন্সে আরও বেশি শৃঙ্খলার কথা বলেছেন তিনি । দ্বিতীয় পর্বেও দুই দলের ম্যাচ ফের ড্র হলে টাইব্রেকারে গড়াতে পারে ম্যাচ । খাতায় কলমে এটিকে মোহনবাগানের তুলনায় খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড পিছিয়ে । যদিও এই কথা মানতে নারাজ হাবাস । সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক জানান, "সেমিফাইনালে দুই দলের মধ্যে পার্থক্য থাকে না । কারণ সেরা দল শেষ চারে জায়গা করে নেয় । পার্থক্য তখনই হয় যখন কোনও দল ভুল করে । ছোট ভুল বড় হয়ে দেখা দিলে সমস্যা বড় হয় । তাই গোল করার পর আমাদের সতর্ক থাকতে হবে । "
নর্থ ইস্ট ইউনাইটেডের মাঠে নামার আগে ফের দলের স্ট্রাইকারদের পাশে দাঁড়িয়েছেন সবুজ মেরুন হেডস্যার । শেষ ম্যাচে রয় কৃষ্ণ গোল পাননি । তবে সতীর্থ ডেভিড উইলিয়ামসের জন্য গোলের বল সাজিয়ে দিয়েছিলেন তিনি । নিজেও ব্যক্তিগত নৈপুণ্যে ভর দিয়ে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার চেষ্টা করেছিলেন । হাবাস বলছেন,"স্ট্রাইকাররা কেউ যাদুকর নন । প্রতিপক্ষ শক্তিশালী দল । আমরাও যেমন সুযোগ পাব । ওরাও চেষ্টা করবে । এই অবস্থায় পুরো বিষয়টি ফুটবলারদের ওপর নির্ভর করবে ।"

আরও পড়ুন : খেলোয়াড় তৈরিতে মগ্ন আশির ভারতী

আসন্ন ম্যাচেও চোটের জন্য নেই সন্দেশ ঝিঙ্গান । অনিশ্চিত এডু গার্সিয়া । ফলে রক্ষণ যে ফের এটিকে মোহনবাগানের মাথা ব্যাথার কারণ তা বলার অপেক্ষা রাখে না । তাই ফাইনালের পথ খুঁজে বের করতে নিজেদের কৌশলে সঠিক থাকার ওপর জোর দিচ্ছেন হাবাস ।

কলকাতা, 8 মার্চ : বড় একটি সুযোগের সামনে দাঁড়িয়ে সকলে । এই সুযোগ হয়তো আবার নাও আসতে পারে । তাই চাপ নয় । নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করার কথা ফুটবলারদের বলছেন আন্তেনিও লোপেজ হাবাস । তারপর ফাইনালের জন্য প্রস্তুতি ।

শেষ মিনিটের গোলে প্রথম পর্বের প্লে অফ ম্যাচে জয় হাতছাড়া করেছে এটিকে মোহনবাগান । তাই ছোট ভুলে বড় ক্ষতি না হওয়ার জন্য সতর্কতার কথা সবুজ মেরুন স্প্যানিশ কোচ । নিজেদের পারফরমেন্সে আরও বেশি শৃঙ্খলার কথা বলেছেন তিনি । দ্বিতীয় পর্বেও দুই দলের ম্যাচ ফের ড্র হলে টাইব্রেকারে গড়াতে পারে ম্যাচ । খাতায় কলমে এটিকে মোহনবাগানের তুলনায় খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড পিছিয়ে । যদিও এই কথা মানতে নারাজ হাবাস । সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক জানান, "সেমিফাইনালে দুই দলের মধ্যে পার্থক্য থাকে না । কারণ সেরা দল শেষ চারে জায়গা করে নেয় । পার্থক্য তখনই হয় যখন কোনও দল ভুল করে । ছোট ভুল বড় হয়ে দেখা দিলে সমস্যা বড় হয় । তাই গোল করার পর আমাদের সতর্ক থাকতে হবে । "
নর্থ ইস্ট ইউনাইটেডের মাঠে নামার আগে ফের দলের স্ট্রাইকারদের পাশে দাঁড়িয়েছেন সবুজ মেরুন হেডস্যার । শেষ ম্যাচে রয় কৃষ্ণ গোল পাননি । তবে সতীর্থ ডেভিড উইলিয়ামসের জন্য গোলের বল সাজিয়ে দিয়েছিলেন তিনি । নিজেও ব্যক্তিগত নৈপুণ্যে ভর দিয়ে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার চেষ্টা করেছিলেন । হাবাস বলছেন,"স্ট্রাইকাররা কেউ যাদুকর নন । প্রতিপক্ষ শক্তিশালী দল । আমরাও যেমন সুযোগ পাব । ওরাও চেষ্টা করবে । এই অবস্থায় পুরো বিষয়টি ফুটবলারদের ওপর নির্ভর করবে ।"

আরও পড়ুন : খেলোয়াড় তৈরিতে মগ্ন আশির ভারতী

আসন্ন ম্যাচেও চোটের জন্য নেই সন্দেশ ঝিঙ্গান । অনিশ্চিত এডু গার্সিয়া । ফলে রক্ষণ যে ফের এটিকে মোহনবাগানের মাথা ব্যাথার কারণ তা বলার অপেক্ষা রাখে না । তাই ফাইনালের পথ খুঁজে বের করতে নিজেদের কৌশলে সঠিক থাকার ওপর জোর দিচ্ছেন হাবাস ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.