ETV Bharat / sports

ইস্টবেঙ্গলে আরও দুই বিদেশি ফুটবলার

author img

By

Published : Oct 18, 2020, 1:50 PM IST

14 বছরের দীর্ঘ কেরিয়ারে 32 বছর বয়সি পিলকিংটনের ঝুলিতে রয়েছে 83টি গোল ৷

ইস্টবেঙ্গলে পিলকিংটন,জোসুয়া আমাডি
ইস্টবেঙ্গলে পিলকিংটন,জোসুয়া আমাডি

কলকাতা, 18 অক্টোবর : আগেই অস্ট্রেলিয়ার "এ" লিগের দল ব্রিসবেন রোর থেকে লিয়েনে স্কট নেভিলকে নিয়েছে SC ইস্টবেঙ্গল । ফের ব্রিসবেন রোর-এর আরও এক ফুটবলারকে দলে নিল লাল-হলুদ ৷ SC ইস্টবেঙ্গলে এলেন ওয়েলসের স্ট্রাইকার অ্যারন জোশুয়া আমাডি হলোওয়ে ৷ পাশাপাশি আইরিশ মিডফিল্ডার ও প্রিমিয়র লিগের স্ট্রাইকার অ্যান্টনি পিলকিংটনকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে দলটি ৷ SC ইস্টবেঙ্গলের হয়ে ISL খেলতে দুজনেই ভারতে এসে পৌঁছেছেন ৷

তবে রবি ফাওলারের কোচিংয়ে ব্রিসবেন রোর-এর হয়ে একটি মরশুমই খেলেছেন অ্যারন আমাডি হলোওয়ে ৷ 2019 সালে অস্ট্রেলিয়ার "এ" লিগের দলে যোগ দেন তিনি ৷ 23টি ম্যাচে তাঁর গোলসংখ্যা মাত্র 1টি ৷ ওয়েলসের স্ট্রাইকার আমাডি হলোওয়ে 2009 সালে কেরিয়ার শুরু করেছিলেন কার্ডিফ সিটির যুবদলের হয়ে ৷ অন্যদিকে নরউইচ সিটির প্রাক্তন ফুটবলার অ্যান্টনি পিলকিংটন এখনও পর্যন্ত 400টি-র বেশি ম্যাচ খেলেছেন ৷ 14 বছরের দীর্ঘ কেরিয়ারে 32 বছর বয়সি পিলকিংটনের ঝুলিতে রয়েছে 83টি গোল ৷ 2011 থেকে 2014 পর্যন্ত নরউইচ সিটির হয়ে 75টি ম্যাচ খেলে 14টি গোল করেছেন ৷ 2014 থেকে 2019 পর্যন্ত খেলেছেন কার্ডিফ সিটির হয়ে ৷ প্রিমিয়র লিগের এই দলটির হয়ে 103টি ম্যাচে 20টি গোল রয়েছে তাঁর ৷ গোয়ায় পৌঁছে পিলকিংটন বলেছেন, "SC ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নামা মানেই সমর্থকদের প্রত্যাশা বেড়ে যায় ৷ সামনে যে চ্যালেঞ্জ আসবে তার মোকাবিলা করতে তৈরি আমরা ৷"

যুদ্ধকালীন তৎপরতায় SC ইস্টবেঙ্গলের দলগঠন করা হচ্ছে । বিদেশি ফুটবলার বাছাইয়ের কাজটা লাল-হলুদ কোচ রবি ফাওলার নিজে হাতে করছেন । নেভিল স্কটকে তিনিই বেছেছেন । এদিনের দুই বিদেশি তাঁরই পছন্দ । তিন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক্তনী এবং তিনজন অস্ট্রেলিয়ার "এ" লিগের বর্তমান ফুটবলারকে নিয়ে দলের বিদেশি ব্রিগেড সাজাতে চাইছেন ফাওলার। ধীরে ধীরে দলের বিদেশি ফুটবলারদের নাম সামনে নিয়ে আসা হচ্ছে । তবে এই দুই ফুটবলারের দ্রুত মানিয়ে নেওয়ার উপর অনেক কিছু নির্ভর করবে ।

কলকাতা, 18 অক্টোবর : আগেই অস্ট্রেলিয়ার "এ" লিগের দল ব্রিসবেন রোর থেকে লিয়েনে স্কট নেভিলকে নিয়েছে SC ইস্টবেঙ্গল । ফের ব্রিসবেন রোর-এর আরও এক ফুটবলারকে দলে নিল লাল-হলুদ ৷ SC ইস্টবেঙ্গলে এলেন ওয়েলসের স্ট্রাইকার অ্যারন জোশুয়া আমাডি হলোওয়ে ৷ পাশাপাশি আইরিশ মিডফিল্ডার ও প্রিমিয়র লিগের স্ট্রাইকার অ্যান্টনি পিলকিংটনকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে দলটি ৷ SC ইস্টবেঙ্গলের হয়ে ISL খেলতে দুজনেই ভারতে এসে পৌঁছেছেন ৷

তবে রবি ফাওলারের কোচিংয়ে ব্রিসবেন রোর-এর হয়ে একটি মরশুমই খেলেছেন অ্যারন আমাডি হলোওয়ে ৷ 2019 সালে অস্ট্রেলিয়ার "এ" লিগের দলে যোগ দেন তিনি ৷ 23টি ম্যাচে তাঁর গোলসংখ্যা মাত্র 1টি ৷ ওয়েলসের স্ট্রাইকার আমাডি হলোওয়ে 2009 সালে কেরিয়ার শুরু করেছিলেন কার্ডিফ সিটির যুবদলের হয়ে ৷ অন্যদিকে নরউইচ সিটির প্রাক্তন ফুটবলার অ্যান্টনি পিলকিংটন এখনও পর্যন্ত 400টি-র বেশি ম্যাচ খেলেছেন ৷ 14 বছরের দীর্ঘ কেরিয়ারে 32 বছর বয়সি পিলকিংটনের ঝুলিতে রয়েছে 83টি গোল ৷ 2011 থেকে 2014 পর্যন্ত নরউইচ সিটির হয়ে 75টি ম্যাচ খেলে 14টি গোল করেছেন ৷ 2014 থেকে 2019 পর্যন্ত খেলেছেন কার্ডিফ সিটির হয়ে ৷ প্রিমিয়র লিগের এই দলটির হয়ে 103টি ম্যাচে 20টি গোল রয়েছে তাঁর ৷ গোয়ায় পৌঁছে পিলকিংটন বলেছেন, "SC ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নামা মানেই সমর্থকদের প্রত্যাশা বেড়ে যায় ৷ সামনে যে চ্যালেঞ্জ আসবে তার মোকাবিলা করতে তৈরি আমরা ৷"

যুদ্ধকালীন তৎপরতায় SC ইস্টবেঙ্গলের দলগঠন করা হচ্ছে । বিদেশি ফুটবলার বাছাইয়ের কাজটা লাল-হলুদ কোচ রবি ফাওলার নিজে হাতে করছেন । নেভিল স্কটকে তিনিই বেছেছেন । এদিনের দুই বিদেশি তাঁরই পছন্দ । তিন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক্তনী এবং তিনজন অস্ট্রেলিয়ার "এ" লিগের বর্তমান ফুটবলারকে নিয়ে দলের বিদেশি ব্রিগেড সাজাতে চাইছেন ফাওলার। ধীরে ধীরে দলের বিদেশি ফুটবলারদের নাম সামনে নিয়ে আসা হচ্ছে । তবে এই দুই ফুটবলারের দ্রুত মানিয়ে নেওয়ার উপর অনেক কিছু নির্ভর করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.