ETV Bharat / sports

ভারতীয় কোচের তুলনায় এগিয়ে আলেয়ান্দ্রো, বলছেন আম্বেকর - alejandro garcia menendez

স্প্যানিশ কোচের প্রশিক্ষণের নতুন স্টাইলে খুশি অভিষেক আম্বেকর । মোহনবাগান থেকে এবছরই ইস্টবেঙ্গলে এসেছেন । শংকরলাল চক্রবর্তী, খালিদ জামিলের কোচিংয়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অভিষেক আম্বেকর স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার কোচিং স্টাইলে খুশি ।

আম্বেকর
author img

By

Published : Jul 27, 2019, 8:57 PM IST

কলকাতা, 27 জুলাই : দামি ফুড সাপ্লিমেন্ট বা ড্রিংকস নয়, ফুটবলারদের শরীর ঠিক রাখতে দেশি ডাবের জলে ভরসা রাখছেন কার্লোস নোদার । তাই চড়া রোদে অনুশীলনের পরে সাজঘরে ফিরেই ডাবের জলে গলা ভেজাচ্ছেন বোরহা, কোলাডো, লালরিনডিকা রালতেরা । শরীরের সোডিয়াম পটাসিয়ামের মাত্রা যাতে ঠিক থাকে সেজন্য নোদার দেশি ডাবের জল খাওয়ার নির্দেশ দিয়েছেন । ফিটনেস ট্রেনিং, প্রয়োজনীয় খাদ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি ইস্টবেঙ্গলে চলছে ডুরান্ড কাপের প্রস্তুতি । শক্তিশালী দল গড়ে ডুরান্ডে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । সেই লক্ষ্য্যে তিনি এই ক'দিন সিচুয়েশন প্র্যাকটিসে যোগ দিয়েছেন । দ্রুত লয়ের পাসে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার কৌশল শেখাচ্ছেন ।

স্প্যানিশ কোচের নতুন স্টাইলে খুশি অভিষেক আম্বেকর । মোহনবাগান থেকে এবছরই ইস্টবেঙ্গলে এসেছেন । শংকরলাল চক্রবর্তী, খালিদ জামিলের কোচিংয়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অভিষেক আম্বেকর স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার কোচিং স্টাইলে খুশি । সরাসরি তুলনা না করলেও মুম্বইয়ের তরুণ ফুটবলার বলছেন ভারতীয় কোচের সঙ্গে স্প্যানিশ কোচের তফাৎ আসমান-জমিনের । স্পেনের ফুটবল মানের সঙ্গে ভারতীয় ফুটবলের তফাৎ যতটা আলেয়ান্দ্রোর সঙ্গে ভারতীয় কোচের গুণগত ফারাক ততটাই । ইস্টবেঙ্গলে খেলতে এসে ফুটবলের আনন্দ উপভোগ করছেন । চুলোভা দলবদল করায় এখন লেফটব্যাকের দায়িত্ব পালন করতে হবে । অভিষেক আম্বেকর বলছেন, তিনি নতুন চ্যালেঞ্জ উপভোগ করছেন । কোনও তুলনা চান না । নিজের সেরাটা দিয়ে ক্লাবকে সাফল্য এনে দেওয়াই পাখির চোখ বিমল ঘোষের প্রাক্তন ছাত্রের ।

কলকাতা, 27 জুলাই : দামি ফুড সাপ্লিমেন্ট বা ড্রিংকস নয়, ফুটবলারদের শরীর ঠিক রাখতে দেশি ডাবের জলে ভরসা রাখছেন কার্লোস নোদার । তাই চড়া রোদে অনুশীলনের পরে সাজঘরে ফিরেই ডাবের জলে গলা ভেজাচ্ছেন বোরহা, কোলাডো, লালরিনডিকা রালতেরা । শরীরের সোডিয়াম পটাসিয়ামের মাত্রা যাতে ঠিক থাকে সেজন্য নোদার দেশি ডাবের জল খাওয়ার নির্দেশ দিয়েছেন । ফিটনেস ট্রেনিং, প্রয়োজনীয় খাদ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি ইস্টবেঙ্গলে চলছে ডুরান্ড কাপের প্রস্তুতি । শক্তিশালী দল গড়ে ডুরান্ডে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া । সেই লক্ষ্য্যে তিনি এই ক'দিন সিচুয়েশন প্র্যাকটিসে যোগ দিয়েছেন । দ্রুত লয়ের পাসে প্রতিপক্ষ রক্ষণ ভাঙার কৌশল শেখাচ্ছেন ।

স্প্যানিশ কোচের নতুন স্টাইলে খুশি অভিষেক আম্বেকর । মোহনবাগান থেকে এবছরই ইস্টবেঙ্গলে এসেছেন । শংকরলাল চক্রবর্তী, খালিদ জামিলের কোচিংয়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অভিষেক আম্বেকর স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার কোচিং স্টাইলে খুশি । সরাসরি তুলনা না করলেও মুম্বইয়ের তরুণ ফুটবলার বলছেন ভারতীয় কোচের সঙ্গে স্প্যানিশ কোচের তফাৎ আসমান-জমিনের । স্পেনের ফুটবল মানের সঙ্গে ভারতীয় ফুটবলের তফাৎ যতটা আলেয়ান্দ্রোর সঙ্গে ভারতীয় কোচের গুণগত ফারাক ততটাই । ইস্টবেঙ্গলে খেলতে এসে ফুটবলের আনন্দ উপভোগ করছেন । চুলোভা দলবদল করায় এখন লেফটব্যাকের দায়িত্ব পালন করতে হবে । অভিষেক আম্বেকর বলছেন, তিনি নতুন চ্যালেঞ্জ উপভোগ করছেন । কোনও তুলনা চান না । নিজের সেরাটা দিয়ে ক্লাবকে সাফল্য এনে দেওয়াই পাখির চোখ বিমল ঘোষের প্রাক্তন ছাত্রের ।

Intro:দামি ফুড সাপ্লিমেন্ট বা ড্রিংকস নয়, ফুটবলারদের শরীর ঠিক রাখতে দেশি ডাবের জলে ভরসা রাখছেন কার্লোস নোদার। তাই চড়া রোদে অনুশীলনের পরে সাজঘরে ফিরেই ডাবের জলে গলা ভেজাচ্ছেন বোরহা,কোলাডো,লালরিনডিকা রালতেরা। শরীরের সোডিয়াম পটাসিয়ামের মাত্রা যাতে ঠিক থাকে সেজন্য নোদার দেশি ডাবের জল খাওয়ার নির্দেশ দিয়েছেন। ফিটনেস ট্রেনিং, প্রয়োজনীয় খাদ্য অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ইস্টবেঙ্গলে চলছে ডুরান্ড কাপের প্রস্তুতি। শক্তিশালী দল গড়ে ডুরান্ডে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। সেই লক্ষ্যে তিনি এই কদিন সিচুয়েশন প্র্যাকটিসে যোগ দিয়েছেন। দ্রুত লয়ের পাসে প্রতিপক্ষ রক্ষন ভাঙার কৌশল শেখাচ্ছেন। স্প্যানিশ কোচের নতুন স্টাইলে খুশি অভিষেক আম্বেকর। মোহনবাগান থেকে এবছরই ইস্টবেঙ্গলে এসেছেন। শংকরলাল চক্রবর্তী, খালিদ জামিলের কোচিং এ খেলার অভিঞ্জতা সম্পন্ন অভিষেক আম্বেকর স্প্যানিশ কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া র কোচিং স্টাইলে খুশি। সরাসরি তুলনা না করলেও মুম্বই য়ের তরুন ফুটবলার বলছেন ভারতীয় কোচের সঙ্গে স্প্যানিশ কোচের তফাৎ আসমান জমিনের। স্পেনের ফুটবল মানের সঙ্গে ভারতীয় ফুটবলের তফাৎ যতটা আলেয়ান্দ্রো র সঙ্গে ভারতীয় কোচের গুনগত ফারাক ততটাই। ইস্টবেঙ্গলে খেলতে এসে ফুটবলের আনন্দ উপভোগ করছেন। চুলোভা দলবদল করায় এখন লেফটব্যাকের দায়িত্ব পালন করতে হবে। অভিষেক আম্বেকর বলছেন তিনি নতুন চ্যালেঞ্জ উপভোগ করছেন। কোনও তুলনা চান না। নিজের সেরাটা দিয়ে ক্লাবকে সাফল্য এনে দেওয়াই পাখির চোখ বিমল ঘোষের প্রাক্তন ছাত্রের।



Body:ইস্টবেঙ্গল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.