ETV Bharat / sports

বিদেশি ফুটবলার কমানোর সিদ্ধান্তে সিলমোহর ফেডারেশনের - সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আইলিগে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর সুপারিশ করেছিল । কার্যকরী কমিটি 2020-21 মরশুম থেকে এই নিয়ম চালু করার বিষয়ে সিলমোহর দিয়েছে । অতএব নতুন মরশুমেই আইলিগে বিদেশির সংখ্যা কমছে ।

বিদেশি ফুটবলার নিয়ে নয়া নিয়মে শিলমোহর ফেডারেশনের
বিদেশি ফুটবলার নিয়ে নয়া নিয়মে শিলমোহর ফেডারেশনের
author img

By

Published : May 13, 2020, 11:37 PM IST

দিল্লি, 13 মে: বিদেশি ফুটবলার সংক্রান্ত নতুন নিয়মে সিলমোহর দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । বুধবার দিল্লিতে আইলিগ এবং ISL-এর দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন AIFF প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল । ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আইলিগে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর সুপারিশ করেছিল । তিনজন বিদেশি ফুটবলারের পাশাপাশি একজন এশীয় কোটার ফুটবলার প্রথম একাদশে রাখার কথা বলেছিলেন । তবে তা 2021-22 মরশুম থেকে করার কথা বলেছিল টেকনিক্যাল কমিটি । কিন্তু কার্যকরী কমিটি 2020-21 মরশুম থেকে এই নিয়ম চালু করার বিষয়ে সিলমোহর দিয়েছে । অতএব নতুন মরশুমেই আইলিগে বিদেশির সংখ্যা কমছে ।

পাশাপাশি ISL-এও বিদেশি ফুটবলার সংখ্যা কমানোর সুপারিশ করা হয়েছিল । কিন্তু এই বিষয়ে FSDL এবং ফেডারেশন যৌথভাবে পরিকল্পনা করে কার্যকরী কমিটির সামনে রিপোর্ট দিতে চেয়েছে । তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । এই মরশুমে না হলেও 2021-22 মরশুমে ISL-এ বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর সুপারিশ করেছে ফেডারেশনের কার্যকরী কমিটি । বুধবারের এই বৈঠকে কমিটি ISL-এর ম্যাচ সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে । AFC-র নিয়ম অনুসারে AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে অন্তত 27টি ম্যাচ খেলতে হবে । এই নিয়ম পালন করতে হলে ISL-এ দল সংখ্যা বাড়াতে হবে না হলে দশ দলের ISL পারস্পরিক লড়াইয়ের ম্যাচ সংখ্যা তিনটি করতে হবে ।

ইস্টবেঙ্গল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের কাছে এই মরশুম থেকে ISL খেলা নিয়ে সুপারিশ করেছে । কিন্তু কোরোনা পরিস্থিতিতে বর্তমান অবস্থা এতটাই খারাপ যে ইস্টবেঙ্গলের এই মরশুমে ISL খেলার সম্ভাবনা কার্যত শূন্য । তাই পারস্পরিক তিনটি ম্যাচ হোম অ্যাওয়ে এবং নিউট্রাল ভেনিউয়ে ম্যাচ আয়োজন করে AFC-র নির্দেশ মানার চেষ্টা করার সম্ভাবনা বেশি । তবে ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে ISL এবং আইলিগে ম্যাচ সংখ্যা বাড়ানোর কথা বলেছেন ফেডারেশনের প্রেসিডেন্ট ।

চলতি বছরে ঘরের মাঠে অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ রয়েছে । সেই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের ব্যাপারে আগ্রহী ফেডারেশন। এছাড়া মেয়েদের ফুটবলের সামগ্রিক উন্নয়নে জোর দেওয়ার কথা এই বৈঠকে আলোচনা হয়েছে । সেই জন্য ISL এবং আইলিগের দলগুলোকে মেয়েদের দল তৈরির কথা বলা হয়েছে । এদিনের বৈঠকে ফেডারেশনের প্রেসিডেন্ট ছাড়াও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, সচিব কুশল দাস সহ সব পদাধিকারীরা যোগ দিয়েছিলেন ।

দিল্লি, 13 মে: বিদেশি ফুটবলার সংক্রান্ত নতুন নিয়মে সিলমোহর দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । বুধবার দিল্লিতে আইলিগ এবং ISL-এর দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন AIFF প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল । ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আইলিগে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর সুপারিশ করেছিল । তিনজন বিদেশি ফুটবলারের পাশাপাশি একজন এশীয় কোটার ফুটবলার প্রথম একাদশে রাখার কথা বলেছিলেন । তবে তা 2021-22 মরশুম থেকে করার কথা বলেছিল টেকনিক্যাল কমিটি । কিন্তু কার্যকরী কমিটি 2020-21 মরশুম থেকে এই নিয়ম চালু করার বিষয়ে সিলমোহর দিয়েছে । অতএব নতুন মরশুমেই আইলিগে বিদেশির সংখ্যা কমছে ।

পাশাপাশি ISL-এও বিদেশি ফুটবলার সংখ্যা কমানোর সুপারিশ করা হয়েছিল । কিন্তু এই বিষয়ে FSDL এবং ফেডারেশন যৌথভাবে পরিকল্পনা করে কার্যকরী কমিটির সামনে রিপোর্ট দিতে চেয়েছে । তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । এই মরশুমে না হলেও 2021-22 মরশুমে ISL-এ বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর সুপারিশ করেছে ফেডারেশনের কার্যকরী কমিটি । বুধবারের এই বৈঠকে কমিটি ISL-এর ম্যাচ সংখ্যা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে । AFC-র নিয়ম অনুসারে AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে অন্তত 27টি ম্যাচ খেলতে হবে । এই নিয়ম পালন করতে হলে ISL-এ দল সংখ্যা বাড়াতে হবে না হলে দশ দলের ISL পারস্পরিক লড়াইয়ের ম্যাচ সংখ্যা তিনটি করতে হবে ।

ইস্টবেঙ্গল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের কাছে এই মরশুম থেকে ISL খেলা নিয়ে সুপারিশ করেছে । কিন্তু কোরোনা পরিস্থিতিতে বর্তমান অবস্থা এতটাই খারাপ যে ইস্টবেঙ্গলের এই মরশুমে ISL খেলার সম্ভাবনা কার্যত শূন্য । তাই পারস্পরিক তিনটি ম্যাচ হোম অ্যাওয়ে এবং নিউট্রাল ভেনিউয়ে ম্যাচ আয়োজন করে AFC-র নির্দেশ মানার চেষ্টা করার সম্ভাবনা বেশি । তবে ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে ISL এবং আইলিগে ম্যাচ সংখ্যা বাড়ানোর কথা বলেছেন ফেডারেশনের প্রেসিডেন্ট ।

চলতি বছরে ঘরের মাঠে অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ রয়েছে । সেই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের ব্যাপারে আগ্রহী ফেডারেশন। এছাড়া মেয়েদের ফুটবলের সামগ্রিক উন্নয়নে জোর দেওয়ার কথা এই বৈঠকে আলোচনা হয়েছে । সেই জন্য ISL এবং আইলিগের দলগুলোকে মেয়েদের দল তৈরির কথা বলা হয়েছে । এদিনের বৈঠকে ফেডারেশনের প্রেসিডেন্ট ছাড়াও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, সচিব কুশল দাস সহ সব পদাধিকারীরা যোগ দিয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.