ETV Bharat / sports

খেয়েছেন মেসির গোল, পেলেন বিয়ারের বোতল - beer bottles sent to 160 goalkeepers against whom messi scored goal

বার্সেলানা তারকার এই রেকর্ড অন্যভাবে উদযাপন করল অ্যামেরিকার এক বিয়ার প্রস্তুতকারী সংস্থা ৷ মেসি যে সকল গোলরক্ষকের বিরুদ্ধে গোল করেছেন তাঁদের সবাইকে বিয়ারের বোতল দিল তারা ৷

লিওনেল মেসি
লিওনেল মেসি
author img

By

Published : Dec 25, 2020, 8:39 PM IST

দিল্লি, 25 ডিসেম্বর : সম্প্রতি বিশ্ব রেকর্ড গড়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ৷ কোনও একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বাধিক 644টি গোল করেছেন তিনি ৷ ভাল্লাদোলিদের বিরুদ্ধে গোল করার পরই এই রেকর্ড স্পর্শ করেন ৷

তবে বার্সেলানা তারকার এই রেকর্ড অন্যভাবে উদযাপন করল অ্যামেরিকার বিয়ার প্রস্তুতকারী এক সংস্থা ৷ মেসি যে সকল গোলরক্ষকের বিরুদ্ধে গোল করেছেন তাঁদের সবাইকে পার্সোনালাইজ়ড বিয়ারের বোতল দিল তারা ৷ প্রতিটি বোতলের উপর মেসির একটি করে গোল করার ছবি দেওয়া আছে ৷ মোট 160 জন গোলরক্ষককে 644টি বিয়ারের বোতল দেওয়া হয়েছে ৷

প্রাক্তন ভ্যালেন্সিয়া গোলরক্ষক দিয়াগো অ্যালভেস পেয়েছেন 19টি বোতল ৷ তাঁর বিরুদ্ধেই মেসি সর্বাধিক গোল করেন ৷ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ৷ তিনি মেসির বিরুদ্ধে 17টি গোল খেয়েছেন ৷

রেকর্ড গড়ার পর ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন মেসি ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ আমি যখন ফুটবল খেলা শুরু করি, ভাবিনি কোনও রেকর্ড ভাঙব ৷ বিশেষ করে আজ পেলের রেকর্ড ভাঙলাম ৷ এই বছরগুলিতে যারা আমাকে সাহায্য করেছি, আমার সহ খেলোয়াড়রা, আমার পরিবার, বন্ধু, সমর্থক সবাইকে অসংখ্য ধন্যবাদ ৷’’

আরও পড়ুন :- লজ্জার হারের পর বক্সিং ডে টেস্টে রাহানের ভরসা কারা ?

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলে ধরা হয় লিওনেল মেসিকে ৷ কেরিয়ারের শুরু 2005 সাল থেকে বার্সেলোনায় খেলছেন তিনি ৷ তাঁর অধীনে বার্সা লা-লিগায় একটি শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে ৷

দিল্লি, 25 ডিসেম্বর : সম্প্রতি বিশ্ব রেকর্ড গড়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ৷ কোনও একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বাধিক 644টি গোল করেছেন তিনি ৷ ভাল্লাদোলিদের বিরুদ্ধে গোল করার পরই এই রেকর্ড স্পর্শ করেন ৷

তবে বার্সেলানা তারকার এই রেকর্ড অন্যভাবে উদযাপন করল অ্যামেরিকার বিয়ার প্রস্তুতকারী এক সংস্থা ৷ মেসি যে সকল গোলরক্ষকের বিরুদ্ধে গোল করেছেন তাঁদের সবাইকে পার্সোনালাইজ়ড বিয়ারের বোতল দিল তারা ৷ প্রতিটি বোতলের উপর মেসির একটি করে গোল করার ছবি দেওয়া আছে ৷ মোট 160 জন গোলরক্ষককে 644টি বিয়ারের বোতল দেওয়া হয়েছে ৷

প্রাক্তন ভ্যালেন্সিয়া গোলরক্ষক দিয়াগো অ্যালভেস পেয়েছেন 19টি বোতল ৷ তাঁর বিরুদ্ধেই মেসি সর্বাধিক গোল করেন ৷ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ৷ তিনি মেসির বিরুদ্ধে 17টি গোল খেয়েছেন ৷

রেকর্ড গড়ার পর ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন মেসি ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ আমি যখন ফুটবল খেলা শুরু করি, ভাবিনি কোনও রেকর্ড ভাঙব ৷ বিশেষ করে আজ পেলের রেকর্ড ভাঙলাম ৷ এই বছরগুলিতে যারা আমাকে সাহায্য করেছি, আমার সহ খেলোয়াড়রা, আমার পরিবার, বন্ধু, সমর্থক সবাইকে অসংখ্য ধন্যবাদ ৷’’

আরও পড়ুন :- লজ্জার হারের পর বক্সিং ডে টেস্টে রাহানের ভরসা কারা ?

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলে ধরা হয় লিওনেল মেসিকে ৷ কেরিয়ারের শুরু 2005 সাল থেকে বার্সেলোনায় খেলছেন তিনি ৷ তাঁর অধীনে বার্সা লা-লিগায় একটি শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.