কলকাতা, 6 ডিসেম্বর : কোরোনা পরবর্তী যুগে আই লিগ দ্বিতীয় ডিভিশন দিয়ে কলকাতা ময়দানে ফিরেছিল ফুটবল । আইএসএলের মাঝে ফের একবার তিলোত্তমার বুকে ফিরছে ফুটবল । আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড । 123তম আইএফএ শিল্ডের প্রথমদিন মাঠে নামছে মহমেডান ।
ফুটবলের মক্কায় ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড শুরু হচ্ছে ময়দানের দুই প্রধানকে ছাড়াই । আইএসএলের কারণে এবার খেলছে না ইস্টবেঙ্গল ও মোহনবাগান । তবে তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিং থাকছে । টুর্নামেন্ট শুরু হচ্ছে ডাবল হেডার দিয়ে । যার মধ্যে একটি ম্যাচে খিদিরপুরের মুখোমুখি হবে মহমেডান । একসময় জায়ান্ট কিলার হিসেবে পরিচিত খিদিরপুর চলতি মরশুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল । কিন্তু কোরোনার কারণে কলকাতা লিগ না হওয়ায় তাদের প্রত্যাবর্তন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয় । শেষ পর্যন্ত আইএফএ শিল্ড আয়োজিত হওয়ায় খিদিরপুর ফুটবলের মূলস্রোতে ফিরে এল ।
আরও পড়ুন : আইএসএলে হারের হ্যাটট্রিক এসসি ইস্টবেঙ্গলের
প্রথম ম্যাচে খিদিরপুরের মত অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে সমীহের সুর মহমেডান স্পোর্টিংয়ে । কোচ জোস হেভিয়া বলেছেন, "আমাদের প্রস্তুতি ভালো হয়েছে । খিদিরপুরের বিরুদ্ধে ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি ।" যুবভারতী ক্রীড়াঙ্গনে দুপুর দেড়টায় শুরু প্রথম ম্যাচ । আজ মুখোমুখি হবে পিয়ারলেস ও সুদেবা এফসি । আই লিগের চারটি দল এবার আইএফএ শিল্ড খেলবে । আই লিগের মূলপর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে পারবে তারা । 12 দলের টুর্নামেন্টে আই লিগের দলও রয়েছে ।
যদিও কোরোনা পরিস্থিতিতে থাকছে না বায়োবাবল বা জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা । কারণ জৈব সুরক্ষা বলয় আয়োজনে বিপুল অর্থব্যয় । তাই অংশগ্রহণকারী দলগুলো তাদের মতো করে কোরোনা বিধিনিষেধ মেনে অংশ নিচ্ছে । জৈব সুরক্ষা বলয়ের অভাবের দিকে আঙুল তোলার পরিবর্তে মহমেডানের স্প্যানিশ কোচ জোসে হেভিয়া নিজের দলের প্রস্তুতি নিয়ে বেশি চিন্তিত । সাদা কালো কোচ বলেছেন, "ভালো পারফরম্যান্সের জন্য সবাই মুখিয়ে রয়েছে । প্রত্যাশার পারদ চড়ছে । তাই জয় ছাড়া অন্যকিছু ভাবছি না ।"
আরও পড়ুন : জামশেদপুর এফসি ম্যাচের প্রস্তুতি শুরু অরিন্দম, প্রবীরদের
আইএফএ শিল্ডে ভালো খেলার কথা বললেও হেভিয়া মনে করিয়ে দিয়েছেন, আই লিগে সাফল্যই তাদের পাখির চোখ । তবে শিল্ডে ভালো ফল করাকেও পিছিয়ে রাখছেন না । কারণ এই টুর্নামেন্টের সাফল্য দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে ।