নয়া দিল্লি, 23 এপ্রিল : জিম্বাবোয়ে 9 উইকেটে 118 ৷ পাকিস্তান 99 রানে অলআউট ৷ 19 রানে জয়ী জিম্বাবোয়ে ৷ সম্প্রতিক কালে এমন জয় জিম্বাবোয়ে শেষ কবে পেয়েছে তা অবশ্যই খুঁজে দেখতে হবে ৷ 3 ম্যাচের টি-20 সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 19 রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল জিম্বাবোয়ে ৷
ক্রিকেট অনিশ্চিয়তার খেলা ৷ বহু ম্যাচ শুধু মাত্র কয়েকটি বলের ব্যবধানেই ঘুরে গিয়েছে ৷ প্রায় হারতে চলা ম্যাচ কখনও একার হাতেই ঘুরিয়ে দিয়েছেন 10 বা 11 নম্বরে নামা ব্যাটসম্যান ৷
তবে যেহতু দলটা জিম্বাবোয়ে ও প্রতিপক্ষ আইসিসি র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা পাকিস্তান, তাই এটা নিঃসন্দহে জিম্বাবোয়ের বড় জয় তা বলাই যায় ৷
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৷ ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ব্রেন্ডন টেলরের উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবোয়ে ৷ সেই বিপর্যয় আর সামলাতে পারেনি তাঁরা ৷ দলের হয়ে সর্বোচ্চ রান ওপেনার কামুনহুকামোয়ের 40 বলে 34 রান ৷ পাকিস্তানি বোলারদের দাপটে 118 রানে শেষ হয় জিম্বাবোয়ের ইনিংস ৷
আরও পড়ুন : প্রথম উইকেটরক্ষক হিসেবে আইপিএলে 150 শিকার ধোনির
সহজ টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তানও ৷ দলের সর্বাধিক অধিনায়ক বাবর আজমের 41 রান ৷ তবে বাবর আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস ৷ শেষ পর্যন্ত 99 রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস ৷ 3 ম্যাচের সিরিজে তাই শেষ ম্যাচ নির্ণায়ক হয়ে দাঁড়াল ৷