ETV Bharat / sports

West Indies vs India 1st Test: পূজারার 3 নম্বরে শুভমন, জাতীয় দলে ফেরার রাস্তা বন্ধ হচ্ছে সৌরাষ্ট্রের ব্যাটারের ? - India

ভারতীয় দলের তিন নম্বরে ফেরার রাস্তা কি তবে বন্ধ হতে বসেছে চেতেশ্বর পূজারার জন্য ? রোহিত শর্মার সাক্ষাৎকারের পর সেই সম্ভাবনাই জোড়াল হচ্ছে ৷ অন্যদিকে, আজ ভারতীয় টেস্ট দলে অভিষেক হতে চলেছেন যস্বশী জয়সওয়ালের ৷

West Indies vs India 1st Test ETV BHARAT
West Indies vs India 1st Test
author img

By

Published : Jul 12, 2023, 12:30 PM IST

3 নম্বরে শুভমন গিলকে খেলাবে ভারত, টেস্ট অভিষেকের পথে যস্বশী

ডমিনিকা, 12 জুলাই: শিখর ধওয়ানের পর এবার কি ভারতীয় দল থেকে চেতেশ্বর পূজারা প্রস্থানের পালা ? রোহিত শর্মার বিসিসিআই পোডকাস্টে দেওয়া সাক্ষাৎকারের পর সেটাই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ ৷ রোহিত জানান, বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হবে মুম্বইয়ের ক্রিকেটার যস্বশী জয়সওয়ালের ৷ রোহিতের সঙ্গে ওপেন করবেন এই তরুন ব্য়াটার। আর শুভমন গিল খেলবেন 3 নম্বরে ৷ অর্থাৎ, চেতেশ্বর পূজারার জায়গায় ৷ এরপরই গুঞ্জন শুরু হয়েছে, তবে কি এবার চেতেশ্বর পূজারা পর্ব শেষ করে দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট ?

রোহিত তাঁর সাক্ষাৎকারে জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট বহুদিন ধরে টেস্ট ক্রিকেটে একজন ভালো বাঁ-হাতি ব্যাটার খুঁজছিল ৷ সেদিক থেকে যস্বশীকে আদর্শ বলে মনে করেন ভারত অধিনায়ক ৷ তিনি আশা করেন, খুব দ্রুত ভারতীয় দলের ওপেনিং স্লটে নিজের জায়গা পাকা করে ফেলবেন উত্তরপ্রদেশের যুবক ৷ আর গত কয়েক সিরিজে রোহিতের সঙ্গে ওপেন করা শুভমান গিল খেলবেন 3 নম্বরে ৷

রোহিতের কথায়, "শুভমন নিজে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছেন এ নিয়ে ৷ রাহুলকে শুভমন জানিয়েছে, কেরিয়ারে বেশিরভাগ সাফল্য 3 ও 4 নম্বরে ব্যাট করেই পেয়েছে ৷ তাই মিডল অর্ডারে খেলতে চায় ৷ আর এটা ভারতীয় দলের প্রেক্ষিতেও খুব ভালো খবর ৷" তবে, চেতেশ্বর পূজারার মতো সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারের জন্য বিষয়টি মোটেও ভালো নয় ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থতার পর পূজারাকে প্রাথমিক দল থেকেই বাদ দিয়েছিল চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি ৷

আরও পড়ুন: ক্যারিবিয়ান কিংবদন্তির বিরুদ্ধে টেস্ট অভিষেক, এবার তাঁর ছেলের বিরুদ্ধে খেলবেন বিরাট

তবে, দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে সেঞ্চুরি করে তার জবাব দিয়েছিলেন পূজি ৷ কিন্তু, ভারতীয় দল আগামী একবছরে অন্তত তাঁর কথা 3 নম্বরে ভাবছে না ৷ এর মূল কারণ, যস্বশী জয়সওয়ালকে ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে অন্তত 1 বছর সময় অবশ্যই দেবে বোর্ড ৷ সেখানে শুভমন গিল 3 নম্বরে খেলবেন ৷ আর বাঁ-হাতি ওপেনার নিজের জায়গা পাকা করতে পারলে, পূজারার জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় শেষ হয়ে আসবে ।

3 নম্বরে শুভমন গিলকে খেলাবে ভারত, টেস্ট অভিষেকের পথে যস্বশী

ডমিনিকা, 12 জুলাই: শিখর ধওয়ানের পর এবার কি ভারতীয় দল থেকে চেতেশ্বর পূজারা প্রস্থানের পালা ? রোহিত শর্মার বিসিসিআই পোডকাস্টে দেওয়া সাক্ষাৎকারের পর সেটাই মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ ৷ রোহিত জানান, বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হবে মুম্বইয়ের ক্রিকেটার যস্বশী জয়সওয়ালের ৷ রোহিতের সঙ্গে ওপেন করবেন এই তরুন ব্য়াটার। আর শুভমন গিল খেলবেন 3 নম্বরে ৷ অর্থাৎ, চেতেশ্বর পূজারার জায়গায় ৷ এরপরই গুঞ্জন শুরু হয়েছে, তবে কি এবার চেতেশ্বর পূজারা পর্ব শেষ করে দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট ?

রোহিত তাঁর সাক্ষাৎকারে জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট বহুদিন ধরে টেস্ট ক্রিকেটে একজন ভালো বাঁ-হাতি ব্যাটার খুঁজছিল ৷ সেদিক থেকে যস্বশীকে আদর্শ বলে মনে করেন ভারত অধিনায়ক ৷ তিনি আশা করেন, খুব দ্রুত ভারতীয় দলের ওপেনিং স্লটে নিজের জায়গা পাকা করে ফেলবেন উত্তরপ্রদেশের যুবক ৷ আর গত কয়েক সিরিজে রোহিতের সঙ্গে ওপেন করা শুভমান গিল খেলবেন 3 নম্বরে ৷

রোহিতের কথায়, "শুভমন নিজে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছেন এ নিয়ে ৷ রাহুলকে শুভমন জানিয়েছে, কেরিয়ারে বেশিরভাগ সাফল্য 3 ও 4 নম্বরে ব্যাট করেই পেয়েছে ৷ তাই মিডল অর্ডারে খেলতে চায় ৷ আর এটা ভারতীয় দলের প্রেক্ষিতেও খুব ভালো খবর ৷" তবে, চেতেশ্বর পূজারার মতো সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারের জন্য বিষয়টি মোটেও ভালো নয় ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থতার পর পূজারাকে প্রাথমিক দল থেকেই বাদ দিয়েছিল চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি ৷

আরও পড়ুন: ক্যারিবিয়ান কিংবদন্তির বিরুদ্ধে টেস্ট অভিষেক, এবার তাঁর ছেলের বিরুদ্ধে খেলবেন বিরাট

তবে, দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে সেঞ্চুরি করে তার জবাব দিয়েছিলেন পূজি ৷ কিন্তু, ভারতীয় দল আগামী একবছরে অন্তত তাঁর কথা 3 নম্বরে ভাবছে না ৷ এর মূল কারণ, যস্বশী জয়সওয়ালকে ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে অন্তত 1 বছর সময় অবশ্যই দেবে বোর্ড ৷ সেখানে শুভমন গিল 3 নম্বরে খেলবেন ৷ আর বাঁ-হাতি ওপেনার নিজের জায়গা পাকা করতে পারলে, পূজারার জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় শেষ হয়ে আসবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.