হ্যামিল্টন, 21 মার্চ : অভিজ্ঞ অফ-স্পিনার নিদা দারের দুর্দান্ত বোলিং, ওপেনার মুনিবা আলির চওড়া ব্যাটে ভর করে আইসিসি মহিলা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারাল পাকিস্তান ৷ বিশ্বকাপের মঞ্চে টানা 18টা পরাজয়ের পর জয়ের মুখ দেখল বিশমা মারুফের দল ৷ 13 বছর পর বিশ্বসেরার লড়াইয়ে জয়ের মুখ দেখল পাক মহিলা ক্রিকেট টিম ৷ সোমবার হ্যামিল্টনের সেডন পার্কে বৃষ্টিভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ কমিয়ে 20 ওভারের করা হয় (Pakistan Women Beat West Indies Women) ।
টস জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান ৷ 20 ওভারে 7 উইকেট খুইয়ে 89 রান তোলে ডিয়েন্ড্রা ডট্টিন, স্টেফানি টেলররা । রান তাড়া করতে নেমে 18.5 ওভারে 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান । 2009 সালের পর মহিলাদের বিশ্বকাপে প্রথম জয় পেল তাঁরা । অন্যদিকে, 6 ম্যাচের 3টি ম্যাচে হারলেও 6 পয়েন্ট নিয়ে এখনও তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ । 2 পয়েন্ট নিয়ে টেবিলের শেষে রয়েছে পাকিস্তান ৷
-
A winning performance on and off the field 🇵🇰 🎵
— ICC (@ICC) March 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
📽️: @TheRealPCB | #CWC22 | #TeamPakistan pic.twitter.com/ECu5BNlWWH
">A winning performance on and off the field 🇵🇰 🎵
— ICC (@ICC) March 21, 2022
📽️: @TheRealPCB | #CWC22 | #TeamPakistan pic.twitter.com/ECu5BNlWWHA winning performance on and off the field 🇵🇰 🎵
— ICC (@ICC) March 21, 2022
📽️: @TheRealPCB | #CWC22 | #TeamPakistan pic.twitter.com/ECu5BNlWWH
পাকিস্তানের এই জয়ের স্থপতি 35 বছর বয়সি নিদা দার ৷ 4 ওভারে 10 রান খরচ করে গুরুত্বপূর্ণ 4 ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি ৷ 1টি করে উইকেট পেয়েছেন ওমাইমা সোহেল, ফতিমা সানা ৷ তাঁদের দাপটে ব্যক্তিগত দু'অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন মাত্র তিনজন ক্যারিবিয়ান ব্যাটার, ডিয়েন্দ্রা ডটিন (27 রান), অধিনায়ক স্টেফানি টেলর (18 রান) এবং এফি ফ্লেচার (12 রান) ৷
ওপেনার মুনিবা আলির 43 বলে 37 রানের ইনিংসে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান ৷ অধিনায়ক বিশমা মারুফ (অপরাজিত 20) এবং ওমাইমা সোহেল (অপরাজিত 22) তৃতীয় উইকেটে 33 রানের জুটি গড়ে পাকিস্তানের 13 বছরের শাপমুক্তি ঘটালেন ৷