ETV Bharat / sports

WTC final: টস জিতলে কী করা উচিত কোহলির ? পরামর্শ দিলেন সৌরভ - wtc final toss

ভারত ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট 18 টি ম্যাচ খেলেছে ৷ 18 ম্যাচের মধ্যে ভারত টস জিতেছে 5 টি ম্যাচ ৷ ভারত টস জিতে পাঁচ ম্যাচেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ৷ অপরদিকে কিউইরাও চ্যাম্পিয়নশিপে মোট 5 টি ম্যাচ জিতেছে, তবে তারা খেলেছে মাত্র 13 টি ম্যাচ ৷ পাঁচ ম্যাচে নিউজিল্যান্ড চার বার প্রথম বল করার সিদ্ধান্ত নেয় ৷ এক দল প্রথম ব্যাট করতে পছন্দ করে, এক দল বল ৷ কে কোনটা বেছে নেবে, সেটাই দেখার ৷

WTC fina toss
টস জিতলে কী করা উচিত কোহলির
author img

By

Published : Jun 18, 2021, 9:00 AM IST

সাউদাম্পটন, 18 জুন : টেস্ট ক্রিকেটে টস খুবই গুরুত্বপূর্ণ ৷ আর তা যদি হয় ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, তবে তার গুরুত্ব আরও বেড়ে যায় ৷ এই অবস্থায় প্রশ্ন একটাই, বিরাট বা উইলিয়ামসন যেই টস জিতুক না কেন, কী বেছে নেবেন তাঁরা ৷

ভারত ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট 18 টি ম্যাচ খেলেছে ৷ 18 ম্যাচের মধ্যে ভারত টস জিতেছে 5 টি ম্যাচ ৷ ভারত টস জিতে পাঁচ ম্যাচেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সুতরাং টসে জিতলে যে কোহলি যে প্রথম ব্যাট করতেই পছন্দ করে একথা পরিষ্কার ৷ টস জিতে প্রথম ব্যাট করে ফলও ভারতের পক্ষেই গিয়েছে ৷ এই পাঁচ ম্যাচে ভারত চারটি ম্যাচে জয় পয়েছে এবং একটি মাত্র ম্যাচ হেরেছে ৷ অপরদিকে কিউইরাও চ্যাম্পিয়নশিপে মোট 5 টি ম্যাচ জিতেছে, তবে তারা খেলেছে মাত্র 13 টি ম্যাচ ৷ ব্ল্যাক ক্যাপস অবশ্য টস জিতে প্রথমে বল করাই বেশি পছন্দ করে ৷ পাঁচ ম্যাচে নিউজিল্যান্ড চার বার প্রথম বল করার সিদ্ধান্ত নেয় ৷ টসে জেতা পাঁচ ম্যাচে নিউজিল্যান্ড জয় পেয়েছে তিনবার ৷ উল্লেখ্য একবারই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সেই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে কিউয়িদের ৷

এবার আসা যাক সাউদাম্পটনের রোজ বল স্টেডিয়ামের কথায় ৷ রোজ বল স্টেডিয়ামে আজ পর্যন্ত মোট চারটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে ৷ চার টেস্টের মধ্যে প্রথম ব্যাট করে জয় এসেছে দুইবার ৷ অপরদিকে দ্বিতীয় ব্যাট করে একবার জয় এসেছে ৷ এবং ড্র হয়েছে একটি ম্যাচ ৷ এই মাঠ নিউজিল্যান্ডের কাছে নতুন ৷ তারা শুক্রবারই প্রথম এই মাঠে নামতে চলেছে ৷ তবে ভারত রোজ বলে ইংল্যন্ডের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছে ৷ তবে সেই স্মৃতি সুখকর নয় ভারতের কাছে ৷ দুটি ম্যাচেই হারতে হয়েছিল ভারতকে ৷

রোজ বলে প্রথম ইনিংসের ব্যাটিং গড় 300 ৷ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং গড় 324 ৷ তৃতীয় এবং চতুর্থ ইনিংসের ব্যাটিং গড় 280 এবং 187 ৷ এই অবস্থায় কোনও দলই চাইবে না চতুর্থ ইনিংসে ব্যাট করতে ৷ রোজ বলের 22 গজে সুইং এবং বাউন্স দুইয়ের জন্য বোলারদের স্বর্গ এই পিচ ৷ এছাড়াও পিচে পরের দিকে স্পিনাররাও সাহায্য পায় ৷ বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম দিন, পিচে স্পিন দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে ৷ একই সঙ্গে থাকে অতিরিক্ত বাউন্স ৷ তবে প্রথম সেশন কাটিয়ে দিতে পারলেই ব্যাটসম্যানরা প্রথম দিনে রান পান এই পিচে ৷ কোহলি এই ম্যাচে তিন পেশার এবং দুই স্পিনার নিয়ে খেলতে নামছেন ৷ যেখানে উইলিয়ামসন সম্ভবত চার পেসার এবং এক স্পিনার নিয়ে প্রথম একাদশ সাজাবেন ৷ এই অবস্থায়, বল ঘুরতে শুরু করলে চতুর্থ ইনিংসে বল করতেই পছন্দ করবেন অশ্বিন জাদেজারা ৷

আরও পড়ুন : WTC FINAL : কে হবে টেস্টে বেস্ট ? অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস জিতলে, বিরাটকে প্রথম ব্যাট করার পরামর্শ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে মহারাজ কিছু পুরানো খেলার কথা মনে করিয়ে বলেন, বিদেশে ওভারকাস্ট কন্ডিশনে প্রথম ব্যাট করেই সফল হয়েছে ভারত ৷ বিসিসিআই প্রেসিডেন্ট 2002 এবং 2008 সালের সাউথ আফ্রিকা সফরের কথা মনে করিয়ে দেন ৷ যেখানে বোলিং সহায়ক 22 গজে ভারত প্রথম ব্যাট করে জয় এনেছিল ৷ এছাড়াও মার্ক টেলর এবং স্টিভ ওয়া কীভাবে প্রথম ব্যাট করার পক্ষে ছিলেন, তাও মনে করিয়ে দেন সৌরভ ৷ প্রাক্তন অধিনায়ক বলেন, প্রথমে ব্যাট করে পরিস্থিতি সামলে চার নম্বর ইনিংসের জন্য অপেক্ষা করতে হবে ভারতকে ৷ একই সঙ্গে ভারত এই চ্যাম্পিয়নশিপ জিতবে বলে আশাবাদী তিনি ৷ তবে তা যে সহজ হবে না তাও মেনে নিয়েছেন তিনি ৷

তবে অন্য সুর প্রাক্তন তারকা কিউয়ি বোলার শেন বন্ডের গলায় ৷ টসে জিতলে উইলিয়মসনকে প্রথম বল করারই পরামর্শ দেন বন্ড ৷ তাঁর মতে, প্রথমে বল করে ভারতকে সহজে আউট করতে পারলে বাড়তি সুবিধা হবে কিউয়িদের ৷ তবে এমনটা যদি না হয়, তবে চাপে পড়তে পারে কিউয়িরা ৷ একথা মেনে নেন বন্ড ৷ সেক্ষেত্রে ভারতীয় স্পিনাররা চতুর্থ ইনিংসে ভয়ঙ্কর হতে পারে, তা তাঁর অজানা নয় ৷

আরও পড়ুন : WTC Final : নতুন বিশ্বযুদ্ধের পিচে লড়াই দুই পুরানো প্রতিপক্ষের

অধিনায়করা টসকে ভাগ্যের উপরই ছেড়ে দেন ৷ তবে এই টস যে খেলার ফলাফলের উপর কতটা প্রভাব ফেলে, তা বারবার প্রমাণিত হয়েছে ৷ এছাড়াও খেলা শুরুর আগে মনস্তাত্ত্বিক দিক থেকেও এটি একটি বড় ফ্যাক্টর ৷ এবার উড়ন্ত কয়েন কার মুখে হাসি ফোটাবে সেটাই দেখার ৷

সাউদাম্পটন, 18 জুন : টেস্ট ক্রিকেটে টস খুবই গুরুত্বপূর্ণ ৷ আর তা যদি হয় ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, তবে তার গুরুত্ব আরও বেড়ে যায় ৷ এই অবস্থায় প্রশ্ন একটাই, বিরাট বা উইলিয়ামসন যেই টস জিতুক না কেন, কী বেছে নেবেন তাঁরা ৷

ভারত ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট 18 টি ম্যাচ খেলেছে ৷ 18 ম্যাচের মধ্যে ভারত টস জিতেছে 5 টি ম্যাচ ৷ ভারত টস জিতে পাঁচ ম্যাচেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সুতরাং টসে জিতলে যে কোহলি যে প্রথম ব্যাট করতেই পছন্দ করে একথা পরিষ্কার ৷ টস জিতে প্রথম ব্যাট করে ফলও ভারতের পক্ষেই গিয়েছে ৷ এই পাঁচ ম্যাচে ভারত চারটি ম্যাচে জয় পয়েছে এবং একটি মাত্র ম্যাচ হেরেছে ৷ অপরদিকে কিউইরাও চ্যাম্পিয়নশিপে মোট 5 টি ম্যাচ জিতেছে, তবে তারা খেলেছে মাত্র 13 টি ম্যাচ ৷ ব্ল্যাক ক্যাপস অবশ্য টস জিতে প্রথমে বল করাই বেশি পছন্দ করে ৷ পাঁচ ম্যাচে নিউজিল্যান্ড চার বার প্রথম বল করার সিদ্ধান্ত নেয় ৷ টসে জেতা পাঁচ ম্যাচে নিউজিল্যান্ড জয় পেয়েছে তিনবার ৷ উল্লেখ্য একবারই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে সেই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে কিউয়িদের ৷

এবার আসা যাক সাউদাম্পটনের রোজ বল স্টেডিয়ামের কথায় ৷ রোজ বল স্টেডিয়ামে আজ পর্যন্ত মোট চারটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে ৷ চার টেস্টের মধ্যে প্রথম ব্যাট করে জয় এসেছে দুইবার ৷ অপরদিকে দ্বিতীয় ব্যাট করে একবার জয় এসেছে ৷ এবং ড্র হয়েছে একটি ম্যাচ ৷ এই মাঠ নিউজিল্যান্ডের কাছে নতুন ৷ তারা শুক্রবারই প্রথম এই মাঠে নামতে চলেছে ৷ তবে ভারত রোজ বলে ইংল্যন্ডের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছে ৷ তবে সেই স্মৃতি সুখকর নয় ভারতের কাছে ৷ দুটি ম্যাচেই হারতে হয়েছিল ভারতকে ৷

রোজ বলে প্রথম ইনিংসের ব্যাটিং গড় 300 ৷ দ্বিতীয় ইনিংসের ব্যাটিং গড় 324 ৷ তৃতীয় এবং চতুর্থ ইনিংসের ব্যাটিং গড় 280 এবং 187 ৷ এই অবস্থায় কোনও দলই চাইবে না চতুর্থ ইনিংসে ব্যাট করতে ৷ রোজ বলের 22 গজে সুইং এবং বাউন্স দুইয়ের জন্য বোলারদের স্বর্গ এই পিচ ৷ এছাড়াও পিচে পরের দিকে স্পিনাররাও সাহায্য পায় ৷ বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম দিন, পিচে স্পিন দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে ৷ একই সঙ্গে থাকে অতিরিক্ত বাউন্স ৷ তবে প্রথম সেশন কাটিয়ে দিতে পারলেই ব্যাটসম্যানরা প্রথম দিনে রান পান এই পিচে ৷ কোহলি এই ম্যাচে তিন পেশার এবং দুই স্পিনার নিয়ে খেলতে নামছেন ৷ যেখানে উইলিয়ামসন সম্ভবত চার পেসার এবং এক স্পিনার নিয়ে প্রথম একাদশ সাজাবেন ৷ এই অবস্থায়, বল ঘুরতে শুরু করলে চতুর্থ ইনিংসে বল করতেই পছন্দ করবেন অশ্বিন জাদেজারা ৷

আরও পড়ুন : WTC FINAL : কে হবে টেস্টে বেস্ট ? অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টস জিতলে, বিরাটকে প্রথম ব্যাট করার পরামর্শ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে মহারাজ কিছু পুরানো খেলার কথা মনে করিয়ে বলেন, বিদেশে ওভারকাস্ট কন্ডিশনে প্রথম ব্যাট করেই সফল হয়েছে ভারত ৷ বিসিসিআই প্রেসিডেন্ট 2002 এবং 2008 সালের সাউথ আফ্রিকা সফরের কথা মনে করিয়ে দেন ৷ যেখানে বোলিং সহায়ক 22 গজে ভারত প্রথম ব্যাট করে জয় এনেছিল ৷ এছাড়াও মার্ক টেলর এবং স্টিভ ওয়া কীভাবে প্রথম ব্যাট করার পক্ষে ছিলেন, তাও মনে করিয়ে দেন সৌরভ ৷ প্রাক্তন অধিনায়ক বলেন, প্রথমে ব্যাট করে পরিস্থিতি সামলে চার নম্বর ইনিংসের জন্য অপেক্ষা করতে হবে ভারতকে ৷ একই সঙ্গে ভারত এই চ্যাম্পিয়নশিপ জিতবে বলে আশাবাদী তিনি ৷ তবে তা যে সহজ হবে না তাও মেনে নিয়েছেন তিনি ৷

তবে অন্য সুর প্রাক্তন তারকা কিউয়ি বোলার শেন বন্ডের গলায় ৷ টসে জিতলে উইলিয়মসনকে প্রথম বল করারই পরামর্শ দেন বন্ড ৷ তাঁর মতে, প্রথমে বল করে ভারতকে সহজে আউট করতে পারলে বাড়তি সুবিধা হবে কিউয়িদের ৷ তবে এমনটা যদি না হয়, তবে চাপে পড়তে পারে কিউয়িরা ৷ একথা মেনে নেন বন্ড ৷ সেক্ষেত্রে ভারতীয় স্পিনাররা চতুর্থ ইনিংসে ভয়ঙ্কর হতে পারে, তা তাঁর অজানা নয় ৷

আরও পড়ুন : WTC Final : নতুন বিশ্বযুদ্ধের পিচে লড়াই দুই পুরানো প্রতিপক্ষের

অধিনায়করা টসকে ভাগ্যের উপরই ছেড়ে দেন ৷ তবে এই টস যে খেলার ফলাফলের উপর কতটা প্রভাব ফেলে, তা বারবার প্রমাণিত হয়েছে ৷ এছাড়াও খেলা শুরুর আগে মনস্তাত্ত্বিক দিক থেকেও এটি একটি বড় ফ্যাক্টর ৷ এবার উড়ন্ত কয়েন কার মুখে হাসি ফোটাবে সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.