ETV Bharat / sports

WTC final : সাউদাম্পটনে ঝমঝমিয়ে বৃষ্টি, নির্ধারিত সময়ে শুরু হবে ম্যাচ ? - WTC final

দুপুর আড়াইটের সময় টস করতে নামবে দুটি দল ৷ তিনটে থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ৷

weather update of southampton
weather update of southampton
author img

By

Published : Jun 18, 2021, 1:12 PM IST

সাউদাম্পটন, 18 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC world test championship) ফাইনালের আকাশে কালো মেঘ ৷ সাউদাম্পটনের (Southampton) ওয়েদার আপডেট বলছে, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে ৷ পিচ ও আউটফিল্ড ঢেকে রাখা হয়েছে ৷ বৃষ্টিতে চারিদিকে ধোঁয়া ধোঁয়া পরিস্থিতি ৷ এই অবস্থায় ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন, টস করতে নামতে পারবে তো দুই দলের অধিনায়করা ? নির্ধারিত সময়ে শুরু হবে তো ম্যাচ ?

ভারত ও নিউজিল্যান্ড উভয়কেই পর্যায়ে পৌঁছাতে প্রায় দু'বছর ধরে কঠিন ধাপ পার করতে হয়েছে ৷ কোহলি ও উইলিয়ামসন দুজনই নিজেদের সেরা টিম নিয়ে মাঠে নামতে প্রস্তুত ৷ কিন্তু শেষমুহূর্তে সেই উত্তেজনায় কী জল ঢেলে দেবে বৃষ্টি ? গতকাল রাত থেকে সাউদাম্পটনে বৃষ্টি শুরু হয়েছে ৷ ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja ) গতকাল নিজের ইনস্টা স্টোরিতে হোটেল রুম থেকে তোলা বৃষ্টির ভিডিয়ো দেন ৷ যেখানে দেখা যাচ্ছে কফি কাপ হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করছেন জাড্ডু ৷

ফাইনাল ম্যাচের পাঁচদিন আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল সাউদাম্পটনের আবহওয়া দফতর ৷ ম্যাচের দিনগুলিতে 70 থেকে 80 শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে ৷ প্রথমদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে ৷ দ্বিতীয় দিন সাউদাম্পটনে আকাশ কালো থাকবে ৷ বৃষ্টিও হতে পারে ৷ তবে বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটলে রিজার্ভ ডে-র ব্যবস্থা রেখেছে আইসিসি ৷

আরও পড়ুন : WTC final: টস জিতলে কী করা উচিত কোহলির ? পরামর্শ দিলেন সৌরভ

দুপুর আড়াইটের সময় দুই দলের অধিনায়কের টস করতে নামার কথা ৷ এরপর ম্যাচ শুরু হবে দুপুর তিনটে থেকে ৷ কিন্তু যেভাবে বৃষ্টি নেমেছে তাতে কপালে ভাঁজ পড়েছে ক্রিকেটপ্রেমীদের ৷

সাউদাম্পটন, 18 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC world test championship) ফাইনালের আকাশে কালো মেঘ ৷ সাউদাম্পটনের (Southampton) ওয়েদার আপডেট বলছে, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে ৷ পিচ ও আউটফিল্ড ঢেকে রাখা হয়েছে ৷ বৃষ্টিতে চারিদিকে ধোঁয়া ধোঁয়া পরিস্থিতি ৷ এই অবস্থায় ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন, টস করতে নামতে পারবে তো দুই দলের অধিনায়করা ? নির্ধারিত সময়ে শুরু হবে তো ম্যাচ ?

ভারত ও নিউজিল্যান্ড উভয়কেই পর্যায়ে পৌঁছাতে প্রায় দু'বছর ধরে কঠিন ধাপ পার করতে হয়েছে ৷ কোহলি ও উইলিয়ামসন দুজনই নিজেদের সেরা টিম নিয়ে মাঠে নামতে প্রস্তুত ৷ কিন্তু শেষমুহূর্তে সেই উত্তেজনায় কী জল ঢেলে দেবে বৃষ্টি ? গতকাল রাত থেকে সাউদাম্পটনে বৃষ্টি শুরু হয়েছে ৷ ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja ) গতকাল নিজের ইনস্টা স্টোরিতে হোটেল রুম থেকে তোলা বৃষ্টির ভিডিয়ো দেন ৷ যেখানে দেখা যাচ্ছে কফি কাপ হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করছেন জাড্ডু ৷

ফাইনাল ম্যাচের পাঁচদিন আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল সাউদাম্পটনের আবহওয়া দফতর ৷ ম্যাচের দিনগুলিতে 70 থেকে 80 শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে ৷ প্রথমদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে ৷ দ্বিতীয় দিন সাউদাম্পটনে আকাশ কালো থাকবে ৷ বৃষ্টিও হতে পারে ৷ তবে বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটলে রিজার্ভ ডে-র ব্যবস্থা রেখেছে আইসিসি ৷

আরও পড়ুন : WTC final: টস জিতলে কী করা উচিত কোহলির ? পরামর্শ দিলেন সৌরভ

দুপুর আড়াইটের সময় দুই দলের অধিনায়কের টস করতে নামার কথা ৷ এরপর ম্যাচ শুরু হবে দুপুর তিনটে থেকে ৷ কিন্তু যেভাবে বৃষ্টি নেমেছে তাতে কপালে ভাঁজ পড়েছে ক্রিকেটপ্রেমীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.