ETV Bharat / sports

WTC Final : 32 রানে এগিয়ে ভারত, বুধে কি ফয়সালা ? - ভারত-নিউজ়িল্যান্ড

নিউজ়িল্যান্ডের ইনিংসে এদিন অর্ধশতরান হাতছাড়া করেন কেন উইলিয়ামসন (49) ৷ রস টেলার আউট হন ব্যক্তিগত 11 রানের মাথায় ৷ দুরন্ত ডেলিভারিতে শামি ফেরান বিজে ওয়াটলিংকে ৷

wtc-final-india-is-in-advantage-as-they-are-in-32-runs-ahead
wtc-final-india-is-in-advantage-as-they-are-in-32-runs-ahead
author img

By

Published : Jun 23, 2021, 2:54 AM IST

সাউদাম্পটন, 23 জুন : গিল ও রোহিতকে হারিয়েও পঞ্চম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত ৷ হাতে 32 রানের লিড ৷ ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন কোহলি ও চেতেশ্বর পূজারা ৷

মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে দলের 24 রানের মাথায় প্রথম উইকেট পরে ভারতের ৷ টিম সাউদির বলে আউট হন শুভমন গিল (8) ৷ এরপর সাইদির বলেই ব্যক্তিগত 30 রানের মাথায় ফিরতে হয় রোহিত শর্মাকে ৷ দিন শেষে 12 রান করে অপরাজিত র‍য়েছেন পূজারা । 8 রানে অপরাজিত অধিনায়ক বিরাট কোহলি ।

নিউজ়িল্যান্ডের ইনিংসে এদিন অর্ধশতরান হাতছাড়া করেন কেন উইলিয়ামসন (49) ৷ রস টেলার আউট হন ব্যক্তিগত 11 রানের মাথায় ৷ দুরন্ত ডেলিভারিতে শামি ফেরান বিজে ওয়াটলিংকে ৷ ইশান্ত শর্মা আউট করেন হেনরি নিকোলসকে । 13 রান করে আউন হন কলিন দে গ্র্যান্ডহোম । তবে ইনিংসের শেষপর্বে ভাল খেলেন কাইল জেমিনসন (21) ও টিম সাউদি (30) ৷ এবং 249 রানে শেষ হয় নিউজ়িল্যান্ডের ইনিংস ৷

আরও পড়ুন : WTC final : পুরনো শিকার, উদযাপনটাও এক; শামির দুরন্ত ডেলিভারি ফেরাল পাঁচ বছর আগের স্মৃতি

বিশ্ব টেস্ট চাম্পিয়ানশিপের প্রথম ইনিংসে ভারত করে 217 রান ৷ মহম্মদ শামি ও ইশান্ত শর্মার দাপটে 249 রানে নিউজ়িল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর পঞ্চম দিনের শেষে 32 রানে এগিয়ে গেল ভারত ৷ প্রশ্ন হল, বুধবারের 98 ওভারে কি ম্যাচের ফয়সালা হবে ? না-কি ড্র হবে খেলা ? তবে, ফলাফল যাই হোক আপাতত চাপে উইলিয়ামসনরা ৷

সাউদাম্পটন, 23 জুন : গিল ও রোহিতকে হারিয়েও পঞ্চম দিনের শেষে অ্যাডভান্টেজ ভারত ৷ হাতে 32 রানের লিড ৷ ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন কোহলি ও চেতেশ্বর পূজারা ৷

মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে দলের 24 রানের মাথায় প্রথম উইকেট পরে ভারতের ৷ টিম সাউদির বলে আউট হন শুভমন গিল (8) ৷ এরপর সাইদির বলেই ব্যক্তিগত 30 রানের মাথায় ফিরতে হয় রোহিত শর্মাকে ৷ দিন শেষে 12 রান করে অপরাজিত র‍য়েছেন পূজারা । 8 রানে অপরাজিত অধিনায়ক বিরাট কোহলি ।

নিউজ়িল্যান্ডের ইনিংসে এদিন অর্ধশতরান হাতছাড়া করেন কেন উইলিয়ামসন (49) ৷ রস টেলার আউট হন ব্যক্তিগত 11 রানের মাথায় ৷ দুরন্ত ডেলিভারিতে শামি ফেরান বিজে ওয়াটলিংকে ৷ ইশান্ত শর্মা আউট করেন হেনরি নিকোলসকে । 13 রান করে আউন হন কলিন দে গ্র্যান্ডহোম । তবে ইনিংসের শেষপর্বে ভাল খেলেন কাইল জেমিনসন (21) ও টিম সাউদি (30) ৷ এবং 249 রানে শেষ হয় নিউজ়িল্যান্ডের ইনিংস ৷

আরও পড়ুন : WTC final : পুরনো শিকার, উদযাপনটাও এক; শামির দুরন্ত ডেলিভারি ফেরাল পাঁচ বছর আগের স্মৃতি

বিশ্ব টেস্ট চাম্পিয়ানশিপের প্রথম ইনিংসে ভারত করে 217 রান ৷ মহম্মদ শামি ও ইশান্ত শর্মার দাপটে 249 রানে নিউজ়িল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর পঞ্চম দিনের শেষে 32 রানে এগিয়ে গেল ভারত ৷ প্রশ্ন হল, বুধবারের 98 ওভারে কি ম্যাচের ফয়সালা হবে ? না-কি ড্র হবে খেলা ? তবে, ফলাফল যাই হোক আপাতত চাপে উইলিয়ামসনরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.