ETV Bharat / sports

WTC Final (EXCLUSIVE) : বিরাট-রোহিতদের সতর্ক হয়ে ড্রাইভ খেলার পরামর্শ ইঞ্জিনিয়ারের - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে একান্ত সাক্ষাৎকারে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন দেশের প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়র ৷ ভারতীয় দলকে একাধিক পরামর্শ দিয়েছেন তিনি ৷

WTC Final
WTC Final
author img

By

Published : Jun 18, 2021, 4:58 PM IST

কলকাতা, 18 জুন : "পূর্ণ হাফভলি না হলে ড্রাইভ মারবে না ৷" বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলকে পরামর্শ প্রাক্তন উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ারের ৷ বোলারদের লেন্থে যতই তারতম্য থাকুক ভারতীয় পিচে ব্যাটসম্যানরা সাবলীলভাবে ড্রাইভ শট খেলতে পারে ৷ তবে ইংলিশ কন্ডিশনে বিষয়টি একটু ভিন্ন ৷ বলের লেন্থ নিয়ে সতর্ক না থাকলে সমস্যা হতে পারে ৷ ব্ল্যাক ক্যাপসদের হাতে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিদের মতো পেস অস্ত্র রয়েছে ৷ যাঁরা পরের দিকে বল সুইং করাতে পারেন ৷ ইংল্যান্ডের পেস সহায়ক উইকেট এবং খারাপ আবহাওয়ার মিশ্রণে তাঁরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ৷

ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ফারুখ ইঞ্জিনিয়র বলেছেন, "ড্রাইভ শট খেলার সময় ওদের লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে ৷ ভারতীয় ব্যাটসম্যানরা ঠিকঠাক ড্রাইভ না করতে পারলে স্লিপ বা গালিতে থাকা ফিল্ডারের হাতে ধরা পড়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা ৷ দেশের মাটিতে যেভাবে খেলো সেভাবে ড্রাইভ করতে যেয়ো না ৷ পূর্ণ হাফভলি না হলে ড্রাইভ মারবে না ৷"

ম্যাচে পার্থক্য গড়ে তুলতে পারে এমন খেলোয়াড়দের বেছে নিতে বলা হলে প্রাক্তন উইকেটকিপার রোহিত শর্মা এবং শুভমন গিলের নাম করেছেন ৷ তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ট্রফি জিততে হলে দলগত খেলায় জোর দিতে হবে ৷ বলছেন ইঞ্জিনিয়ার ৷ তাঁর কথায়, "রোহিত শর্মা ও শুভমন গিল- দুই ওপেনার আক্রমণাত্মক খেলোয়াড় ৷ পরের দিকে বল যখন সুইং করবে ওদের সতর্ক থাকতে হবে ৷ এমনকি বিরাটকেও সতর্ক থাকতে হবে ৷ নিউজিল্যান্ডের শক্তি হল সুইং বোলিং ৷ তবে জিততে হলে দলগত খেলায় জোর দিতে হবে ৷"

আরও পড়ুন : WTC final : সাউদাম্পটনে ঝমঝমিয়ে বৃষ্টি, নির্ধারিত সময়ে শুরু হবে ম্যাচ ?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয় কোহলির কেরিয়ারের অন্যতম বড় পাওনা হতে চলেছে ৷ কারণ বিরাটের ঝুলিতে এখনও পর্যন্ত একটিও আইসিসি ট্রফি নেই ৷ তবে ইঞ্জিনিয়রের মতে, এই জয় বিরাটের মুকুটে আর একটা পালক যোগ করবে ৷ এর থেকে বেশি কিছু নয় ৷ কারণ বিরাট ইতিমধ্যেই কেরিয়ারে অনেক কিছু অর্জন করে ফেলেছেন ৷

সাউদাম্পটনে কাকে এগিয়ে রাখবেন ? "নিঃসন্দেহে আমি ভারতের জয়ের পক্ষে ৷ টস জেতো, প্রথমে ব্যাট করো আর প্রথম ইনিংসে অন্তত 400 রান তোলো ৷" সবশেষে বললেন, ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি ছাড়া নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ সাধারণ মানের ৷

কলকাতা, 18 জুন : "পূর্ণ হাফভলি না হলে ড্রাইভ মারবে না ৷" বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলকে পরামর্শ প্রাক্তন উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ারের ৷ বোলারদের লেন্থে যতই তারতম্য থাকুক ভারতীয় পিচে ব্যাটসম্যানরা সাবলীলভাবে ড্রাইভ শট খেলতে পারে ৷ তবে ইংলিশ কন্ডিশনে বিষয়টি একটু ভিন্ন ৷ বলের লেন্থ নিয়ে সতর্ক না থাকলে সমস্যা হতে পারে ৷ ব্ল্যাক ক্যাপসদের হাতে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিদের মতো পেস অস্ত্র রয়েছে ৷ যাঁরা পরের দিকে বল সুইং করাতে পারেন ৷ ইংল্যান্ডের পেস সহায়ক উইকেট এবং খারাপ আবহাওয়ার মিশ্রণে তাঁরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ৷

ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ফারুখ ইঞ্জিনিয়র বলেছেন, "ড্রাইভ শট খেলার সময় ওদের লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে ৷ ভারতীয় ব্যাটসম্যানরা ঠিকঠাক ড্রাইভ না করতে পারলে স্লিপ বা গালিতে থাকা ফিল্ডারের হাতে ধরা পড়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা ৷ দেশের মাটিতে যেভাবে খেলো সেভাবে ড্রাইভ করতে যেয়ো না ৷ পূর্ণ হাফভলি না হলে ড্রাইভ মারবে না ৷"

ম্যাচে পার্থক্য গড়ে তুলতে পারে এমন খেলোয়াড়দের বেছে নিতে বলা হলে প্রাক্তন উইকেটকিপার রোহিত শর্মা এবং শুভমন গিলের নাম করেছেন ৷ তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ট্রফি জিততে হলে দলগত খেলায় জোর দিতে হবে ৷ বলছেন ইঞ্জিনিয়ার ৷ তাঁর কথায়, "রোহিত শর্মা ও শুভমন গিল- দুই ওপেনার আক্রমণাত্মক খেলোয়াড় ৷ পরের দিকে বল যখন সুইং করবে ওদের সতর্ক থাকতে হবে ৷ এমনকি বিরাটকেও সতর্ক থাকতে হবে ৷ নিউজিল্যান্ডের শক্তি হল সুইং বোলিং ৷ তবে জিততে হলে দলগত খেলায় জোর দিতে হবে ৷"

আরও পড়ুন : WTC final : সাউদাম্পটনে ঝমঝমিয়ে বৃষ্টি, নির্ধারিত সময়ে শুরু হবে ম্যাচ ?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জয় কোহলির কেরিয়ারের অন্যতম বড় পাওনা হতে চলেছে ৷ কারণ বিরাটের ঝুলিতে এখনও পর্যন্ত একটিও আইসিসি ট্রফি নেই ৷ তবে ইঞ্জিনিয়রের মতে, এই জয় বিরাটের মুকুটে আর একটা পালক যোগ করবে ৷ এর থেকে বেশি কিছু নয় ৷ কারণ বিরাট ইতিমধ্যেই কেরিয়ারে অনেক কিছু অর্জন করে ফেলেছেন ৷

সাউদাম্পটনে কাকে এগিয়ে রাখবেন ? "নিঃসন্দেহে আমি ভারতের জয়ের পক্ষে ৷ টস জেতো, প্রথমে ব্যাট করো আর প্রথম ইনিংসে অন্তত 400 রান তোলো ৷" সবশেষে বললেন, ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি ছাড়া নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ সাধারণ মানের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.