ETV Bharat / sports

Wriddhiman Saha controversy : হুমকি দেওয়া সাংবাদিকের নাম বিসিসিআইয়ের গড়া কমিটিকে জানালেন ঋদ্ধি

পুরো ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফে ৷ কিন্তু কোনওভাবেই তাঁকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম প্রকাশে ইচ্ছুক ছিলেন না বঙ্গ ক্রিকেটার ৷ যদিও অবশেষে তাঁকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম বিসিসিআইয়ের গড়া কমিটিকে জানালেন ঋদ্ধি ৷

Wriddhiman
হুমকি দেওয়া সাংবাদিকের নাম বিসিসিআইয়ের গড়া কমিটিকে জানালেন ঋদ্ধি
author img

By

Published : Mar 5, 2022, 11:12 PM IST

কলকাতা, 5 মার্চ : টুইটারে ঋদ্ধিমান সাহার পোস্ট করা স্ক্রিনশট ঘিরে গত কয়েকদিনে ঝড় বয়ে গিয়েছে দেশের ক্রিকেটমহলে ৷ চুক্তিবদ্ধ ক্রিকেটারকে সাংবাদিক হুমকির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কোনওভাবেই তাঁকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম প্রকাশে ইচ্ছুক ছিলেন না বঙ্গ ক্রিকেটার ৷ যদিও অবশেষে তাঁকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম বিসিসিআইয়ের গড়া কমিটিকে জানালেন ঋদ্ধি ৷

  • There are always two sides to a story. @Wriddhipops has doctored, tampered screenshots of my WhatsApp chats which have damaged my reputation and credibility. I have requested the @BCCI for a fair hearing. My lawyers are serving @Wriddhipops a defamation notice. Let truth prevail. pic.twitter.com/XBsiFVpskl

    — Boria Majumdar (@BoriaMajumdar) March 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ‘পাক বধে’ বিশ্বকাপ অভিযান শুরু করতে মরিয়া মিতালিরা

বোর্ডের তিন সদস্যের কমিটিতে ছিলেন রাজীব শুক্লা, বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিংহ । তাঁদের কাছেই সাংবাদিক সম্পর্কে তথ্য দিয়েছেন ঋদ্ধিমান । এবার সেই কমিটি ওই ‘স্বনামধন্য’ সাংবাদিকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সে দিকেই তাকিয়ে ক্রীড়ামহল ৷

  • After all of my contributions to Indian cricket..this is what I face from a so called “Respected” journalist! This is where the journalism has gone. pic.twitter.com/woVyq1sOZX

    — Wriddhiman Saha (@Wriddhipops) February 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘‘যাবতীয় তথ্য বোর্ডের গড়া কমিটিকে জানিয়েছেন ঋদ্ধিমান সাহা ।’’ অন্যদিকে এখনও নাম প্রকাশ্যে না এলেও টুইট এসেছে সাংবাদিক বোরিয়া মজুমদারের তরফে ৷ মেসেজগুলি তাঁরই, কিন্তু ঋদ্ধি ক্রিনশটে কারসাজি করে তাঁকে বদনাম করছেন ৷ ফলে ঋদ্ধির বিরুদ্ধে মানহানির মামলা করছেন বলে জানিয়েছেন তিনি ৷

কলকাতা, 5 মার্চ : টুইটারে ঋদ্ধিমান সাহার পোস্ট করা স্ক্রিনশট ঘিরে গত কয়েকদিনে ঝড় বয়ে গিয়েছে দেশের ক্রিকেটমহলে ৷ চুক্তিবদ্ধ ক্রিকেটারকে সাংবাদিক হুমকির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ কোনওভাবেই তাঁকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম প্রকাশে ইচ্ছুক ছিলেন না বঙ্গ ক্রিকেটার ৷ যদিও অবশেষে তাঁকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম বিসিসিআইয়ের গড়া কমিটিকে জানালেন ঋদ্ধি ৷

  • There are always two sides to a story. @Wriddhipops has doctored, tampered screenshots of my WhatsApp chats which have damaged my reputation and credibility. I have requested the @BCCI for a fair hearing. My lawyers are serving @Wriddhipops a defamation notice. Let truth prevail. pic.twitter.com/XBsiFVpskl

    — Boria Majumdar (@BoriaMajumdar) March 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ‘পাক বধে’ বিশ্বকাপ অভিযান শুরু করতে মরিয়া মিতালিরা

বোর্ডের তিন সদস্যের কমিটিতে ছিলেন রাজীব শুক্লা, বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিংহ । তাঁদের কাছেই সাংবাদিক সম্পর্কে তথ্য দিয়েছেন ঋদ্ধিমান । এবার সেই কমিটি ওই ‘স্বনামধন্য’ সাংবাদিকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সে দিকেই তাকিয়ে ক্রীড়ামহল ৷

  • After all of my contributions to Indian cricket..this is what I face from a so called “Respected” journalist! This is where the journalism has gone. pic.twitter.com/woVyq1sOZX

    — Wriddhiman Saha (@Wriddhipops) February 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘‘যাবতীয় তথ্য বোর্ডের গড়া কমিটিকে জানিয়েছেন ঋদ্ধিমান সাহা ।’’ অন্যদিকে এখনও নাম প্রকাশ্যে না এলেও টুইট এসেছে সাংবাদিক বোরিয়া মজুমদারের তরফে ৷ মেসেজগুলি তাঁরই, কিন্তু ঋদ্ধি ক্রিনশটে কারসাজি করে তাঁকে বদনাম করছেন ৷ ফলে ঋদ্ধির বিরুদ্ধে মানহানির মামলা করছেন বলে জানিয়েছেন তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.