ETV Bharat / sports

Wriddhiman On His Future : অবসরের ভাবনা নেই, সাদা বলের ক্রিকেটে মনোসংযোগ বাড়াব : ঋদ্ধিমান

জাতীয় টেস্ট দলে তাঁর নাম আর বিবেচিত হবে না, আভাস পেতেই রঞ্জি থেকেও ঋদ্ধি নিজেকে সরিয়ে নিয়েছেন ব্যক্তিগত কারণে (Wriddhiman made himself unavailable for Ranji Trophy selection) ৷

Wriddhi Says On His Future
অবসরের ভাবনা নেই, সাদা বলের ক্রিকেটে মনোসংযোগ বাড়াব : ঋদ্ধিমান
author img

By

Published : Feb 19, 2022, 10:11 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : তাহলে কি ঋদ্ধিমান সাহার আন্তর্জাতিক কেরিয়ারে এখানেই যবনিকা টেনে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ? রঞ্জির প্রথম ম্যাচে বরোদার বিরুদ্ধে জয়ের হাতছানি অভিমন্যু ঈশ্বরণদের ৷ সেই খবরকে ছাপিয়েও শনির বিকেলে বাংলার ক্রিকেটে চর্চার শীর্ষে শিলিগুড়ির পাপালি ৷ আশঙ্কাকে সত্যি করে শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন দেশের সেরা উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা । তবে নির্বাচকেরা শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য তাঁর কথা না ভাবলেও এখনই অবসরের ভাবনা নেই তাঁর (Wriddhiman Saha says he has no plan of retirement now) ৷ জানালেন ঋদ্ধিমান নিজেই ৷

বঙ্গ উইকটরক্ষকের বাদ পড়া নিয়ে চর্চা সর্বত্র । হতাশ ঋদ্ধিমান স্বয়ং। লাল বলের ক্রিকেটে গ্লাভস হাতে 104 শিকার এবং ব্যাটে 3টি শতরানের মালিক ইটিভি ভারতকে কোনও রাখঢাক না করেই বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায় আমাকে বলেছিলেন জাতীয় দলে সুযোগের ব্যাপারে দুশ্চিন্তা না করতে ৷ তারপরেও এই ঘটনায় আমি হতাশ ৷" তবে নির্বাচকমণ্ডলী এবং কোচ রাহুল দ্রাবিড় তাঁকে নাকি এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আগেই ৷ জানান ঋদ্ধি ৷ টেস্ট স্কোয়াডে তাঁর নাম বিবেচনা না হওয়ার পিছনে ফিটনেস কোনও ইস্যু নয় ৷ আসলে তিনি ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই, সে কারণেই এমনটা হল ৷ বলছেন 2022 আইপিএলে গুজরাত লায়ন্সের নয়া সৈনিক ৷

আরও পড়ুন : রোহিতকে নয়া টেস্ট অধিনায়ক বেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণা বোর্ডের

জাতীয় দলের কেরিয়ারে শুরু থেকেই আড়ালে ছিলেন ৷ শেষবেলাতেও তরুণ তুর্কি ঋষভ পন্থকে ছাপিয়ে দলের প্রথম পছন্দ হয়ে উঠতে পারলেন না ৷ জাতীয় টেস্ট দলে তাঁর নাম আর বিবেচিত হবে না, আভাস পেতেই রঞ্জি থেকেও ঋদ্ধি নিজেকে সরিয়ে নিয়েছেন ব্যক্তিগত কারণে (Wriddhiman made himself unavailable for Ranji Trophy selection) ৷ তাহলে আগামীর লক্ষ্য কী ? বঙ্গ উইকেটরক্ষক বলছেন, "প্রত্যাবর্তনের চেষ্টা জারি থাকবে বটে । তবে লাল বলের ক্রিকেট থেকে এবার সাদা বলের ক্রিকেটেই বেশি করে মনোসংযোগ করব । সামনে আইপিএল রয়েছে । তার প্রস্তুতি জারি থাকবে ।"

কলকাতা, 19 ফেব্রুয়ারি : তাহলে কি ঋদ্ধিমান সাহার আন্তর্জাতিক কেরিয়ারে এখানেই যবনিকা টেনে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ? রঞ্জির প্রথম ম্যাচে বরোদার বিরুদ্ধে জয়ের হাতছানি অভিমন্যু ঈশ্বরণদের ৷ সেই খবরকে ছাপিয়েও শনির বিকেলে বাংলার ক্রিকেটে চর্চার শীর্ষে শিলিগুড়ির পাপালি ৷ আশঙ্কাকে সত্যি করে শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন দেশের সেরা উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা । তবে নির্বাচকেরা শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য তাঁর কথা না ভাবলেও এখনই অবসরের ভাবনা নেই তাঁর (Wriddhiman Saha says he has no plan of retirement now) ৷ জানালেন ঋদ্ধিমান নিজেই ৷

বঙ্গ উইকটরক্ষকের বাদ পড়া নিয়ে চর্চা সর্বত্র । হতাশ ঋদ্ধিমান স্বয়ং। লাল বলের ক্রিকেটে গ্লাভস হাতে 104 শিকার এবং ব্যাটে 3টি শতরানের মালিক ইটিভি ভারতকে কোনও রাখঢাক না করেই বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায় আমাকে বলেছিলেন জাতীয় দলে সুযোগের ব্যাপারে দুশ্চিন্তা না করতে ৷ তারপরেও এই ঘটনায় আমি হতাশ ৷" তবে নির্বাচকমণ্ডলী এবং কোচ রাহুল দ্রাবিড় তাঁকে নাকি এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আগেই ৷ জানান ঋদ্ধি ৷ টেস্ট স্কোয়াডে তাঁর নাম বিবেচনা না হওয়ার পিছনে ফিটনেস কোনও ইস্যু নয় ৷ আসলে তিনি ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই, সে কারণেই এমনটা হল ৷ বলছেন 2022 আইপিএলে গুজরাত লায়ন্সের নয়া সৈনিক ৷

আরও পড়ুন : রোহিতকে নয়া টেস্ট অধিনায়ক বেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণা বোর্ডের

জাতীয় দলের কেরিয়ারে শুরু থেকেই আড়ালে ছিলেন ৷ শেষবেলাতেও তরুণ তুর্কি ঋষভ পন্থকে ছাপিয়ে দলের প্রথম পছন্দ হয়ে উঠতে পারলেন না ৷ জাতীয় টেস্ট দলে তাঁর নাম আর বিবেচিত হবে না, আভাস পেতেই রঞ্জি থেকেও ঋদ্ধি নিজেকে সরিয়ে নিয়েছেন ব্যক্তিগত কারণে (Wriddhiman made himself unavailable for Ranji Trophy selection) ৷ তাহলে আগামীর লক্ষ্য কী ? বঙ্গ উইকেটরক্ষক বলছেন, "প্রত্যাবর্তনের চেষ্টা জারি থাকবে বটে । তবে লাল বলের ক্রিকেট থেকে এবার সাদা বলের ক্রিকেটেই বেশি করে মনোসংযোগ করব । সামনে আইপিএল রয়েছে । তার প্রস্তুতি জারি থাকবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.