ETV Bharat / sports

Wriddhiman Saha: ঋদ্ধি আর বাংলার নন, ভিনরাজ্যের হয়ে খেলার ছাড়পত্র পেলেন পাপালি - Wriddhiman Saha got NOC from CAB to play for another state

শনিবার সকালে সিএবি-তে এসে নো-অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করলেন 'পাপালি' ৷ ফলত বাংলার সঙ্গে দীর্ঘ মধুচন্দ্রিমা শেষ হল উইকেটরক্ষক ব্যাটারের ৷ ভিনরাজ্যের হয়ে খেলতে আর কোনও বাধা রইল না ঋদ্ধির (Wriddhiman Saha got NOC from CAB to play for another state) ৷

Wriddhiman Saha
ভিনরাজ্যের হয়ে খেলার ছাড়পত্র পেলেন পাপালি
author img

By

Published : Jul 2, 2022, 3:21 PM IST

Updated : Jul 2, 2022, 5:48 PM IST

কলকাতা, 2 জুন: শেষদিনেও সিএবি আধিকারিকদের তরফে বারংবার অনুরোধ এসেছিল থেকে যাওয়ার জন্য ৷ কিন্তু সিদ্ধান্তে অটল ঋদ্ধিমান সাহা ৷ শনিবার দুপুরে সিএবি-তে এসে নো-অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করলেন 'পাপালি' ৷ ফলত বাংলার সঙ্গে দীর্ঘ মধুচন্দ্রিমা শেষ হল উইকেটরক্ষক ব্যাটারের ৷ ভিনরাজ্যের হয়ে খেলতে আর কোনও বাধা রইল না ঋদ্ধির (Wriddhiman Saha got NOC from CAB to play for another state) ৷

শনিবার দুপুর 1টায় ঋদ্ধি যখন আসেন, সেসময় সিএবি-তে উপস্থিত ছিলেন সভাপতি অভিষেক ডালমিয়া এবং যুগ্ম-সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। দুজনেই শেষ মুহূর্তে উইকেটরক্ষককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেন। কিন্তু তাতেও বরফ গলেনি। আগামিদিনের জন্য ঋদ্ধিকে শুভেচ্ছা জানায় সিএবি। এক বিবৃতিতে সিএবি এক বিবৃতিতে সে কথা জানায় ৷ চলতি মরশুমে রঞ্জির গ্রুপ পর্বে বাংলার হয়ে না-খেলায় ঋদ্ধির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে। তাতেই সিএবি-র প্রতি মনোক্ষুণ্ণ হয় সিএবি ৷ পরবর্তী পদক্ষেপ হিসেবে ভিনরাজ্যের হয়ে মাঠে নামার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বাংলার বহুযুদ্ধের সৈনিক ৷ সেইমতো শনিবার ইডেনে গিয়ে এনওসি নিয়ে আসেন ঋদ্ধিমান।

এনওসি পেয়ে কী বললেন ঋদ্ধি

আরও পড়ুন : পন্থের পর শতরান জাদেজার, এজবাস্টনে চারশো পেরিয়ে প্রথম ইনিংস থামল ভারতের

সিএবি থেকে বেরিয়ে ঋদ্ধিমান বলেন, ''আপাতত অন্য রাজ্যের হয়ে খেলব। পরে যদি সিএবি ডাকে তবে ফিরতে পারি।'' ত্রিপুরা, গুজরাট এবং বিদর্ভের প্রস্তাব ঋদ্দির কাছে রয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও কিছুই চূড়ান্ত হয়নি। ঋদ্ধি আরও বলেন, ''সিএবি-র তরফ থেকে আমাকে বলা হয়েছে। বারবার অনুরোধ করা হয়েছে যাতে আমি ফের বাংলার হয়ে খেলি। তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর পিছিয়ে আসার উপায় নেই।'' একইসঙ্গে বাংলা দলকেও শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধি।

কলকাতা, 2 জুন: শেষদিনেও সিএবি আধিকারিকদের তরফে বারংবার অনুরোধ এসেছিল থেকে যাওয়ার জন্য ৷ কিন্তু সিদ্ধান্তে অটল ঋদ্ধিমান সাহা ৷ শনিবার দুপুরে সিএবি-তে এসে নো-অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করলেন 'পাপালি' ৷ ফলত বাংলার সঙ্গে দীর্ঘ মধুচন্দ্রিমা শেষ হল উইকেটরক্ষক ব্যাটারের ৷ ভিনরাজ্যের হয়ে খেলতে আর কোনও বাধা রইল না ঋদ্ধির (Wriddhiman Saha got NOC from CAB to play for another state) ৷

শনিবার দুপুর 1টায় ঋদ্ধি যখন আসেন, সেসময় সিএবি-তে উপস্থিত ছিলেন সভাপতি অভিষেক ডালমিয়া এবং যুগ্ম-সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। দুজনেই শেষ মুহূর্তে উইকেটরক্ষককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেন। কিন্তু তাতেও বরফ গলেনি। আগামিদিনের জন্য ঋদ্ধিকে শুভেচ্ছা জানায় সিএবি। এক বিবৃতিতে সিএবি এক বিবৃতিতে সে কথা জানায় ৷ চলতি মরশুমে রঞ্জির গ্রুপ পর্বে বাংলার হয়ে না-খেলায় ঋদ্ধির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে। তাতেই সিএবি-র প্রতি মনোক্ষুণ্ণ হয় সিএবি ৷ পরবর্তী পদক্ষেপ হিসেবে ভিনরাজ্যের হয়ে মাঠে নামার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বাংলার বহুযুদ্ধের সৈনিক ৷ সেইমতো শনিবার ইডেনে গিয়ে এনওসি নিয়ে আসেন ঋদ্ধিমান।

এনওসি পেয়ে কী বললেন ঋদ্ধি

আরও পড়ুন : পন্থের পর শতরান জাদেজার, এজবাস্টনে চারশো পেরিয়ে প্রথম ইনিংস থামল ভারতের

সিএবি থেকে বেরিয়ে ঋদ্ধিমান বলেন, ''আপাতত অন্য রাজ্যের হয়ে খেলব। পরে যদি সিএবি ডাকে তবে ফিরতে পারি।'' ত্রিপুরা, গুজরাট এবং বিদর্ভের প্রস্তাব ঋদ্দির কাছে রয়েছে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও কিছুই চূড়ান্ত হয়নি। ঋদ্ধি আরও বলেন, ''সিএবি-র তরফ থেকে আমাকে বলা হয়েছে। বারবার অনুরোধ করা হয়েছে যাতে আমি ফের বাংলার হয়ে খেলি। তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর পিছিয়ে আসার উপায় নেই।'' একইসঙ্গে বাংলা দলকেও শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধি।

Last Updated : Jul 2, 2022, 5:48 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.