ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপে ‘ভালো ভারসাম্যে’র ভারতীয় দলে চাহাল না থাকায় হতাশ যুবরাজ - যুবরাজ সিং

Yuvraj Singh on Yuzvendra Chahal: এবারের বিশ্বকাপে ভারতীয় দলের ভারসাম্য ভালো বলে শুক্রবার মন্তব্য করলেন যুবরাজ সিং ৷ তবে তাঁর মতে, এই দলে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল থাকলে আরও ভালো হত ৷

Yuvraj Singh
Yuvraj Singh
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 7:22 PM IST

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: আগামী 5 অক্টোবর ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতে ৷ রোহিত শর্মাদের প্রথম ম্যাচ আগামী 8 অক্টোবর ৷ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে ভারতের বিশ্বকাপ জয়ী দলের এক প্রাক্তনের কাছ থেকে প্রশংসা পেল ভারতীয় ক্রিকেট দল ৷ 2011-র বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক যুবরাজ সিংয়ের মতে ক্যাপ্টেন রোহিতের দলের ভারসাম্য বেশ ভালো ৷ তার পরও তিনি মনে করেন যুজবেন্দ্র চাহাল থাকলে আরও ভালো হত ৷

শুক্রবার সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, "আমাদের দলের ভারসাম্য ভালো । আমার মনে হয়েছে যুজবেন্দ্র চাহালের সেখানে থাকা উচিত ছিল ৷ কারণ, আমরা ভারতে খেলছি এবং প্রায়শই স্পিন থাকে (এখানকার পিচে) । তাছাড়াও আমি মনে করি এটি একটি ভালো ভারসাম্যের দল ।"

2011 সালে ভারতে শেষবার বিশ্বকাপ হয়েছিল ৷ সেই বিশ্বকাপে জয়ী হয় ধোনির ভারত ৷ সেই দলের সদস্য যুবরাজ 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন ৷ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া সেই প্রতিযোগিতায় ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে পরপর 6 বলে 6টা ছয় মেরেছিলেন তিনি ৷ যা ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে ৷

সেই যুবরাজ সিং এ দিন চাহালকে নিয়ে আরও বলেন, "এটা একটু আশ্চর্যজনক ৷ কারণ আমি বলছি যে যুজবেন্দ্র চাহাল একজন লেগ স্পিনার হিসাবে আরও ভালো পছন্দ হতে পারে, যে আপনাকে ম্যাচ জিতিয়ে দিতে পারে । আমি মনে করি ওয়াশিংটন সুন্দর একজন তরুণ ও ব্যাটও করতে পারে । কিন্তু দিনের শেষে অধিনায়ক (রোহিত শর্মা) এবং কোচকে (রাহুল দ্রাবিড়) সেরা ফর্মে কে আছা, তা দেখতে হবে ।’’

প্রধান নির্বাচক অজিত আগরকারের নেতৃত্বে ভারতীয় নির্বাচকরা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হওয়া বিশ্বকাপের ভারতীয় দলে যুজবেন্দ্র চাহালকে অন্তর্ভুক্ত করেননি । পরিবর্তে, নির্বাচকরা মূল দলে কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকে বেছে নিয়েছিলেন । তবে বৃহস্পতিবার স্কোয়াড নিশ্চিত করার চূড়ান্ত দিনে আহত অক্ষর প্যাটেলের পরিবর্তে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে বেছে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: অক্ষরের বদলি অশ্বিন, বিশ্বকাপে ‘বুড়ো হাড়ের ভেলকি’ই ভরসা ভারতের

হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর: আগামী 5 অক্টোবর ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতে ৷ রোহিত শর্মাদের প্রথম ম্যাচ আগামী 8 অক্টোবর ৷ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে ভারতের বিশ্বকাপ জয়ী দলের এক প্রাক্তনের কাছ থেকে প্রশংসা পেল ভারতীয় ক্রিকেট দল ৷ 2011-র বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক যুবরাজ সিংয়ের মতে ক্যাপ্টেন রোহিতের দলের ভারসাম্য বেশ ভালো ৷ তার পরও তিনি মনে করেন যুজবেন্দ্র চাহাল থাকলে আরও ভালো হত ৷

শুক্রবার সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, "আমাদের দলের ভারসাম্য ভালো । আমার মনে হয়েছে যুজবেন্দ্র চাহালের সেখানে থাকা উচিত ছিল ৷ কারণ, আমরা ভারতে খেলছি এবং প্রায়শই স্পিন থাকে (এখানকার পিচে) । তাছাড়াও আমি মনে করি এটি একটি ভালো ভারসাম্যের দল ।"

2011 সালে ভারতে শেষবার বিশ্বকাপ হয়েছিল ৷ সেই বিশ্বকাপে জয়ী হয় ধোনির ভারত ৷ সেই দলের সদস্য যুবরাজ 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন ৷ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া সেই প্রতিযোগিতায় ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে পরপর 6 বলে 6টা ছয় মেরেছিলেন তিনি ৷ যা ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে ৷

সেই যুবরাজ সিং এ দিন চাহালকে নিয়ে আরও বলেন, "এটা একটু আশ্চর্যজনক ৷ কারণ আমি বলছি যে যুজবেন্দ্র চাহাল একজন লেগ স্পিনার হিসাবে আরও ভালো পছন্দ হতে পারে, যে আপনাকে ম্যাচ জিতিয়ে দিতে পারে । আমি মনে করি ওয়াশিংটন সুন্দর একজন তরুণ ও ব্যাটও করতে পারে । কিন্তু দিনের শেষে অধিনায়ক (রোহিত শর্মা) এবং কোচকে (রাহুল দ্রাবিড়) সেরা ফর্মে কে আছা, তা দেখতে হবে ।’’

প্রধান নির্বাচক অজিত আগরকারের নেতৃত্বে ভারতীয় নির্বাচকরা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হওয়া বিশ্বকাপের ভারতীয় দলে যুজবেন্দ্র চাহালকে অন্তর্ভুক্ত করেননি । পরিবর্তে, নির্বাচকরা মূল দলে কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকে বেছে নিয়েছিলেন । তবে বৃহস্পতিবার স্কোয়াড নিশ্চিত করার চূড়ান্ত দিনে আহত অক্ষর প্যাটেলের পরিবর্তে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে বেছে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: অক্ষরের বদলি অশ্বিন, বিশ্বকাপে ‘বুড়ো হাড়ের ভেলকি’ই ভরসা ভারতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.