মুম্বই, 1 জুন : নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে ডট বল করে বিরক্ত করতে চান ৷ যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ পান, তাহলে এটাই হবে তাঁর স্ট্র্যাট্রেজি ৷ জানিয়ে দিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ৷ আগামী 18 জুন সাউদাম্পটনে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷
ভারতীয় দল ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার একদিন আগে সিরাজ বলেন, ‘‘আমি একনাগাড়ে একটি নির্দিষ্ট স্থানে বোলিং করতে চাই ৷ আমি উইলিয়ামসনের বিরুদ্ধে অনবরত ডট বোলিং করার চেষ্টা করব ৷ উইলিয়ামসনই নিউজ়িল্যান্ডের এখন সেরা ব্যাটসম্যান ৷ তাঁর উপর প্রেসার তৈরি করার এটি সেরা উপায় ৷ এতে রান করার চেষ্টায় ভুল শট খেলে উইলিয়ামসনে আউট হওয়ার সুযোগ তৈরি হবে ৷’’
ভারতের অস্ট্রেলিয়া সফরে সাড়া জাগিয়েছিলেন ডানহাতি পেস বোলার মহম্মদ সিরাজ ৷ চোটগ্রস্ত ভারতীয় দল ক্যাঙারুদের বিরুদ্ধে 2-1 ব্যবধানে সিরিজ় জেতে ৷ সিরাজ বলছেন, যেহতু ইংল্যান্ডের পিচ অস্ট্রেলিয়ার থেকে আলাদা, তাই তিনি ব্যাটসম্যানদের ফ্রন্টফুটে খেলানোর চেষ্টা করবেন ৷
সিরাজ বলেন, ‘‘ অস্ট্রেলিয়ার 22 গজে পেস ও বাউন্স থাকে ৷ তাই সেখানে আমাকে শর্ট লেংথে বোলিং করতে হয়েছে ৷ কিন্তু ইংল্যান্ডে বেশি সুইং থাকবে ৷ তাই ব্যাটসম্যানদের ফ্রন্টফুটে খেলানোর চেষ্টা করতে হবে ৷’’
আরও পড়ুন : সাদা-কালো ফ্রেমে তেন্ডুলকর পরিবার, উপলক্ষটা কী ?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পাশাপাশি ব্রিটেনের মাটিতে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ়ও খেলবে ৷ আগস্ট থেকে সেই সিরিজ়ের সূচনা হবে ৷