বার্মিংহাম, 13 জুন : ব্রিটিশদের ডেরায় ঢুকে তাদেরই বধ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ 1-0 ব্যবধানে জিতে নিল নিউজিল্যান্ড ৷ সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল ৷ দ্বিতীয়টি 8 উইকেটে জিতল টম ল্যাথামরা ৷ ব্যাটে, বলে অলরাউন্ড পারফরম্যান্স দেখা গেল নিউজিল্যান্ডের ৷ খেলায় হারজিত থাকবেই ৷ একটা দল জিতলে অন্য়জন হারবে সেটাই দস্তুর ৷ কিন্তু সেই জয় যদি ঐতিহাসিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC FINAL) আগে হয় তাহলে চিন্তার বিষয় আছে বইকি ৷
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ড্র করেছিল নিউজিল্যান্ড (NEW ZEALAND) ৷ অভিষেককারী ডেভন কনভয়ের দ্বিশতরান এবং টিম সাউদি, কাইল জেমিসনদের দুর্দান্ত বোলিং দেখা গিয়েছে ৷ প্রথম ইনিংসে একশোর উপরে লিড ছিল নিউজিল্যান্ডের ৷ কিন্তু দুর্ভাগ্যবশত টেস্টের তৃতীয় দিনটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এগিয়ে থাকার ফায়দা তুলতে পারেনি নিউজিল্যান্ড ৷ ম্যাচ ড্র হওয়ায় কিছুটা হলেও হাঁফ ছেড়ে বেঁচেছিল ভারতীয় সমর্থকরা ৷
কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বিপক্ষ দলের আত্মবিশ্বাস কোনওভাবে বেড়ে যাক তা মোটেও চাননি ক্রিকেটপ্রেমীরা ৷ বিরাট কোহলি (VIRAT KOHLI) নিজেও কী সেটা চেয়েছিলেন ? টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ইংল্যান্ড পৌঁছে গিয়েছে ভারতীয় দল ৷ কোয়ারানটিন পর্ব শেষ করে অনুশীলনে নেমে পড়েছে তারা ৷ প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না থাকায় নিজেদের মধ্যে দুভাগ হয়ে প্রস্তুতি সারতে হচ্ছে ৷ সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড রীতিমতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলল ৷ দিলীপ বেঙ্গসরকর তো বলেই দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ এবং ইংলিশ কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ার সময়ের অভাব ভারতকে বড় মূল্য দিতে হতে পারে ৷
ইংল্যান্ডের মাটিতে তাদেরই হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে যাবতীয় আত্মবিশ্বাস জোগাড় করে ফেলল কিউয়িরা ৷ এজবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম থেকেই ইংল্যান্ডকে চেপে ধরেছিল ট্রেন্ট বোল্ট, নেল ওয়েগনাররা ৷ 8 উইকেটে জেতা দ্বিতীয় টেস্টে কিউয়ি বোলাররা তাদের শক্তি প্রদর্শন করেছে ৷ বিশেষ করে পেস বিভাগ ৷ ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, ওয়েগনারদের দুরন্ত পারফরম্যান্স ম্যাচ জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড ৷ ফলে ডব্লিউটিসি ফাইনালের আগে কিউয়ি বোলিং বিভাগ স্বাভাবিকভাবেই চিন্তায় রাখবে কোহলিদের ৷
আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?
সবচেয়ে বড় বিষয়, কেন উইলিয়ামসন (Kane Williamson), টিম সাউদি (Tim Southee), কাইল জেমিসন (Kyle Jamieson), মিচেল স্যান্টনার, কলিন ডি গ্র্যান্ডহোমের মতো নিউজিল্যান্ডের তারকা মুখগুলি দ্বিতীয় ম্যাচে ছিল না ৷ তা সত্ত্বেও ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের জয় পেতে সমস্যা হল না ৷ এদিকে ভারতীয় ব্যাটসম্যানরা কাইল জেমিসন বা নেল ওয়াগনারদের মোকাবিলা করতে ততটা অভ্যস্ত নয় ৷ বলতে গেলে ফাইনালের আগে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখল উইলিয়ামসনের দল ৷ বুঝিয়ে দিল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তারা এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না ৷
নিউলজিল্যান্ডের নতুন ব্যাটিং সেনসেশন ডেভন কনওয়ে (Devon Conway) ৷ ভারতীয় দলকে যাঁদের নিয়ে সতর্ক থাকতে হবে তাঁদের মধ্যে প্রথম নাম ৷ লর্ডসে অভিষেক ম্যাচে রেকর্ড দ্বিশতরান হাঁকিয়েছেন ৷ একে নতুন তার উপর ইংল্যান্ডের কন্ডিশনে যেভাবে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের মোকাবিলা করেছেন কনওয়ে তা সত্যিই তারিফযোগ্য ৷ ফাইনালে জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মাদের মুখোমুখি হওয়ার আগে যাবতীয় আত্মবিশ্বাস জোগাড় করে নিয়েছেন 29 বছরের কনওয়ে ৷
দ্বিতীয়ত দারুণ ফর্মে রয়েছেন টিম সাউদি এবং কাইল জেমিসন ৷ লর্ডসে প্রথম ইনিংসে ছয়টি উইকেট নিয়েছিলেন সাউদি ৷ ইংলিশ কন্ডিশন এবং বাতাসে বল সুইংয়ের ক্ষমতা তাঁর কাজ আরও সহজ করে দিয়েছে ৷ ফলে সাউদি কোহলিদের মাথাব্যাথার বড় কারণ হতে চলেছে ৷ তাঁর সতীর্থ কাইল জেমিসনও ভারতীয় লাইন ব্যাটিং আপে সমস্যার সৃষ্টি করতে তৈরি ৷