ETV Bharat / sports

Jasprit Bumrah's Birthday : আঠাশে পা বুম বুমের, আদুরে পোস্ট স্ত্রী সঞ্জনার - Bumrah's 28th birthday

28 বছরে পা দিলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah's Birthday) ৷ ঘড়ির কাঁটা বারোটা পার হতেই শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী সঞ্জনা গণেশনের (sanjana ganesan wishes jasprit bumrah) পোস্ট ভেসে উঠল ৷

Jasprit Bumrah
জসপ্রীত বুমরা
author img

By

Published : Dec 6, 2021, 8:40 AM IST

মুম্বই, 6 ডিসেম্বর : তিনি ভারতীয় দলের ইয়র্কার কিং ৷ বিপক্ষের ব্যাটারদের ত্রাস ৷ গতি ও বোলিং বৈচিত্র্যে ক্রিকেট বিশ্বে নিজের পরিচয় তৈরি করেছেন ৷ ভারতীয় দলের ডানহাতি পেসার জসপ্রীত বুমরা আজ 28 বছরে পা দিলেন (Jasprit Bumrah's Birthday) ৷ তবে বুম বুমের এবারের জন্মদিনটা একটু আলাদা ৷ চলতি বছরের মার্চে টিভি প্রেজেন্টার সঞ্জনা গণেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ৷ তাই ঘড়ির কাঁটা বারোটা পার হতেই স্ত্রীর শুভেচ্ছা পেলেন তিনি ৷ স্বামীকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পোস্ট করলেন সঞ্জনা (Wife Sanjana Ganesan wishes jasprit bumrah on his birthday ) ৷

কী লিখলেন সঞ্জনা ? জনপ্রিয় স্পোর্টস চ্যানেলের অ্যাঙ্কার, মডেল এবং বুমরা ঘরণী সঞ্জনা লিখেছেন, "তোমার পাশে ৷ এমন একটি স্থান যেখানে আমি সবসময় থাকতে চাই ৷ আমার হৃদয়, শুভ জন্মদিন ৷" পোস্টের সঙ্গে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন স্বামী-স্ত্রী ৷ একে অপরের থেকে চোখ সরছে না তাঁদের ৷

সঞ্জনার এই রোম্যান্টিক পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন বুমরা ৷ পোস্টর কমেন্ট বক্সে লাল হৃদয় এঁকে দিয়েছেন বার্থডে বয় (Bumrah's 28th birthday) ৷ তাঁদের প্রেমের খবর কেউ ঘূণাক্ষরেও টের পায়নি ৷ এমনকী বুমরার বিয়ের খবর ছড়ালেও পাত্রীর পরিচয় নিয়ে একাধিক গুঞ্জন ছিল ৷ প্রায় 2 বছরের কোর্টশিপের পর গোয়ার বিচে শুধুমাত্র পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন দুজনে ৷ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বুমরা, সঞ্জনা অবশ্য ব্যস্ততার মধ্যে নিজেদের জন্য সময় বের করতে ভোলেন না ৷

Jasprit Bumrah's Birthday
সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না দুজনে

1993 সালে আজকের দিনে আমেদাবাদে জন্ম বুমরার ৷ কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের স্থান তৈরি করেছেন ৷ শুধু ভারতই নয়, বিশ্বের সেরা পেসারদের মধ্যে একজন ধরা হয় তাঁকে ৷ সামনেই দক্ষিণ আফ্রিকা সফর ৷ তাই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ় থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ ফলে 28তম জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন বুম বুম ৷

Jasprit Bumrah's Birthday
ওল্ড ট্র্যাফোর্ডে সঞ্জনা-বুমরা

আরও পড়ুন : মিস ইন্ডিয়ার মঞ্চ থেকে সঞ্চালনা, নিজ-জগতে উজ্জ্বল বুমরার স্ত্রী

মুম্বই, 6 ডিসেম্বর : তিনি ভারতীয় দলের ইয়র্কার কিং ৷ বিপক্ষের ব্যাটারদের ত্রাস ৷ গতি ও বোলিং বৈচিত্র্যে ক্রিকেট বিশ্বে নিজের পরিচয় তৈরি করেছেন ৷ ভারতীয় দলের ডানহাতি পেসার জসপ্রীত বুমরা আজ 28 বছরে পা দিলেন (Jasprit Bumrah's Birthday) ৷ তবে বুম বুমের এবারের জন্মদিনটা একটু আলাদা ৷ চলতি বছরের মার্চে টিভি প্রেজেন্টার সঞ্জনা গণেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ৷ তাই ঘড়ির কাঁটা বারোটা পার হতেই স্ত্রীর শুভেচ্ছা পেলেন তিনি ৷ স্বামীকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পোস্ট করলেন সঞ্জনা (Wife Sanjana Ganesan wishes jasprit bumrah on his birthday ) ৷

কী লিখলেন সঞ্জনা ? জনপ্রিয় স্পোর্টস চ্যানেলের অ্যাঙ্কার, মডেল এবং বুমরা ঘরণী সঞ্জনা লিখেছেন, "তোমার পাশে ৷ এমন একটি স্থান যেখানে আমি সবসময় থাকতে চাই ৷ আমার হৃদয়, শুভ জন্মদিন ৷" পোস্টের সঙ্গে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন স্বামী-স্ত্রী ৷ একে অপরের থেকে চোখ সরছে না তাঁদের ৷

সঞ্জনার এই রোম্যান্টিক পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন বুমরা ৷ পোস্টর কমেন্ট বক্সে লাল হৃদয় এঁকে দিয়েছেন বার্থডে বয় (Bumrah's 28th birthday) ৷ তাঁদের প্রেমের খবর কেউ ঘূণাক্ষরেও টের পায়নি ৷ এমনকী বুমরার বিয়ের খবর ছড়ালেও পাত্রীর পরিচয় নিয়ে একাধিক গুঞ্জন ছিল ৷ প্রায় 2 বছরের কোর্টশিপের পর গোয়ার বিচে শুধুমাত্র পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন দুজনে ৷ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বুমরা, সঞ্জনা অবশ্য ব্যস্ততার মধ্যে নিজেদের জন্য সময় বের করতে ভোলেন না ৷

Jasprit Bumrah's Birthday
সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেন না দুজনে

1993 সালে আজকের দিনে আমেদাবাদে জন্ম বুমরার ৷ কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের স্থান তৈরি করেছেন ৷ শুধু ভারতই নয়, বিশ্বের সেরা পেসারদের মধ্যে একজন ধরা হয় তাঁকে ৷ সামনেই দক্ষিণ আফ্রিকা সফর ৷ তাই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ় থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ ফলে 28তম জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন বুম বুম ৷

Jasprit Bumrah's Birthday
ওল্ড ট্র্যাফোর্ডে সঞ্জনা-বুমরা

আরও পড়ুন : মিস ইন্ডিয়ার মঞ্চ থেকে সঞ্চালনা, নিজ-জগতে উজ্জ্বল বুমরার স্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.