ETV Bharat / sports

WI vs IND 1st T20I: ব্যাটে-বলে দাপট, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-20তে 68 রানে জয় ভারতের - ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি 20তে 68 রানে জয় ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে (WI vs IND 1st T20I) জয় দিয়ে শুরু করল ভারত ৷ ব্যাটে রোহিত শর্মা এবং দীনেশ কার্তিকের দাপটে 190 রান তোলে ভারত ৷ জবাবে ভারতীয় বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পরে ক্যারিবিয়ানরা (India Win Against West Indies in 1st T20I by 68 Runs) ৷

WI vs IND 1st T20I India Win Against West Indies in 1st T20I by 68 Runs
WI vs IND 1st T20I India Win Against West Indies in 1st T20I by 68 Runs
author img

By

Published : Jul 30, 2022, 11:05 AM IST

সান ফার্নান্দো, 30 জুলাই: প্রথমে ব্যাট হাতে অধিনায়ক রোহিত শর্মা এবং ফিনিশার দীনেশ কার্তিকের পারফর্ম্যান্স এবং শেষে ভারতীয় বোলাদের দাপট ৷ দুইয়ের অবদানে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 68 রানে হারাল ভারত (India Win against West Indies in 1st T20I by 68 Runs) ৷ প্রথম একাদশে ফেরা অধিনায়ক রোহিত 44 বলে 64 রান করেন ৷ আর শেষ পাঁচ ওভারে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে 19 বলে 41 রান করলেন ফিনিশার দীনেশ কার্তিক ৷ ভারত প্রথমে ব্যাট করে 190 রান তোলে ৷ জবাবে 8 উইকেট হারিয়ে মাত্র 122 রানে থেমে যায় ক্যারিবিয়ানরা ৷ দীনেশ কার্তিক ম্যাচের সেরা হয়েছেন (Player of The Match Dinesh Karthik) ৷

এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান (Nicholas Pooran) ৷ কিন্তু, তাঁর সিদ্ধান্ত যে পুরোপুরি ভুল ছিল তা 6 ওভারের প্রথম পাওয়ার-প্লে'তেই স্পষ্ট হয়ে যায় ৷ যেখানে ওয়েস্ট ইন্ডিয়ান বাঁ-হাতি স্পিনার আকিল হুসেনের বল খেলতে সমস্যায় পড়েন রোহিত এবং সূর্যকুমার যাদব ৷ এদিন ভারতের তরফেও নয়া চমক দেখা যায় ৷ ডাগ-আউটে ঈশান কিষানকে বসিয়ে, এমনকি ভারতের জার্সিতে আগে ওপেন করা ঋষভের বদলে সূর্যকুমার যাদবকে ওপেন করানোর সিদ্ধান্ত নেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে, বেশিক্ষণ ক্রিজে না টিকলেও 16 বলে 24 রানের ঝোড়ো ইনিংস খেলে যান স্কাই ৷

প্রথম টি-20তে ভারতীয় মিডল অর্ডারে ব্যর্থতা সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে ৷ ত্রিনিদাদের সান ফার্নান্দোর স্লো-পিচে শ্রেয়স (0), পন্থ (14), হার্দিক (1), রবীন্দ্র জাদেজা (16) কেউই বিশেষ প্রভাব ফেলতে পারেননি ৷ একটা সময় ভারতের পক্ষে 150 তোলা সম্ভব হবে কিনা, সেই নিয়ে সংশয় ছিল ৷ সেখান থেকে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ইনিংসের শেষ 3 ওভারে ভারতকে 190 রানে পৌঁছে দেন কার্তিক ৷

আরও পড়ুন: হরমনপ্রীত-রেণুকার লড়াই ব্যর্থ, হেরে কমনওয়েলথ অভিযান শুরু মহিলা ক্রিকেট দলের

তবে, এদিন ত্রিনিদাদের উইকেটকে ভারতীয় দল যে ভালো করেই বুঝতে পেরেছিল, তা প্রথম একাদশ নির্বাচনেই স্পষ্ট ৷ এ দিন তিনজন প্রথমসারির স্পিনার খেলায় ভারত ৷ সেখানে মিডিয়া স্লো বোলার ভুবনেশ্বর কুমার এবং মিডিয়াম পেসার আর্শদীপ সিংকে খেলানো হয় ৷ বল হাতে ভারতের এই পাঁচ বোলারই সফল হন এ দিন ৷ বিশেষ করে স্পিনাররা ৷

বল হাতে সবচেয়ে সফল টি-20 বিশ্বকাপের পর শর্টার ফরম্যাটে ভারতীয় দলে কামব্যাক করা অশ্বিন ৷ তিনি মাত্র 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ তাঁর শিকার ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান এবং শিমরন হেটমায়ার ৷ ভুবনেশ্বর কুমার 11 রানে 1 উইকেট নিয়েছেন ৷ আর্শদীপ সিং 24 রান দিয়ে 2 উইকেট, জাদেজা 26 রানে 1 উইকেট এবং রবি বিষ্ণই 26 রানে 2 উইকেট নিয়েছেন ৷ দ্বিতীয় টি-20 ম্যাচ আগামী 1 অগস্ট সোমবার সেন্ট কিটসে ৷

সান ফার্নান্দো, 30 জুলাই: প্রথমে ব্যাট হাতে অধিনায়ক রোহিত শর্মা এবং ফিনিশার দীনেশ কার্তিকের পারফর্ম্যান্স এবং শেষে ভারতীয় বোলাদের দাপট ৷ দুইয়ের অবদানে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 68 রানে হারাল ভারত (India Win against West Indies in 1st T20I by 68 Runs) ৷ প্রথম একাদশে ফেরা অধিনায়ক রোহিত 44 বলে 64 রান করেন ৷ আর শেষ পাঁচ ওভারে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে 19 বলে 41 রান করলেন ফিনিশার দীনেশ কার্তিক ৷ ভারত প্রথমে ব্যাট করে 190 রান তোলে ৷ জবাবে 8 উইকেট হারিয়ে মাত্র 122 রানে থেমে যায় ক্যারিবিয়ানরা ৷ দীনেশ কার্তিক ম্যাচের সেরা হয়েছেন (Player of The Match Dinesh Karthik) ৷

এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান (Nicholas Pooran) ৷ কিন্তু, তাঁর সিদ্ধান্ত যে পুরোপুরি ভুল ছিল তা 6 ওভারের প্রথম পাওয়ার-প্লে'তেই স্পষ্ট হয়ে যায় ৷ যেখানে ওয়েস্ট ইন্ডিয়ান বাঁ-হাতি স্পিনার আকিল হুসেনের বল খেলতে সমস্যায় পড়েন রোহিত এবং সূর্যকুমার যাদব ৷ এদিন ভারতের তরফেও নয়া চমক দেখা যায় ৷ ডাগ-আউটে ঈশান কিষানকে বসিয়ে, এমনকি ভারতের জার্সিতে আগে ওপেন করা ঋষভের বদলে সূর্যকুমার যাদবকে ওপেন করানোর সিদ্ধান্ত নেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা ৷ তবে, বেশিক্ষণ ক্রিজে না টিকলেও 16 বলে 24 রানের ঝোড়ো ইনিংস খেলে যান স্কাই ৷

প্রথম টি-20তে ভারতীয় মিডল অর্ডারে ব্যর্থতা সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে ৷ ত্রিনিদাদের সান ফার্নান্দোর স্লো-পিচে শ্রেয়স (0), পন্থ (14), হার্দিক (1), রবীন্দ্র জাদেজা (16) কেউই বিশেষ প্রভাব ফেলতে পারেননি ৷ একটা সময় ভারতের পক্ষে 150 তোলা সম্ভব হবে কিনা, সেই নিয়ে সংশয় ছিল ৷ সেখান থেকে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ইনিংসের শেষ 3 ওভারে ভারতকে 190 রানে পৌঁছে দেন কার্তিক ৷

আরও পড়ুন: হরমনপ্রীত-রেণুকার লড়াই ব্যর্থ, হেরে কমনওয়েলথ অভিযান শুরু মহিলা ক্রিকেট দলের

তবে, এদিন ত্রিনিদাদের উইকেটকে ভারতীয় দল যে ভালো করেই বুঝতে পেরেছিল, তা প্রথম একাদশ নির্বাচনেই স্পষ্ট ৷ এ দিন তিনজন প্রথমসারির স্পিনার খেলায় ভারত ৷ সেখানে মিডিয়া স্লো বোলার ভুবনেশ্বর কুমার এবং মিডিয়াম পেসার আর্শদীপ সিংকে খেলানো হয় ৷ বল হাতে ভারতের এই পাঁচ বোলারই সফল হন এ দিন ৷ বিশেষ করে স্পিনাররা ৷

বল হাতে সবচেয়ে সফল টি-20 বিশ্বকাপের পর শর্টার ফরম্যাটে ভারতীয় দলে কামব্যাক করা অশ্বিন ৷ তিনি মাত্র 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন ৷ তাঁর শিকার ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান এবং শিমরন হেটমায়ার ৷ ভুবনেশ্বর কুমার 11 রানে 1 উইকেট নিয়েছেন ৷ আর্শদীপ সিং 24 রান দিয়ে 2 উইকেট, জাদেজা 26 রানে 1 উইকেট এবং রবি বিষ্ণই 26 রানে 2 উইকেট নিয়েছেন ৷ দ্বিতীয় টি-20 ম্যাচ আগামী 1 অগস্ট সোমবার সেন্ট কিটসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.