ETV Bharat / sports

ICC World Cup 2023: বিধ্বস্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নিয়ে জল্পনা - What will be First Eleven against England

India vs England in ICC Cricket World Cup: রবিবার লখনউয়ে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড ৷ গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের আশা টুর্নামেন্টের মাঝপথেই শেষ হয়ে গিয়েছে ৷ ফলে আগামিকালের ম্যাচে ভারতের বিরুদ্ধে হয়তো আরও ভয়ংকর হয়ে উঠতে পারে থ্রি-লায়ন্স ৷ লিখেছেন মীনাক্ষ্মী রাও ৷

Image Courtesy: BCCI and ECB X
Image Courtesy: BCCI and ECB X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 8:52 PM IST

লখনউ, 28 অক্টোবর: লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্বকাপে 6 নম্বর ম্যাচ খেলতে নামবে আগামিকাল অর্থাৎ, রবিবার ৷ যে ম্যাচের আগে দু’টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটের অলিন্দে ৷ প্রথম, ভারতের টিম কম্বিনেশন কী হবে ? অনুমান করা হচ্ছে লখনউয়ের লালমাটির টার্নিং উইকেটে ভারত তিন স্পিনার খেলাবে ৷ সেখানে পেস বোলিংয়ে একজনকে বসাতেই হবে ৷ তাহলে তিনি কে ? মহম্মদ শামি না মহম্মদ সিরাজ ? ৷ আর দ্বিতীয়ত, প্রথম পাঁচ ম্যাচের চারটিতে হেরে সেমিফাইনালের রেস থেকে প্রায় ছিটকে যাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ভারতের মসৃণ যাত্রা পথে কাঁটা বিছিয়ে দেবে না তো ?

এ সবে উত্তর গতকাল মাঠেই পাওয়া যাবে ৷ কিন্তু, এই সবের একটা সম্ভাব ধারণা করা যেতে পারে ৷ যেখানে ভারতীয় দলের প্রথম একাদশের প্রথম সাতে কোনও বদলের সম্ভাবনা নেই ৷ যদি না, শেষ মুহূর্তে বিরল কোনও পরিস্থিতি তৈরি হয় ৷ আর শেষ চারজনের মধ্যে কুলদীপ এবং বুমরা নিশ্চিত ৷ ভারত রবিবারের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে ৷ সেখানে মহম্মদ শামি বা মহম্মদ সিরাজের একজনকে বসতে হতে পারে ৷ কিন্তু, কাকে বসাবে টিম ম্যানেজমেন্ট ?

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিউজিল্যান্ড ম্যাচে সুযোগ পেয়েই 5 উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন মহম্মদ শামি ৷ সেখানে শেষ পাঁচ ম্যাচে গুরুত্বপূর্ণ কিছু উইকেট নিলেও, মোটের উপর তেমন প্রভাব নিজের পারফর্ম্যান্সে করতে পারেননি মহম্মদ সিরাজ ৷ বরং, তাঁর হাত থেকে রান বেরিয়েছে প্রচুর ৷ সেই দিক থেকে সিরাজকে ইংল্যান্ডের বিরুদ্ধে বসানোর সম্ভাবনা প্রবল ৷ আর তা হলে, তিন স্পিনার এবং দুই পেসারে ভারত ব্রিটিশদের বিরুদ্ধে নামবে ৷ সেখানে 8 নম্বরে জাদেজার পর রবিচন্দ্রন অশ্বিন ব্যাটে ভরসা দেবেন ৷

আরও পড়ুন: শীতের শুরুতে অজি-কিউয়িদের ‘ব্যাটিং-যুদ্ধ’ উত্তাপ বাড়াল ধরমশালার

আর ভারতের ব্যাটিং নিয়ে তেমন কোনও চিন্তার কারণ দেখা যাচ্ছে না ৷ এই টুর্নামেন্টে ভারত এখনও পর্যন্ত একটি ম্যাচেও রান ডিফেন্ড করেনি ৷ প্রথম ম্যাচ বাদে, বাকি সবক’টিতে অধিনায়ক রোহিত শর্মা শুরুতেই স্কোরবোর্ডে রান রেটের চাপকে সরিয়ে দিয়েছেন তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে ৷ আর তিন, চার ও পাঁচ নম্বরে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও ভরসা দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে ৷ বিশেষত, বিরাটের ফর্ম ৷ তিনি প্রায় সব ম্যাচই নিজের হাতে শেষ করে ফিরছেন ৷

আরও পড়ুন: ইডেনে বিশ্বকাপের বোধনে আড়াইশোর আগেই গুটিয়ে গেল ডাচরা

তবে, টুর্নামেন্টে ব্রিটিশরা বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব মাথায় নিয়ে এলেও, তা ধরে রাখতে ব্যর্থ আপাতত ৷ শুরু থেকে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের 4টিতে হেরেছে ইংল্যান্ড ৷ একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে একটি বড় জয় পেয়েছিল ৷ ব্যস, সেখানেই সব ইতি ৷ জস বাটলারের দলের আত্মবিশ্বাস একেবার তলানিতে ৷ কিন্তু, আগামিকালের ম্যাচ একটা নতুন শুরু ৷ তাই সেখানে সতর্ক থাকতেই হবে ভারতকে ৷ বিশেষত, আদিল রাশিদের থেকে ৷ ইংল্যান্ডের বোলিংয়ে একমাত্র রাশিদ এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে সফল ৷

আরও পড়ুন: প্যারা এশিয়াডে পদকের সেঞ্চুরি, ভারতীয় প্রতিযোগীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অন্যদিকে, অতীতে ভারতের বিরুদ্ধে ক্রিস ওকস এবং মার্ক উডরা ভালো পারফর্ম করেছেন ৷ সেই অতীত রেকর্ডকেও মাথায় রাখতে হবে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে ৷ তবে, ফর্ম এবং ধারাবাহিকতা ভারতের সঙ্গে রয়েছে ৷ তাই ব্রিটিশদের বিরুদ্ধে ইতিবাচক ক্রিকেট খেলায় মন দিলেই অধিকাংশ কাজ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

লখনউ, 28 অক্টোবর: লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্বকাপে 6 নম্বর ম্যাচ খেলতে নামবে আগামিকাল অর্থাৎ, রবিবার ৷ যে ম্যাচের আগে দু’টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটের অলিন্দে ৷ প্রথম, ভারতের টিম কম্বিনেশন কী হবে ? অনুমান করা হচ্ছে লখনউয়ের লালমাটির টার্নিং উইকেটে ভারত তিন স্পিনার খেলাবে ৷ সেখানে পেস বোলিংয়ে একজনকে বসাতেই হবে ৷ তাহলে তিনি কে ? মহম্মদ শামি না মহম্মদ সিরাজ ? ৷ আর দ্বিতীয়ত, প্রথম পাঁচ ম্যাচের চারটিতে হেরে সেমিফাইনালের রেস থেকে প্রায় ছিটকে যাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ভারতের মসৃণ যাত্রা পথে কাঁটা বিছিয়ে দেবে না তো ?

এ সবে উত্তর গতকাল মাঠেই পাওয়া যাবে ৷ কিন্তু, এই সবের একটা সম্ভাব ধারণা করা যেতে পারে ৷ যেখানে ভারতীয় দলের প্রথম একাদশের প্রথম সাতে কোনও বদলের সম্ভাবনা নেই ৷ যদি না, শেষ মুহূর্তে বিরল কোনও পরিস্থিতি তৈরি হয় ৷ আর শেষ চারজনের মধ্যে কুলদীপ এবং বুমরা নিশ্চিত ৷ ভারত রবিবারের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে ৷ সেখানে মহম্মদ শামি বা মহম্মদ সিরাজের একজনকে বসতে হতে পারে ৷ কিন্তু, কাকে বসাবে টিম ম্যানেজমেন্ট ?

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নিউজিল্যান্ড ম্যাচে সুযোগ পেয়েই 5 উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন মহম্মদ শামি ৷ সেখানে শেষ পাঁচ ম্যাচে গুরুত্বপূর্ণ কিছু উইকেট নিলেও, মোটের উপর তেমন প্রভাব নিজের পারফর্ম্যান্সে করতে পারেননি মহম্মদ সিরাজ ৷ বরং, তাঁর হাত থেকে রান বেরিয়েছে প্রচুর ৷ সেই দিক থেকে সিরাজকে ইংল্যান্ডের বিরুদ্ধে বসানোর সম্ভাবনা প্রবল ৷ আর তা হলে, তিন স্পিনার এবং দুই পেসারে ভারত ব্রিটিশদের বিরুদ্ধে নামবে ৷ সেখানে 8 নম্বরে জাদেজার পর রবিচন্দ্রন অশ্বিন ব্যাটে ভরসা দেবেন ৷

আরও পড়ুন: শীতের শুরুতে অজি-কিউয়িদের ‘ব্যাটিং-যুদ্ধ’ উত্তাপ বাড়াল ধরমশালার

আর ভারতের ব্যাটিং নিয়ে তেমন কোনও চিন্তার কারণ দেখা যাচ্ছে না ৷ এই টুর্নামেন্টে ভারত এখনও পর্যন্ত একটি ম্যাচেও রান ডিফেন্ড করেনি ৷ প্রথম ম্যাচ বাদে, বাকি সবক’টিতে অধিনায়ক রোহিত শর্মা শুরুতেই স্কোরবোর্ডে রান রেটের চাপকে সরিয়ে দিয়েছেন তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে ৷ আর তিন, চার ও পাঁচ নম্বরে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও ভরসা দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে ৷ বিশেষত, বিরাটের ফর্ম ৷ তিনি প্রায় সব ম্যাচই নিজের হাতে শেষ করে ফিরছেন ৷

আরও পড়ুন: ইডেনে বিশ্বকাপের বোধনে আড়াইশোর আগেই গুটিয়ে গেল ডাচরা

তবে, টুর্নামেন্টে ব্রিটিশরা বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব মাথায় নিয়ে এলেও, তা ধরে রাখতে ব্যর্থ আপাতত ৷ শুরু থেকে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের 4টিতে হেরেছে ইংল্যান্ড ৷ একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে একটি বড় জয় পেয়েছিল ৷ ব্যস, সেখানেই সব ইতি ৷ জস বাটলারের দলের আত্মবিশ্বাস একেবার তলানিতে ৷ কিন্তু, আগামিকালের ম্যাচ একটা নতুন শুরু ৷ তাই সেখানে সতর্ক থাকতেই হবে ভারতকে ৷ বিশেষত, আদিল রাশিদের থেকে ৷ ইংল্যান্ডের বোলিংয়ে একমাত্র রাশিদ এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে সফল ৷

আরও পড়ুন: প্যারা এশিয়াডে পদকের সেঞ্চুরি, ভারতীয় প্রতিযোগীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অন্যদিকে, অতীতে ভারতের বিরুদ্ধে ক্রিস ওকস এবং মার্ক উডরা ভালো পারফর্ম করেছেন ৷ সেই অতীত রেকর্ডকেও মাথায় রাখতে হবে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়কে ৷ তবে, ফর্ম এবং ধারাবাহিকতা ভারতের সঙ্গে রয়েছে ৷ তাই ব্রিটিশদের বিরুদ্ধে ইতিবাচক ক্রিকেট খেলায় মন দিলেই অধিকাংশ কাজ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.