কলকাতা, 14 ফেব্রুয়ারি : আইপিএলের নিলাম নিয়ে ক্রিকেট বিশ্বে উৎসাহের পারদ তুঙ্গে ৷ ঠিক সেই সময়েই ইডেনে অনুশীলনে নেমে পড়ল ভারত সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল । ইতিমধ্যে ওয়ান ডে সিরিজে পর্যুদস্ত হয়েছে ক্যারিবিয়ানরা । ফলে কলকাতায় তিন ম্যাচের টি-20 সিরিজে তাঁরা যে পাল্টা লড়াই দেওয়ার চেষ্টা করবে তা বলাই বাহুল্য (West Indies start practice for T-20 series) । ভারতীয় দল যখন মাঠমুখো হয়নি তখন ইডেনে গা ঘামালেন কায়রন পোলার্ড, নিকোলাস পুরানরা । প্রায় ঘণ্টাখানেক হালকা অনুশীলন করেন তাঁরা । সোমবার বিকেলে অনুশীলনে নামবে ভারতীয় দল ।
তিন মাস পর ফের আর্ন্তজাতিক ক্রিকেটের আসর বসছে কলকাতায় । ইডেন মানেই মাঠভর্তি দর্শকের সামনে পারফরম্যান্স করার সুযোগ থাকে ক্রিকেটারদের সামনে । 75 শতাংশ দর্শক নিয়ে খেলা আয়োজন করার অনুমতি দিয়েছিল রাজ্য সরকারও ৷ কিন্তু কোভিড পরিস্থিতির কারণে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড ।
ইডেনে দর্শক প্রবেশের অনুমতির জন্য সিএবি চেষ্টা করলেও অনুমতি মেলেনি । আপাতত বিধিনিষেধ শিথিল করতে রাজি নয় বিসিসিআই । ভারতীয় দলের ক্রিকেটাররা মারণভাইরাসে আক্রান্ত হওয়ার পরে সেই বিধিনিষেধ আরও কড়া হয়েছে । ক্যারিবিয়ানদের সফর সীমাবদ্ধ রাখা হয়েছে দুটি শহরে ।
আরও পড়ুন : দ্বিপাক্ষিক সিরিজে এটাই কি সবচেয়ে খারাপ পারফরম্যান্স কোহলির, কী বলছে পরিসংখ্যান
দু'দলের হোটেলও বদলে গিয়েছে কোভিড বিধি রক্ষার জন্য । সাধারণত আলিপুর চিড়িয়াখানার কাছের একটি হোটেলে ক্রিকেটাররা থাকেন । কিন্তু এবার সংশ্লিষ্ট হোটেল বায়োবাবলের ব্যবস্থা করতে রাজি হয়নি । ফলে বাইপাসের ধারের একটি তারকা খচিত হোটেলে বায়োবাবলের ব্যবস্থা করে দুই দলের ক্রিকেটারদের রাখা হয়েছে । তাই ধীরে ধীরে কলকাতায় ক্রিকেট জ্বর বাড়ছে।