মুম্বই, 16 ফেব্রুয়ারি: নিজস্বী তুলতে না-চাওয়ার জের । আটজন ঘিরে ধরলেন পৃথ্বী শ'কে (Prithvi Shaw mobbed) । ভারতীয় দলের ক্রিকেটারকে নিয়ে চলল ধস্তাধস্তি, ভাঙা হল পৃথ্বী'র বন্ধুর গাড়ির কাচ, শেষ পর্যন্ত তারকা ব্যাটারের বিরুদ্ধে থানায় গিয়ে নির্যাতনের অভিযোগ জানিয়ে এলেন তরুণী । সব মিলিয়ে ফের বিতর্কে পৃথ্বী শ । দিনকয়েক আগেই তাঁর অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট নিয়ে জলঘোলা শুরু হয়েছিল সোশাল মিডিয়ায় । পরে বিবৃতি দিয়ে পৃথ্বী জানিয়েছিলেন, তাঁর অ্য়াকাউন্ট হ্যাক করে ওই পোস্ট করা হয়েছিল (Prithvi Shaw attacked for denying selfie with baseball bat)।
ঘটনার সূত্রপাত কীভাবে ?
বহুদিন দলের বাইরে থাকার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে দলে ফিরেছিলেন পৃথ্বী । সিরিজ শেষের পর থেকে ছুটির মেজাজেই দিন কাটাচ্ছেন তিনি । বৃহস্পতিবারও বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন । একটি অভিজাত হোটেলে নৈশভোজ সারছিলেন তিনি । সেসময়েই তাঁর সঙ্গে সেলফি তুলতে আসেন ভক্তরা । দু-একজনের আবদার মেটালেও পরে বিরক্ত হন তিনি । পৃথ্বীর বন্ধু হোটেল ম্যানেজারকে ফোনে অভিযোগ জানালে ম্যানেজার ওই দলটিকে বেরিয়ে যেতে বলেন । তাতেই রেগে যান তারা ।
ঠিক কী ঘটেছে ?
রাগের বশে হোটেলের বাইরে বেসবল ব্যাট-সহ একাধিক জিনিস নিয়ে অপেক্ষায় ছিল দলটি (Prithvi Shaw attacked with baseball bat) । এক বন্ধুর গাড়িতে হোটেল ছাড়েন পৃথ্বী । তাঁরা বেরোতেই ওই গাড়িকে ধাওয়া করা হয় । ট্র্যাফিক সিগনালে পৌঁছলে আক্রমণ করা হয় গাড়িটিতে । বেসবল ব্যাট দিয়ে ভেঙে দেওয়া হয় গাড়ির উইন্ডস্ক্রিন । 50 হাজার টাকা দাবি করা হয় পৃথ্বীর কাছ থেকে । নয়তো তাঁর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করা হবে বলে হুমকিও দেওয়া হয় ।
-
Hanging around drunkards in bars never helped anyone, stay safe @PrithviShaw pic.twitter.com/KzLsuX0Cws
— Sushant Mehta (@SushantNMehta) February 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hanging around drunkards in bars never helped anyone, stay safe @PrithviShaw pic.twitter.com/KzLsuX0Cws
— Sushant Mehta (@SushantNMehta) February 16, 2023Hanging around drunkards in bars never helped anyone, stay safe @PrithviShaw pic.twitter.com/KzLsuX0Cws
— Sushant Mehta (@SushantNMehta) February 16, 2023
ঘটনার পর ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেম পৃথ্বীর বন্ধু । তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ । গ্রেফতার করা হয় শোভিত ঠাকুর এবং সানা ওরফে স্বপ্না গিল নামের দুই ভক্তকে । পালটা পৃথ্বীর বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ এনেছেন ওই তরুণী । পাশাপাশি, সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো । যাতে এক তরুণীর সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যাচ্ছে পৃথ্বীকে । সবমিলিয়ে ফের শিরোনামে শ ।
আরও পড়ুন: রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড পৃথ্বীর