ETV Bharat / sports

Virat Kohli: ক্যাঙারুর দেশে বিশ্বকাপের আসর বসবে, শুনেই আকর্ণ হেসেছিলেন কোহলি

author img

By

Published : Nov 2, 2022, 9:00 PM IST

চলতি বিশ্বকাপে পয়া অস্ট্রেলিয়ায় ফেলে আসা ছন্দই খুঁজে পেয়েছেন ভারতের রান-মেশিন বিরাট কোহলি (New Record for Virat) । কিন্তু অজিদের মাঠে ছন্দ ফিরে পাওয়ার বিষয়ে কি কোহলিও নিশ্চিত ছিলেন (T-20 World Cup) ?

Etv Bharat
Virat Kohli

অ্যাডিলেড, 2 নভেম্বর: বিশ্বকাপের আগে পর্যন্ত নিশ্চুপ ছিল বিরাট-ব্যাট। হারানো ছন্দ খুঁজে পেতে মরিয়া ছিলেন কোহলিও (Virat Kohli) । পয়া অস্ট্রেলিয়ায় ফেলে আসা ছন্দই খুঁজে পেয়েছেন ভারতের রান-মেশিন (New Record for Virat) । কিন্তু অজিদের মাঠে ছন্দ ফিরে পাওয়ার বিষয়ে কি কোহলিও নিশ্চিত ছিলেন ? বুধবার বাংলাদেশের বিরুদ্ধে চলতি টুর্নামেন্টের তৃতীয় অর্ধশতরানটি করেছেন বিরাট কোহলি । তারপরেই কোহলি জানিয়ে দিলেন, ক্যাঙ্গারুর দেশে বিশ্বকাপের আসর বসছে জানার পর থেকেই উত্তেজনায় ফুটছিলেন তিনি (T-20 World Cup) ।

বুধবার অ্যাডিলেড ওভালে বাংলাদেশকে হারিয়ে ভারত সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করার পর এক সাক্ষাৎকারে কোহলি বলেন, "বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ঘোষণার পরেই আকর্ণ হেসেছিলাম । আমি জানতাম ভালো ক্রিকেটিং শটই হবে আমার ফর্মে ফেরার চাবিকাঠি । আমি নিশ্চিত ছিলাম যে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা দলের কাজে আসবে ।"

2012 সালে এই অ্যাডিলেডেই প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন কোহলি । দু'বছর পর অধিনায়কত্বের অভিষেকেও দুই ইনিংসেই শতরান করেন তিনি । এদিন সেই নস্টালজিয়াতেও ভেসেছেন ভারতের রান-মেশিন । কোহলি বলেন, "আমি এই মাঠে খেলতে পছন্দ করি । নেটে ঢোকার পর থেকেই বাড়তি তাগিদ অনুভব করি ।"

আরও পড়ুন: ব্যাঘ্র শিকারে বিশ্বকাপে সেমির টিকিট কার্যত নিশ্চিত রোহিতদের

এদিন মাত্র 44 বলে 64 রানের ইনিংস খেলেন প্রাক্তন ক্যাপ্টেন । দুরন্ত ইনিংসে রয়েছে 8টি চার ও 1টি ছয় । একইসঙ্গে এদিন নয়া রেকর্ডেরও মালিক হয়েছেন তিনি (Kohli becomes the highest run scorer in T20 World Cups) । বাংলাদেশের বিরুদ্ধে বিরাট নামার আগে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। টাইগারদের বিরুদ্ধে ব্যক্তিগত 16 রানে পৌঁছনোর পরেই সেই রেকর্ড টপকে যান কোহলি । জয়বর্ধনের থেকে মাত্র 8টি ইনিংস কম খেলে তাজ মাথায় পরেন বিরাট । তথ্য বলছে, টি-20 বিশ্বকাপে অবিশ্বাস্য গড়, স্ট্রাইক-রেট কোহলির । 1065 রান করতে মাত্র 23 ইনিংস নিয়েছেন বিরাট । গড় 88.75, স্ট্রাইক-রেট 132.46 । নামের পাশে রয়েছে 12টি অর্ধ-শতরান । যদিও কম ইনিংসে রেকর্ড গড়লেও মাহেলার থেকে 19 বল বেশি নিয়েছেন কোহলি।

অ্যাডিলেড, 2 নভেম্বর: বিশ্বকাপের আগে পর্যন্ত নিশ্চুপ ছিল বিরাট-ব্যাট। হারানো ছন্দ খুঁজে পেতে মরিয়া ছিলেন কোহলিও (Virat Kohli) । পয়া অস্ট্রেলিয়ায় ফেলে আসা ছন্দই খুঁজে পেয়েছেন ভারতের রান-মেশিন (New Record for Virat) । কিন্তু অজিদের মাঠে ছন্দ ফিরে পাওয়ার বিষয়ে কি কোহলিও নিশ্চিত ছিলেন ? বুধবার বাংলাদেশের বিরুদ্ধে চলতি টুর্নামেন্টের তৃতীয় অর্ধশতরানটি করেছেন বিরাট কোহলি । তারপরেই কোহলি জানিয়ে দিলেন, ক্যাঙ্গারুর দেশে বিশ্বকাপের আসর বসছে জানার পর থেকেই উত্তেজনায় ফুটছিলেন তিনি (T-20 World Cup) ।

বুধবার অ্যাডিলেড ওভালে বাংলাদেশকে হারিয়ে ভারত সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করার পর এক সাক্ষাৎকারে কোহলি বলেন, "বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ঘোষণার পরেই আকর্ণ হেসেছিলাম । আমি জানতাম ভালো ক্রিকেটিং শটই হবে আমার ফর্মে ফেরার চাবিকাঠি । আমি নিশ্চিত ছিলাম যে অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা দলের কাজে আসবে ।"

2012 সালে এই অ্যাডিলেডেই প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন কোহলি । দু'বছর পর অধিনায়কত্বের অভিষেকেও দুই ইনিংসেই শতরান করেন তিনি । এদিন সেই নস্টালজিয়াতেও ভেসেছেন ভারতের রান-মেশিন । কোহলি বলেন, "আমি এই মাঠে খেলতে পছন্দ করি । নেটে ঢোকার পর থেকেই বাড়তি তাগিদ অনুভব করি ।"

আরও পড়ুন: ব্যাঘ্র শিকারে বিশ্বকাপে সেমির টিকিট কার্যত নিশ্চিত রোহিতদের

এদিন মাত্র 44 বলে 64 রানের ইনিংস খেলেন প্রাক্তন ক্যাপ্টেন । দুরন্ত ইনিংসে রয়েছে 8টি চার ও 1টি ছয় । একইসঙ্গে এদিন নয়া রেকর্ডেরও মালিক হয়েছেন তিনি (Kohli becomes the highest run scorer in T20 World Cups) । বাংলাদেশের বিরুদ্ধে বিরাট নামার আগে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। টাইগারদের বিরুদ্ধে ব্যক্তিগত 16 রানে পৌঁছনোর পরেই সেই রেকর্ড টপকে যান কোহলি । জয়বর্ধনের থেকে মাত্র 8টি ইনিংস কম খেলে তাজ মাথায় পরেন বিরাট । তথ্য বলছে, টি-20 বিশ্বকাপে অবিশ্বাস্য গড়, স্ট্রাইক-রেট কোহলির । 1065 রান করতে মাত্র 23 ইনিংস নিয়েছেন বিরাট । গড় 88.75, স্ট্রাইক-রেট 132.46 । নামের পাশে রয়েছে 12টি অর্ধ-শতরান । যদিও কম ইনিংসে রেকর্ড গড়লেও মাহেলার থেকে 19 বল বেশি নিয়েছেন কোহলি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.