ETV Bharat / sports

Waqar Younis : কারও ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য ছিল না, নমাজ-মন্তব্যে ক্ষমা চাইলেন ওয়াকার - Waqar Younis apologises

এক গ্যালারি হিন্দুর মাঝে বসে রিজওয়ানের নমাজ পাঠ তাঁর কাছে সবচেয়ে তৃপ্তির এবং বিশেষ মুহূর্ত ৷ এমন মন্তব্য়ে শোরগোল ফেলে দিয়েছিলেন প্রাক্তন পাক তারকা ৷ ব্যাপক সমালোচিতও হতে হয়েছিল তাঁকে ৷ কিংবদন্তির থেকে এমন ধর্মান্ধের মত মন্তব্য আঘাত করেছিল এদেশের অনেককেই ৷

Waqar Younis
কারও ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য ছিল না, নমাজ-মন্তব্যে ক্ষমা চাইলেন ওয়াকার
author img

By

Published : Oct 27, 2021, 4:49 PM IST

দুবাই, 27 অক্টোবর : দীর্ঘ 29 বছরের প্রতীক্ষার অবসান ৷ বিশ্বকাপের আঙিনায় প্রথমবার 'ভারত বধ' করেছে পাকিস্তান ৷ রবিবার সারারাত সেলিব্রেশন চলেছে ওয়াঘার ওপারে ৷ বাবরদের 'বিরাট' জয়ে আপ্লুত সেদেশের প্রাক্তনরা ৷ কিন্তু বাবরদের জয়ের পর তৃপ্তির বহিঃপ্রকাশ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছিলেন ওয়াকার ইউনিস ৷

এক গ্যালারি হিন্দুর মাঝে বসে রিজওয়ানের নমাজ পাঠ তাঁর কাছে সবচেয়ে তৃপ্তির এবং বিশেষ মুহূর্ত ৷ এমন মন্তব্য়ে শোরগোল ফেলে দিয়েছিলেন প্রাক্তন পাক তারকা ৷ ব্যাপক সমালোচিতও হতে হয়েছিল তাঁকে ৷ কিংবদন্তির থেকে এমন ধর্মান্ধের মত মন্তব্য আঘাত করেছিল এদেশের অনেককেই ৷

যাঁর মধ্যে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ছিলেন অন্যতম ৷ তিনি বলেন, ওয়াকারের মন্তব্য আমার জীবনে শোনা অন্যতম হতাশাজনক মন্তব্য ৷ খেলাধূলার সঙ্গে জড়িত মানুষদের মুখ থেকে এমন মন্তব্য ভয়ঙ্কর ৷

আরও পড়ুন : ভারত-পাক ম্যাচ নিয়ে সারারাত সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি ভাজ্জি-আমিরের

বিরূপ প্রতিক্রিয়া হাওয়ায় ভাসতেই তাঁর মন্তব্য়ের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার ইউনিস ৷ মঙ্গলবার রাতে টুইটে ক্ষমা চেয়ে ওয়াকার লেখেন, "মুহূর্তের উত্তেজনায় আমি যা বলেছিলাম তা অনেক মানুষের ভাবাবেগে আঘাত করেছে ৷ আমি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলিনি ৷ গোটা ঘটনায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ খেলাধূলা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষকে একত্রিত করে ৷"

  • In the heat of the moment, I said something which I did not mean which has hurt the sentiments of many. I apologise for this, this was not intended at all, genuine mistake. Sports unites people regardless of race, colour or religion. #apologies 🙏🏻

    — Waqar Younis (@waqyounis99) October 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটার হ্যান্ডেলে ক্ষমা চাওয়ার আগে একটি টেলিভিশন মাধ্যমেও ক্ষমা চেয়ে ওয়াকার বলেন, "পাকিস্তান ম্যাচ জেতায় ভীষণই উত্তেজিত ছিলাম আমি ৷ কারও ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য ছিল না আমার ৷"

দুবাই, 27 অক্টোবর : দীর্ঘ 29 বছরের প্রতীক্ষার অবসান ৷ বিশ্বকাপের আঙিনায় প্রথমবার 'ভারত বধ' করেছে পাকিস্তান ৷ রবিবার সারারাত সেলিব্রেশন চলেছে ওয়াঘার ওপারে ৷ বাবরদের 'বিরাট' জয়ে আপ্লুত সেদেশের প্রাক্তনরা ৷ কিন্তু বাবরদের জয়ের পর তৃপ্তির বহিঃপ্রকাশ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছিলেন ওয়াকার ইউনিস ৷

এক গ্যালারি হিন্দুর মাঝে বসে রিজওয়ানের নমাজ পাঠ তাঁর কাছে সবচেয়ে তৃপ্তির এবং বিশেষ মুহূর্ত ৷ এমন মন্তব্য়ে শোরগোল ফেলে দিয়েছিলেন প্রাক্তন পাক তারকা ৷ ব্যাপক সমালোচিতও হতে হয়েছিল তাঁকে ৷ কিংবদন্তির থেকে এমন ধর্মান্ধের মত মন্তব্য আঘাত করেছিল এদেশের অনেককেই ৷

যাঁর মধ্যে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ছিলেন অন্যতম ৷ তিনি বলেন, ওয়াকারের মন্তব্য আমার জীবনে শোনা অন্যতম হতাশাজনক মন্তব্য ৷ খেলাধূলার সঙ্গে জড়িত মানুষদের মুখ থেকে এমন মন্তব্য ভয়ঙ্কর ৷

আরও পড়ুন : ভারত-পাক ম্যাচ নিয়ে সারারাত সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি ভাজ্জি-আমিরের

বিরূপ প্রতিক্রিয়া হাওয়ায় ভাসতেই তাঁর মন্তব্য়ের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার ইউনিস ৷ মঙ্গলবার রাতে টুইটে ক্ষমা চেয়ে ওয়াকার লেখেন, "মুহূর্তের উত্তেজনায় আমি যা বলেছিলাম তা অনেক মানুষের ভাবাবেগে আঘাত করেছে ৷ আমি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলিনি ৷ গোটা ঘটনায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ খেলাধূলা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষকে একত্রিত করে ৷"

  • In the heat of the moment, I said something which I did not mean which has hurt the sentiments of many. I apologise for this, this was not intended at all, genuine mistake. Sports unites people regardless of race, colour or religion. #apologies 🙏🏻

    — Waqar Younis (@waqyounis99) October 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটার হ্যান্ডেলে ক্ষমা চাওয়ার আগে একটি টেলিভিশন মাধ্যমেও ক্ষমা চেয়ে ওয়াকার বলেন, "পাকিস্তান ম্যাচ জেতায় ভীষণই উত্তেজিত ছিলাম আমি ৷ কারও ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য ছিল না আমার ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.