কলকাতা, 13 ফেব্রুয়ারি: ঘরের মাঠে রঞ্জি ফাইনাল ৷ সৌরাষ্ট্রের বিরুদ্ধে এই ফাইনালে বাংলা দলের বড় ভরসা আকাশ দীপ ৷ যিনি মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে বাংলার সেমিফাইনাল জয়কে প্রায় নিশ্চিত করে দেন ৷ এদিন আকাশ দীপ ইটিভি ভারতকে ফোনে জানালেন, রঞ্জি জিতে কলকাতার রাস্তায় ট্রফি নিয়ে ঘুরতে চান তিনি (Wants to Walk Arround Kolkata with Ranji Trophy) ৷
আকাশ দীপ বলেন, ‘‘এইবছর আমাদের পুরো দল ডেডিকেশনের সঙ্গে খেলছে ৷ ট্রফি অবশ্যই আসবে ৷ ট্রফি নিয়ে আমরা পুরো কলকাতায় ঘুরব ৷’’ তবে, এখনই সেটা নিয়ে ভাবতে নারাজ আকাশ দীপ ৷ দলের প্রস্তুতি নিয়ে বাংলার মিডিয়াম পেসার বলেন, ‘‘এইবছর আমাদের পুরো দল ডেডিকেশনের সঙ্গে খেলছে ৷ নিজেদের সেরাটা খেলতে পারলে ট্রফি অবশ্যই আসবে ৷ আমরা যেভাবে খেলছি তা বজায় রাখতে পারলেই ভারতের যে কোনও দলকে হারাতে পারি ৷’’
তবে তেত্রিশ বছর পর ফের ঘরের মাঠে রঞ্জি ট্রফির ম্যাচ ৷ সেটা বাড়তি সুবিধা নাকি চাপ ? এই প্রশ্নের জবাবে আকাশ দীপ বলেন, ‘‘খেলোয়াড় হিসেবে আমার কোনও বাড়তি চাপ নেই ৷ ঘরের মাঠ বা বাইরের মাঠ, আমার কাজ শুধু নিজের পারফরম্যান্সটা করে যাওয়া ৷ পরিস্থিতি অনুযায়ী নিজেকে মেলে ধরা ৷ মাঠে গিয়েই বুঝতে পারব পরিস্থিতি কীরকম ৷ এত আগে থেকে চিন্তা করে নিজেকে চাপে ফেলতে চাই না ৷’’
শেষবার 2019-20 বাংলা রঞ্জির ফাইনাল খেলেছিল ৷ সেবারেও সৌরাষ্ট্রের কাছে ফাইনালে হারতে হয়েছিল একদম দোরগোড়ায় এসে ৷ সেখানে জয়দেব উনাদকটের দলের কাছে পরাস্ত হয়েছিল বাংলা ৷ এবার উনাদকট জাতীয় দলের সঙ্গে ছিলেন বটে ৷ কিন্তু, সৌরাষ্ট্র ফাইনালে ওঠায় তাঁকে ভারতীয় দলের কাছে চায় সৌরাষ্ট্র ৷ সেই আবেদন মঞ্জুর করেছে জাতীয় নির্বাচক কমিটি ৷ ফলে 16 ফেব্রুয়ারি ফের বল হাতে রঞ্জির ফাইনালে দেখা যাবে সৌরাষ্ট্রের অধিনায়ককে ৷
আরও পড়ুন: গতবারের মধুর বদলা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে তিনবছর পর রঞ্জি ফাইনালে বাংলা
ইডেনে খুব সম্ভবত সবুজ পিচ অপেক্ষা করবে দুই দলের জন্য ৷ সেখানে আকাশ দীপ, মুকেশ কুমার এবং ঈশান পোড়েলের গতি সমস্যায় ফেলবে সৌরাষ্ট্রের ব্যাটারদের ৷ তবে, চেতন সাকারিয়ার গতি এবং বাঁ-হাতি জয়দেব উনাদকটের স্লো-মিডিয়াম পেসও সবুজ উইকেটে বিপজ্জনক হয়ে উঠতে পারে ৷ ফলে ইডেনে সবুজ উইকেট হলে, সেখানে ব্যাটাররা যে দম ফেলতে পারবেন না, তা বলার অপেক্ষা রাখে না ৷