মুম্বই, 22 জানুয়ারি : বিরাট কোহলিকে শোকজ করতে চাওয়ার খবর সত্যি নয় ৷ সংবাদ সংস্থাকে এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Wants to Show Cause Virat Kohli is Not True) ৷ কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিরাট কোহলির বিতর্কিত সাংবাদিক বৈঠকের পরেই সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে শোকজ নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ কিন্তু, জয় শাহ’র হস্তক্ষেপে সৌরভ নাকি তা করেননি ৷
বিসিসিআই’র এক সূত্র দাবি করেছিল, সেই সময় টেস্ট সিরিজে এর প্রভাব পড়তে পারে ভেবে কোহলিকে শোকজ না করার সিদ্ধান্ত নেওয়া হয় । টেস্ট সিরিজের পরে তাঁর কাছে এ নিয়ে জবাব চাওয়া হত । কিন্তু, তার আগেই তৃতীয় টেস্ট হেরে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বিরাট । যা নিয়ে বিসিসিআই সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর কোহলিকে শোকজ করতে চাওয়ার খবরের মধ্যে কোনও সত্যতা নেই (Sourav on Show Cause Controversy)।
আরও পড়ুন : ক্যাঙ্গারুর দেশে সিরিজ জয় থেকে সফলতম অধিনায়ক, টেস্ট ক্যাপ্টেন বিরাটের মুকুটে ছড়ানো মণিমাণিক্য
প্রসঙ্গত, কোহলি টি-20 অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত বদলের কথা বলেছিলেন । যা মানতে চাননি কোহলি । এমনটাই জানিয়ে ছিলেন সৌরভ । তবে, বিসিসিআই এর তরফে কেউ তাঁকে এমন অনুরোধ করেনি বলে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন কোহলি । যা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বিরাট কোহলির মধ্যে বিরোধ দেখা দেয় ।
আর সেই বিরোধকে আরও উস্কে দেয় কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত সৌরভের বিরাটকে শোকজ করতে চাওয়ার খবর । এদিন সৌরভ নিজে সেই দাবি সম্পূর্ণভাবে খারিজ করেছেন ।