ETV Bharat / sports

ভারতের প্রথম মহিলা টেস্ট আম্পায়ার হিসাবে ইতিহাস বৃন্দার - ভারতের প্রথম মহিলা টেস্ট আম্পায়ার

First Indian Woman Test Umpire Vrinda Rathi : ভারতের প্রথম মহিলা টেস্ট আম্পায়ার হিসাবে ইতিহাস গড়লেন বৃন্দা ঘনশ্যাম রাঠি ৷ নাবিমুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইংল্যান্ড ও ভারতের মহিলা দলের লড়াইয়ে আম্পায়ারিং-এর দায়িত্ব পড়ল তাঁর কাঁধে ৷

Vrinda Rathi becomes first Woman Test umpire from India
ভারতের প্রথম মহিলা টেস্ট আম্পায়ার হিসাবে ইতিহাস বৃন্দার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 5:54 PM IST

Updated : Dec 14, 2023, 6:10 PM IST

নাবিমুম্বই, 14 ডিসেম্বর: মেয়েদের টেস্ট ক্রিকেটের দুর্দশার কথা কয়েকদিন আগেই প্রেস কনফারেন্সে তুলে ধরেছিলেন স্মৃতি মন্দানা ৷ তিনি জানিয়েছিলেন চার দিনের ক্রিকেটের ক্ষেত্রে মেয়েরা এখনও অনেকটাই পিছিয়ে ৷ কারণ একটাই ম্যাচ প্রায় হয় না বললেই চলে ৷ নিজের দশ বছরের ক্রিকেটজীবনে তিনি মাত্র 4টি টেস্ট খেলেছেন এমনটাই জানিয়েছিলেন স্মৃতি ৷ যা মোটেই ভালো খবর নয় ৷ যাই হোক আপাতত নাবিমুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের একবার টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল ৷ এই ম্যাচেই তৈরি হল একটি দারুণ ইতিহাস ৷ ভারতের প্রথম মহিলা টেস্ট আম্পায়ার হিসাবে মাঠে নামলেন বৃন্দা ঘনশ্যাম রাঠি ৷

বৃন্দা এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসাবেই দায়িত্ব সামলাচ্ছেন ৷ 2014 সালে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আম্পায়ারিং-এর পরীক্ষায় পাশ করেন বৃন্দা ৷ এরপর 2018 সালে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আয়োজিত পরীক্ষাতেও তিনি পাশ করেন ৷

তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি বৃন্দাকে ৷ 2020 সালে ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের ডেভলপমেন্ট প্যানেল অফ আম্পায়ার্স-এও যুক্ত হওয়ার সুযোগ পান তিনি ৷ প্রথম উইমেন প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচেও আম্পায়ারিং-এর দায়িত্ব সামলেছিলেন তিনি ৷ এরপর হ্যাংঝাউতে এশিয়ান গেমসেও তিনি সুযোগ পান ৷

এই টেস্টে অন্য অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন কেএন অনাথপদ্মনাভম ৷ তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন বীরেন্দ্র শর্মা ৷ আর ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের রেফারির দায়িত্বে রয়েছেন জিএস লক্ষী ৷ প্রায় 9 বছর পরে ভারতে আবার টেস্ট ক্রিকেট খেলছে ভারতীয় মহিল দল ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলাদের টেস্ট ম্যাচের সংখ্যা ঠিক কতটা কম তা এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ৷ এবারও মাত্র একটিই টেস্ট ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল ৷ তাই টেস্ট ম্যাচের আরও বেশি হলে মেয়দেরও লাল বলের ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বাড়বে ৷ তবে বৃন্দার জন্য় এটি যে অত্যন্ত বড় ম্যাচ তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপে 'হিট' শ্রেয়সেই ভরসা! আইপিএলে নাইটদের ঘর সামলাবেন আইয়ার
  2. মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব তাঁদের, মত হরমনপ্রীতের
  3. 'অর্জুন' মহম্মদ শামি! ক্রীড়ামন্ত্রকের কাছে বঙ্গ পেসারের নাম প্রস্তাব বিসিসিআইয়ের

নাবিমুম্বই, 14 ডিসেম্বর: মেয়েদের টেস্ট ক্রিকেটের দুর্দশার কথা কয়েকদিন আগেই প্রেস কনফারেন্সে তুলে ধরেছিলেন স্মৃতি মন্দানা ৷ তিনি জানিয়েছিলেন চার দিনের ক্রিকেটের ক্ষেত্রে মেয়েরা এখনও অনেকটাই পিছিয়ে ৷ কারণ একটাই ম্যাচ প্রায় হয় না বললেই চলে ৷ নিজের দশ বছরের ক্রিকেটজীবনে তিনি মাত্র 4টি টেস্ট খেলেছেন এমনটাই জানিয়েছিলেন স্মৃতি ৷ যা মোটেই ভালো খবর নয় ৷ যাই হোক আপাতত নাবিমুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের একবার টেস্ট খেলতে নেমেছে ভারতীয় দল ৷ এই ম্যাচেই তৈরি হল একটি দারুণ ইতিহাস ৷ ভারতের প্রথম মহিলা টেস্ট আম্পায়ার হিসাবে মাঠে নামলেন বৃন্দা ঘনশ্যাম রাঠি ৷

বৃন্দা এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসাবেই দায়িত্ব সামলাচ্ছেন ৷ 2014 সালে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আম্পায়ারিং-এর পরীক্ষায় পাশ করেন বৃন্দা ৷ এরপর 2018 সালে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আয়োজিত পরীক্ষাতেও তিনি পাশ করেন ৷

তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি বৃন্দাকে ৷ 2020 সালে ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিলের ডেভলপমেন্ট প্যানেল অফ আম্পায়ার্স-এও যুক্ত হওয়ার সুযোগ পান তিনি ৷ প্রথম উইমেন প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচেও আম্পায়ারিং-এর দায়িত্ব সামলেছিলেন তিনি ৷ এরপর হ্যাংঝাউতে এশিয়ান গেমসেও তিনি সুযোগ পান ৷

এই টেস্টে অন্য অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন কেএন অনাথপদ্মনাভম ৷ তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছেন বীরেন্দ্র শর্মা ৷ আর ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের রেফারির দায়িত্বে রয়েছেন জিএস লক্ষী ৷ প্রায় 9 বছর পরে ভারতে আবার টেস্ট ক্রিকেট খেলছে ভারতীয় মহিল দল ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলাদের টেস্ট ম্যাচের সংখ্যা ঠিক কতটা কম তা এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ৷ এবারও মাত্র একটিই টেস্ট ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল ৷ তাই টেস্ট ম্যাচের আরও বেশি হলে মেয়দেরও লাল বলের ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বাড়বে ৷ তবে বৃন্দার জন্য় এটি যে অত্যন্ত বড় ম্যাচ তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপে 'হিট' শ্রেয়সেই ভরসা! আইপিএলে নাইটদের ঘর সামলাবেন আইয়ার
  2. মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব তাঁদের, মত হরমনপ্রীতের
  3. 'অর্জুন' মহম্মদ শামি! ক্রীড়ামন্ত্রকের কাছে বঙ্গ পেসারের নাম প্রস্তাব বিসিসিআইয়ের
Last Updated : Dec 14, 2023, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.