ETV Bharat / sports

Virender Sehwag: 'হল অফ ফেমে' জায়গা পেয়ে আইসিসি'কে ধন্যবাদ নজফগড়ের নবাবের - আইসিসি

Virender Sehwag and Diana Edulji into ICC Hall of Fame: আইসিসি হল অফ ফেমের মতো সম্মানে নাম যুক্ত হল, প্রাক্তন দুই ভারতীয় ক্রিকেটারের ৷ একজন হলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এবং দ্বিতীয়জন মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Nov 13, 2023, 8:22 PM IST

Updated : Nov 14, 2023, 11:04 AM IST

দুবাই, 13 নভেম্বর: ভারতের টি-20 বিশ্বকাপ এবং ওয়ান-ডে বিশ্বকাপ জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ ওপেনিং করতে নেমে প্রতিপক্ষ বোলারের আতংক ছিলেন তিনি ৷ সেই বীরুকে এবার 'হল অফ ফেম'-এ জায়গা দিল আইসিসি ৷ তালিকায় রয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান মিডল-অর্ডার ব্যাটার অরবিন্দ ডি’সিলভা ৷ একইসঙ্গে প্রথম কোনও প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন ৷ মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজিকে এই সম্মান দেওয়া হয়েছে আইসিসি'র তরফে ৷

ক্রিকেটার জীবনে অসাধারণ সাফল্যের জন্য এই তিন তারকা ক্রিকেটারকে হল অফ ফেমে জায়গা দিল ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ ভারতের দু’টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য বীরেন্দ্র সেহওয়াগকে আইসিসি 'হল অফ ফেম'-এ জায়গা দিল ৷ বিধ্বংসী এই প্রাক্তন ওপেনার ভারতের জার্সিতে 1999 থেকে 2013 সাল পর্যন্ত বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছেন ৷ একমাত্র ভারতীয় ব্যাটার যাঁর নামে টেস্ট ক্রিকেটে দু’টি তিনশো রানের ইনিংস রয়েছে ৷ টেস্ট ক্রিকেটে 23টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামে ৷ ভারতীয় ক্রিকেটারদের নিরিখে সেরা পাঁচ টেস্ট সেঞ্চুরিকারী ব্যাটার সেহওয়াগ ৷ টেস্টে ক্রিকেটের পাশাপাশি ওয়ান-ডে ক্রিকেটেও দারুণ সাফল্য রয়েছে বীরুর নামে ৷ সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে দু’শো রান করেছিলেন তিনি ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে 219 রান করেন সেহওয়াগ ৷

প্রাক্তন ওপেনারকে এদিন সোশালে অভিনন্দন জানানো হয় বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির তরফে ৷ পালটা আইসিসিকে হল 'অফ ফেমে' জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন 'নজফগড়ের নবাব' ৷

অন্যদিকে, এডুলজি ভারতের মহিলা ক্রিকেট দলের ট্রেন্ড সেটার হিসেবে উঠে এসেছিলেন ৷ প্রাক্তন এই ভারত অধিনায়ক ক্রিকেটার জীবনে যেমন একাধিক সাফল্য পেয়েছেন ৷ তেমনি বোর্ডের (বিসিসিআই) প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি ৷ এদিন আইসিসি হল অফ ফেম পাওয়া নিয়ে 67 বছরের এডুলজি বলেন, ‘‘প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মান ৷’’

আরও পড়ুন:

  1. 'মহিলা ক্রিকেটের জন্য গর্বের', আইসিসি 'হল অফ ফেম'-এ জায়গা পেয়ে বললেন ডায়ানা
  2. 'অহংকার ও ক্ষমতার লোভেই রাজনীতিতে আসেন ক্রীড়াবিদরা', বীরুর নিশানায় কে ?

দুবাই, 13 নভেম্বর: ভারতের টি-20 বিশ্বকাপ এবং ওয়ান-ডে বিশ্বকাপ জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ ওপেনিং করতে নেমে প্রতিপক্ষ বোলারের আতংক ছিলেন তিনি ৷ সেই বীরুকে এবার 'হল অফ ফেম'-এ জায়গা দিল আইসিসি ৷ তালিকায় রয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কান মিডল-অর্ডার ব্যাটার অরবিন্দ ডি’সিলভা ৷ একইসঙ্গে প্রথম কোনও প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন ৷ মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজিকে এই সম্মান দেওয়া হয়েছে আইসিসি'র তরফে ৷

ক্রিকেটার জীবনে অসাধারণ সাফল্যের জন্য এই তিন তারকা ক্রিকেটারকে হল অফ ফেমে জায়গা দিল ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ ভারতের দু’টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য বীরেন্দ্র সেহওয়াগকে আইসিসি 'হল অফ ফেম'-এ জায়গা দিল ৷ বিধ্বংসী এই প্রাক্তন ওপেনার ভারতের জার্সিতে 1999 থেকে 2013 সাল পর্যন্ত বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছেন ৷ একমাত্র ভারতীয় ব্যাটার যাঁর নামে টেস্ট ক্রিকেটে দু’টি তিনশো রানের ইনিংস রয়েছে ৷ টেস্ট ক্রিকেটে 23টি সেঞ্চুরি রয়েছে তাঁর নামে ৷ ভারতীয় ক্রিকেটারদের নিরিখে সেরা পাঁচ টেস্ট সেঞ্চুরিকারী ব্যাটার সেহওয়াগ ৷ টেস্টে ক্রিকেটের পাশাপাশি ওয়ান-ডে ক্রিকেটেও দারুণ সাফল্য রয়েছে বীরুর নামে ৷ সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ওয়ান-ডে ক্রিকেটে দু’শো রান করেছিলেন তিনি ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে 219 রান করেন সেহওয়াগ ৷

প্রাক্তন ওপেনারকে এদিন সোশালে অভিনন্দন জানানো হয় বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডির তরফে ৷ পালটা আইসিসিকে হল 'অফ ফেমে' জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন 'নজফগড়ের নবাব' ৷

অন্যদিকে, এডুলজি ভারতের মহিলা ক্রিকেট দলের ট্রেন্ড সেটার হিসেবে উঠে এসেছিলেন ৷ প্রাক্তন এই ভারত অধিনায়ক ক্রিকেটার জীবনে যেমন একাধিক সাফল্য পেয়েছেন ৷ তেমনি বোর্ডের (বিসিসিআই) প্রশাসক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি ৷ এদিন আইসিসি হল অফ ফেম পাওয়া নিয়ে 67 বছরের এডুলজি বলেন, ‘‘প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পাওয়া অনেক বড় সম্মান ৷’’

আরও পড়ুন:

  1. 'মহিলা ক্রিকেটের জন্য গর্বের', আইসিসি 'হল অফ ফেম'-এ জায়গা পেয়ে বললেন ডায়ানা
  2. 'অহংকার ও ক্ষমতার লোভেই রাজনীতিতে আসেন ক্রীড়াবিদরা', বীরুর নিশানায় কে ?
Last Updated : Nov 14, 2023, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.